ডাক্তার নিজেই অসুস্থ, হাতে স্যালাইন, তবু দেখছেন রোগী👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

স্যালাইন ঝুলছে, ডাক্তার আর রোগী বসে আছেন। ইনফিউশন সেটটি রোগীর হাতে নয় শেষ হয়েছে ডাক্তারের হাতে। বাহিরের হোটেলের খাবার খেয়ে ফুড পয়জনিং এর শিকার স্বয়ং ডাক্তার।

ছবিটি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের। সেখানে ৩৬তম বিসিএসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী আব্দুল্লাহ মারুফ বৈকালিক দায়িত্ব পালন করছেন। এরইমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২১শে মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, জানাল মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিবেদক বেঙ্গল নিউজ ২৪x৭:

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২১ মে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সকাল ১০টা থেকে wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।

এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০।

মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহার ব্লকে 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার:

৮ মে ইটাহার : দিনে দুপুরে এক মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারে।এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার শদর ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে, জানা গিয়েছে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভবনের বেশকিছু দিন ধরেই সংস্কারের কাজ চলছে ফলে বেসরকারী সংস্থা কাজের দায়িত্ব পায়, ফলে সংস্থা কর্মীরা কাজ করলেও এদিন কাজের সংস্থার মালিক গুলজার হোসেন কাজ দেখতে আসেন দুপুর নাগাদ ফলে তার মোটর বাইকটি স্বাস্থ্য কেন্দ্রের সামনে রেখে কাজের পরিদশন করে এসে দেখে তার বাইক টি নেই।পরে cctv ফুটেজ দেখে দুই যুবক তার বাইক নিয়ে চম্পট দেয়, খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ, পুলিস cctv ফুটেজ দেখে চোরের খোজ শুরু করেছে।

অন্ডাল থানার অর্ন্তগত সুকান্ত কড়া খনিতে ঢাল ধসে মৃত্যু এক 👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

অন্ডাল থানার অর্ন্তগত সুকান্ত কড়া কজোড়া খনি তে ঢাল ধসে মৃত্যু।আজ সকাল আট টা নাগাদ খনির ভিতর কাজে নামে সুকান্ত কড়া ।কয়লা উত্তলনের জন্যে বেলাস্টিং করা হলে সেখানেই আহত হয় ।তার পর তাকে উপরে তুলে নিয়ে আসা হলে রাস্তায় তার মৃত্যু হয়।পরে স্থানীয় লোকেরা ও পরিবারের লোক জন তার বডি নিয়ে কজোড়া চানোকে বিক্ষোভ দেখাতে শুরু করে।তাদের দাবি পরিবারের একজনের চাকরি ও 5 লক্ষ টাকা ক্ষতি পূরণ দিতে হবে ইসিএল মানেজমেন্ট কে।জানা গেছে মৃত ব্যক্তি ঠিকা শ্রমিক ছিল।

মালদা মেডিকেলে কলেজ হসপিটালের চলছে টাকার খেলা 👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা ইংরেজ বাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতর কমলাবাড়ি বাসিন্দা ২০০ টাকা দিতে না পারায় সরকারি হাসপাতালে প্রান হারালেন রমজান শেখ(১৯) এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো ইংরেজ বাজার শহর। যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি গ্রামে বাড়ি

রোগীর বাবা ইয়াজুল শেখ জানান রোগীর শরীরলে অবস্থা দিক দেখে ক্যাথেটার লাগানোর জন্য চিকিৎসক বলেন, ওয়ার্ডবয়দের বলে পরিবারের লোকেরা ক্যাথেটার লগিয়ে দেওয়ার জন্য তারা বলেন ২০০ টাকা চার্জ দিতে হবে।নাহলে ক্যাথেটার লাগানো হবে না, বেডও মিলবে না ৷ এই ছবি উঠে এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷
মেডিকেল কলেজে ভরতি হন রমজান শেখ (১৯)পেটের ব্যাথা নিয়ে। বাবা ইয়াজুল শেখ পেশায় শ্রমিকের কাজ করেন৷ অভিযোগ, ভরতির পর বেড পর্যন্ত রোগীকে নিয়ে যাওয়া ও বেড জোগাড় করে দেওয়ার জন্য দালালরা ২০০ টাকা দাবি করে৷ দিতে রাজি হননি ৷ সেই সময় মেডিসিন ২ ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের পরিবারের লোকেদের জানান, ওয়ার্ডবয়রা ক্যাথেটার লাগানোর কাজ করে৷ আবার শুরু হয়ে ওয়ার্ডবয়দের সাথে দর কষাকষি৷ ক্যাথেটার লাগানোর জন্য ইয়াজুল শেখ ওয়ার্ডবয়দের জানিয়েদেন, তাঁর কাছে এই মুহূর্তে টাকা নেই৷ রমজানের শারীরিক কষ্ট দেখে পাশের বেডে থাকা রোগীর পরিবারের লোকজনও ওয়ার্ডবয়দের ক্যাথেটার লাগিয়ে দেওয়ার অনুরোধ করেন৷ কিন্তু কার কথা কে শোনে! তারাসাফ জানিয়ে দেয় টাকা না পেলে ক্যাথেটার লাগানো হবে না৷প্রায়দু ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে সকাল সাতটা জীবনের যুদ্ধে হেরে যান রমজান।

তাপপ্রবাহ বাড়তে না বাড়তেই একটু হাসি ফুটেছে ডাব ও আখের রস বিক্রেতাদের মুখে👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

তীব্র গরমে মালদা বাসিন্দারা গরমে ক্লান্ত ও হাঁসফাঁস অবস্থা।অফীস যাত্রী থেকে সুরু করে দিন মজুর ও বাসচালোক সকলে এই গরমে ক্লান্ত হয়ে পরছে। একইভাবে তাপমাত্রা বৃদ্ধি বারতেই চলেছে।তবে দেশের বিভিন্ন জায়গায় ফণীর প্রভাব পরেছে।তার জেরে বৃষ্টিপাত ও জোর হাওয়ায় বয়েছে গরমের তীব্রতা আনেক টাই কম হয়েছিল। গত কয়একদিন যেতে না যেতেই তাপমাত্রার পারদ চড়তে থাকে। গত সোমবার বেলা বাড়ার সাথে সাথে।
তাপমাত্রা বারতে না বারতে মালদা শহর থেকে গ্রাম চোখ পরছে ঠান্ডা পানীয়জলের দোকানে ভীর তার জেরে দাম বৃদ্ধি পেয়েছে ডাবের জলের সাথে সাথে আঁখের রসের ও তরমুজ জাতীয় ঠাণ্ডা ফলের চাহিদা ।যে ডাবের দাম ছিল ২০ থেকে ৩০টাকা এদিন পৌঁছায় ৩৫ থেকে ৪০ টাকাতে।পথ চলতি মানুষ কান্ত হয়ে ঠায় নিছেন গাছে ছায়ায়।

রাজ্যে সরকারের দুই মাস স্কুল ছুটি ঘোষণার প্রতিবাদে নামল মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা শাখা তরফে বুধবার প্রতিবাদ মিছিল বেরকার হয় তাদে মিছিলে শ্লোগান ছিল ছুটি নয় পাড়তে চাই । এই শ্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পক্ষ থেকে মালদা ইংরেজ বাজার শহর মিছিল বের হয়। অতুল মার্কেটে অবস্থিত শিক্ষাভবনে সামনে বিক্ষোভ দেখানোর পর ডি,আই এর হাতে একটি লিখিত দাবি পত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি মনোরঞ্জন দাস জানান, রাজ্য সরকার অপ্রয়োজনীয় দুমাস স্কুল ছুটির ঘোষণা করেছেন।

তারা বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছি। সরকারি এই নির্দেশিকা যাতে প্রত্যাখ্যান করা হয় তার জন্য আজকে ডি,আই এর হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। এই দুই মাস স্কুল ছুটির ফলে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। তাই তাদের এই আন্দোলন পথে নামতে হয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠাল, ঠেকায় ক্যানসার জানুন বিস্তারিত তথ্য👇👇👇

স্বাস্থ্য ডেস্ক,বেঙ্গল নিউজ ২৪x৭:

আম-কাঁঠাল পাকার সময় এখন -কাঁঠাল কাঁচা বা পাকা, দুভাবেই খাওয়া যায়। তবে আর কয়েক দিন পর বাজারে মিলবে পাকা কাঁঠাল। আমাদের জাতীয় এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, থায়ামিন, রাইবোফ্লোবিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। কাঁঠালের স্বাস্থ্যগুণগুলো সম্পর্কে জেনে নিই, চলুন-

১. হজমের সমস্যা দূর করার ক্ষেত্রে কাঁঠাল খুব উপকারি। এ ফলে রয়েছে এমন সব উপাদান, যা পাকস্থলির আলসার প্রতিরোধ করতে সক্ষম। এ ছাড়া কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করার ক্ষেত্রে কাঁঠাল অত্যন্ত কার্যকর।

২. কাঁঠাল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঁঠালে থাকা ভিটামিন সি শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া কাঁঠাল রক্তের শ্বেতকনিকার কার্যক্ষমতা বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রেখে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

৪. কাঁঠাল হাঁপানির সমস্যায় অব্যর্থ ওষুধ। আয়ুর্বেদিক চিকিৎসায় বলা হয়, কাঁঠালের শিকড় পানিতে ফুটিয়ে সেই পানি পান করা হলে হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণে থাকে।

৫. কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, যা থাইরয়েড হরমোনের উৎপাদন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই থাইরয়েডের সমস্যা থাকলে কাঁঠাল পথ্য হিসেবে খেতে পারেন।

ইউপিএ সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইকের রেকর্ড নেই- এমনে RTI-এর উত্তরে জানাল প্রতিরক্ষা মন্ত্রক

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ভারতের রাজনীতির ময়দানে সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়৷ সম্প্রতি সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মনমোহন সিং বলেন, ‘‘আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের সেনাকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে সমস্ত রকমের হামলার জবাব দেওয়ার। আমাদের সময়ও অনেক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আমাদের জন্য, সার্জিক্যাল স্ট্রাইক ছিল কৌশলগত পদক্ষেপ এবং ভারত-বিরোধী শক্তিগুলিকে মোক্ষম জবাব দেওয়ার অস্ত্র। আমরা কখনই এই সাফল্যকে ভোটের ময়দানে কাজে লাগাতে চাইনি।”
মনমোহনের এই সাক্ষাৎকারের পরই কংগ্রেস আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেন দলের নেতা রাজীব শুক্লা৷ তাঁদের সমর্থন করেন ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক তথা কংগ্রেসের জাতীয় নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা৷ তিনিও জানান, এই প্রথম নয়, এর আগের সরকারের আমলেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছে ভারত।
কিন্তু কংগ্রেস নেতাদের সমস্ত দাবি উড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক কোনও ভিডিও গেম নয়। কংগ্রেস আমলে কোনও স্ট্রাইক হয়নি।” তবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত এই আরটিআই রিপোর্ট প্রধানমন্ত্রীর দাবিকেই সিলমোহর দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

আমেরিকানযুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত 👇👇👇

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল নিউজ২৪x৭:

আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে মঙ্গলবার সহপাঠিদের বন্দুক হামলায় এক কিশোর শিক্ষার্থী নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে।দেশটির সমকালীন ইতিহাসে এই শহরটি ভয়াবহ বন্দুক হামলার জন্য পরিচিত।

ডগলাস কাউন্টির শেরিফের অফিস টুইট বার্তায় জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে এসটিইম স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়েছে।’ ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর।

এর আগে শেরিফ টনি স্পারলক বলেন, এই ঘটনায় আহত বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। মোট আটজন আহত হয়েছে। কয়েকজনকে অস্ত্রোপচার করা হয়েছে।

এই ঘটনায় কোন স্টাফ বা শিক্ষক আহত হয়নি বলে জানা গেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিক্ষার্থীর বয়স ১৫ বছর।
এই ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।এদের একজন প্রাপ্তবয়স্ক ও অপরজন তরুণ। তারা দুজনেই এই স্কুলের ছাত্র।এই সন্দেহভাজনদের ব্যপারে আর কিছু জানানো হয়নি ।

শেরিফ আরো বলেন, এই দুই ব্যক্তি ‘পায়ে হেঁটে এসটিইএম স্কুলে পৌঁছে স্কুলের দুটি পৃথক স্থানে ছাত্রদের উপর হামলা চালায়।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে।

স্পুরলক বলেন, হামলার প্রায় সাথে সাথেই স্কুল থেকে পুলিশে খবর দেয়া হয়। দুই মিনিটের মধ্যেই আমার ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে যায়।
শেরিফ আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে কর্মকর্তারা দ্রুত স্কুলে পৌঁছানোর কারণেই আরো অনেক জীবন রক্ষা পেয়েছে।’

দ্য এসটিইএম স্কুল হাউল্যান্ডস র‌্যাঞ্চ একটি কিন্ডারগার্টেন। এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যায়নের সুযোগ রয়েছে। এটি কলোরাডোর মধ্যাঞ্চলে অবস্থিত। এই স্কুলে প্রায় ১ হাজার ৮০০শ শিক্ষার্থী লেখাপড়া করে।

হামলার পর কয়েকঘন্টা স্কুল বন্ধ ছিল। বিকেল তিনটের দিকে ক্লাশ ফের শুরু হয়। কয়েকটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Design a site like this with WordPress.com
Get started