দুই বছর টানা আইনী লড়াই করে রেলের কাছ থেকে ৩৩ টাকা ফেরত পেলেন যাত্রী👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

দু’‌বছর ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে মামলা লড়েছেন তিনি। তারপরেও জিএসটির জন্য কেটে নেয়া পুরো টাকা ফেরত দিল না রেল। ৩৫ টাকা ফেরত পাওয়ার কথা ছিল তাঁর। সেখান থেকেও ‌দু’‌টাকা কেটে তাকে ভারতের রেল ফেরত দিয়েছে ৩৩ টাকা।

পেশায় ইঞ্জিনিয়ার সুজিত স্বামী (‌৩০)‌ ২০১৭ সালের ২ জুলাই গোল্ডেন টেম্পল ট্রেনে টিকিট কেটেছিলেন। কোটা থেকে দিল্লি যাওয়ার টিকিটের জন্য ৭৬৫ টাকা দিয়েছিলেন সুজিত। কিন্তু ওয়েটিং লিস্টে থাকায় সেই টিকিট তিনি বাতিল করে দেন। বাতিল টিকিটের ফেরত মূল্য হিসেবে ৬৬৫ টাকা রেল তাঁকে দেয়। কেটে নেওয়া হয় ১০০ টাকা।

জিএসটি এবং সার্ভিস ট্যাক্স বাবদ এই টাকা কাটা হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু যে সময়ে রেল তাঁর কাছ থেকে জিএসটি বাবাদ ৩৫ টাকা কেটে নেয়, তখন পুরো ভারতে চালুই হয়নি জিএসটি।

কাজেই জিএসটির সেই ৩৫ টাকা ফেরত পাওয়ার জন্য রেলের বিরুদ্ধে আদালতে মামলা ঠোকেন সুজিত। প্রায় দু’‌বছর ধরে চলেছে সেই মামলা।

সুজিত অভিযোগ করেছেন, তাঁর করা আরটিআই গত দু’‌বছর ধরে কমপক্ষে ১০ বার এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরেছে। চূড়ান্ত হয়রানির পরেও অনৈতিক ভাবে কেটে নেওয়া টাকা থেকেও দু’টাকা বাদ দিয়ে ৩৩ টাকা তাঁকে ফেরত দেয় রেল। যা মানতে পারছেন না তিনি।

গ্যাড সিলিন্ডার ফেটে আগুনের আতঙ্ক ছড়ালো এলাকায়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

গত কাল রাতে হঠাৎ ইংরেজ বাজার ব্লকের অমৃতি অঞ্চলের সেকান্দার পুরে সুরেশ মন্ডলের বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছরিয়ে পরে গোটা বাড়িতে তাদেখে পরিবারে লোকেদের ও এলাকায় আতঙ্ক ছরিয়ে পরে। তরিঘরি দমকলে খবর দিলে ছুটে আসে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা বাসিন্দারা জানান হঠাৎ সিলিন্ডা থেকে আগুন লেগে যায় সিলিন্ডার ফেটে যায়। দমকল বাহিনী টাইম মতো পৌছানোর ফলে বড়সড় দূর ঘটনার হাত থেকে রেহাই পাই ওই পরিবার সহ গোটা এলাকা। দমকলবাহিনী টাইমে পৌছানোর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত নৃত্য ও সংগীতে কবি প্রণাম অনুষ্ঠিত হয়👇👇👇

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবস্মিতা চ্যাটার্জী , প্রসেনজিৎ মালাকার ও অন্যান্য সাংবাদিকগণ। অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় শিল্পীদের নিয়ে রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে। বিশ্বভারতী , পাঠ ভবন আয়োজিত কবি প্রনাম অনুষ্ঠানের কিছু চিত্র । পরিবেশিত হলো নাট্যভিনয় : মানব কন্যা। প্রযোজনায় বিশ্বভারতী কর্মী মন্ডলী এবং পরিবেশনায় পাঠ ভবন এর ছাত্র-ছাত্রী বৃন্দ।

বসোয়া হেমন্ত স্মৃতি পাঠাগারের ২৫ শে বৈশাখ পালন।
গতকাল ছিল২৫শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। সারা দেশ, রাজ্য ও জেলা জুড়ে পালিত হচ্ছে ২৫ শে বৈশাখ। সেইরকম চিত্র দেখা গেলো বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের কুঠিপাড়া হেমন্ত স্মৃতি পাঠাগার মন্দিরে। গতকাল সন্ধে ৭ ঘটিকায়, স্থানীয় ক্ষুদে শিল্পীদের নিয়ে ছোট অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। প্রায় ৬৫ জন অংশ গ্রহণ করে আজের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানান কবিতা, আবৃত্তি, নৃত্য ও সংগীত পাঠ করে শিল্পীরা। সব শেষে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।

ল্যাপল্যান্ডের মুসলমানরা ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘণ্টাই রোজা রাখছেন 👇👇👇

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

পৃথিবীর কোনো দেশের মানুষ ১০ ঘন্টারও কম রোজা রাখেন, আবার কোনো কোনো দেশের রোজাদারেরা রোজা রাখেন দীর্ঘ ২৩ ঘন্টা!

যুক্তরাজ্য, রাশিয়া, ডেনমার্ক, বেলারুশ, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, কাজাকিস্তান, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও হাঙ্গেরিতে রোজা রাখার সময় প্রায় ১৯ ঘণ্টা।

আবার মাত্র ৯ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখছেন আর্জেন্টিনার মুসলিম বাসিন্দারা। এছাড়াও ১০ ঘণ্টা রোজা রাখছেন অস্ট্রেলিয়ার মুসলিমরা। ১১ঘণ্টার কাঁটায়ও রয়েছে সবচেয়ে কম সময় উপবাস থেকে রোজা রাখছেন আর্জেন্টিনার পার্শ্ববর্তী দেশ ব্রাজিল।
ফিনল্যান্ডের সবচেয়ে উত্তরের শহর ল্যাপল্যান্ড এলাকায় বসবাসরত মুসলামানরা সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা রাখেন। সেখানে রাত আসে মাত্র ৫৫ মিনিটের জন্য। তাদের প্রতিদিনকার রোজার দৈর্ঘ্য হয় ২৩ ঘণ্টারও বেশি।

মোদির নিশানা রাজীব যুদ্ধ জাহাজ ব্যবহার, কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার👇👇👇

ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ ২৪x৭:

মোদির নিশানা রাজীব যুদ্ধ জাহাজ ব্যবহার, কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার
কংগ্রেস সরকার শাসন কালে রাজীব গান্ধীর যুদ্ধজাহাজ ব্যবহার বিতর্কের পাল্টা দিল কংগ্রেস। এদিন কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী
প্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির মতো করে। মূল্য দিচ্ছেন ৭৪৪ টাকা। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে এদিন মোদীকে আক্রমণ করেন
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা।

সুরজেওয়ালা মোদীকে আক্রমণ করে বলেন, বিভ্রান্ত করা এবং নকল মোদীর শেষ অবলম্বন। ভারতীয় বিমান বাহিনীর জেটকে নিজের ট্যাক্সিতে পরিণত করেছেন।
অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র। মোদী নির্বাচনী প্রচারে এই জেট ব্যবহারে মাত্র ৭৪৪ টাকা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর নিজের করা পাপকে নিজেই ভয় পাচ্ছেন আর নির্লজ্জভাবে অন্যদের দিকে আঙুল তুলছেন, কটাক্ষ করেন কংগ্রেস মুখপত্র। রাজীব গান্ধী যুদ্ধ জাহাজ আইএনএস
বিরাটকে নিজের পরিবারের ছুটি কাটানোয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মোদী। এদিন তারই পাল্টা দিল কংগ্রেস।

আরটিআই-এর ওপর ভিত্তি করা একটি মিডিয়া রিপোর্ট বলছে, ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিজেপি সবমিলিয়ে ১, ৪ কোটি টাকা ভারতীয় বিমান বাহিনীকে দিয়েছে মোদীর
২৪০ টি বেসরকারি দেশী ভ্রমণের জন্য।

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হল ইটাহারে👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার :

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্ম জয়ন্তী উৎসব সারম্বে পালিত হোল ইটাহারে। এদিন সকাল সকাল নাগাদ ইটাহারে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান সহ বেসরকারী প্রতিষ্ঠান গুলো কবি গুরুর জন্ম উৎসব পালন করা হয়।কোথাও কবি গুরুর ছবিতে মাল্যদান আবার কোথাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

এদিন ইটাহার ন্যাশনাল মিশন স্কুল, বানবোল হাইস্কুল, দুগা’পুর পাবলিক স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে কবি গুরুর জন্মদিন উৎসব কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সারওয়ারদি, বানবোল হাইস্কুলে ছিলেন, সহকারী প্রধান শিক্ষক চন্দ নারায়ন সাহা প্রদিপ চন্দ্র দুগা’পুর পাবলিক স্কুলে ছিলেন পিনসিপাল সুরজ জয় সোয়াল, সভাপ্রতি শ্যামল ব্রম্ব, সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা।

জোরকদমে চলছে হবিবপুরে সকল দলের ভোট প্রচার👇👇👇

দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা :

হব্বিপুরে -লোকসভার জের কেটে উঠতে না উঠতে বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে নেই বিজেপি আজ হব্বিপুর বিধানসভার ২৩ টি বুথে বুথে, বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেম কেন্দুয়া,থেকে শুরু করে সাহা পাড়া, শালগমভীটা,মনোহার পুর বিভিন্ন জায়গায় প্রচার করলেন কখনো রোড শো কখনো পায়ে হেটে মানুষে কাছে গিয়ে আশীবাদ নিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী সহ কর্মীরা এদিন উপস্থিত ছিলেন প্রার্থী জয়েল মুমু ও খগেন মুমু, জেলা সভাপতি সঞ্জিত মিশ্র, আগামী ১৯ মে হবে এই নির্বাচন হাতে সময় অনেক কম বৈশাখের প্রখর তাপমাত্রা তার উপেক্ষা না করে জোর কদমে এগিয়ে চলছে রাজনৈতিক দলগুলির সাথে সাথে বিজেপির ভোট প্রচার। এক ইঞ্চি জায়গা ছারতে নারাজ বিজেপি।

স্বামীর ঋণের দায়ে আত্মঘাতী স্ত্রী 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

স্বামীর সাথে মাঝে মধ্যেই বাড়িতে লেগেই থাকতো বিবাদ। ইংরেজ বাজার থানার গঙ্গাবাগ এলাকার বাসিন্দা বুধবার রাতে স্বামী সাথে বিবাদ বারতে থাকে তার জেরে স্ত্রী অর্পিতা দাসগুপ্ত (৩১) আ্যসিড খেয়ে নেই রাতেই মালদা মমেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা চলে বৃহস্পতিবার ভোর রাতে গৃহবধূ মৃত্যু হয়। পুলিশ সুত্রে জানাযায় মৃতের নাম অর্পিতা দাশগুপ্ত(৩১)। স্বামী শুভেন্দু দাসগুপ্ত।তাদের পরিবারে দুই ছেলে মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। ।অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে জুয়া নেশায় পরিনতো হয়েছে কখনো আইপিএল বেটিং সহ বিভিন্ন জুয়ার খেলা করতো। তার জেরে লক্ষ টাকা বেশি ঋণ হয়ে পরে। এই নিয়ে মাঝে মধেই গৃহবধূকে মারধোর করত। তার জেরেই এই ঘটনা ঘটে অভিযুক্ত স্বামী পলাতক পুলিশ তদন্তে নেমেছে।

মিয়ানমারে বাংলাদেশ বিমান বড় সর দুর্ঘটনা থেকে রক্ষা পেল👇👇👇

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x ৭:


বিমান বাংলাদেশের একটি বিমান ড্যাশ-আট মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় পিছলে রানওয়ের বাইরে চলে গেছে।
বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা শাকিল মিরাজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে বাইরে চলে যায়।
তিনি জানান, এতে কোন প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা কতোটুকু আহত হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারণা নেই।
এসময় বিমানটিতে মোট ৩৩ জন আরোহী ছিল বলে বিমান এয়ারলাইন্স জানিয়েছে। তাদের মধ্যে চারজন ক্রু সদস্য এবং বাকি ২৯ জন যাত্রী। যাত্রীদের মধ্যে একজন শিশু ছিল বলে জানা গেছে।
শাকিল রিয়াজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত তারা জানতে পেরেছেন যে অন্তত ১৮ জনকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়লে ১১ জন আরোহী আহত হয়েছেন।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ের পাশে ঘাসের ওপর পড়ে আছে।
এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন যে তিনি একজন আহত নারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন।
উদ্ধারকর্মীরা আহত একজন যাত্রীকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

মিয়ানমার পুলিশের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি বলছে, দুর্ঘটনায় একজন পাইলট, একজন বিমান সেবিকা এবং ন’জন যাত্রী আহত হয়েছেন।
বিমানটির সামনের অংশসহ দুটো পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি বার্তা সংস্থাটিকে জানিয়েছেন।
বিমানের ফ্লাইট ০৬০ আজ বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে।
এসময় বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল বলে জানা গেছে।
শাকিল মিরাজ বলেন, যাত্রীদেরকে ফিরিয়ে আনতে বাংলাদেশে স্থানীয় সময় রাত দশটার দিকে বিমানের একটি স্পেশাল ফ্লাইটের ইয়াঙ্গুন যাওয়ার কথা রয়েছে।

আজ কবিগুরুর রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাঁর সম্পর্কে এই তথ্যগুলি আপনাকে অনুপ্রাণিত করবে👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

বাঙালি মননে, চিন্তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরন্তন হয়ে রয়েছেন। তাঁর কর্মব্যাপ্তি শুধু নয়, অতুলনীয় জীবনবোধই তাঁকে সর্বযুগের সেরা কবি-লেখকের স্থলাভিষিক্ত করেছে। লেখনীর এমন কোনও মাধ্যম নেই যেখানে কবির বিস্তার ঘটেনি, এবং শুধু বিস্তার নয়, নিজের লেখনীর মাধ্যমে তাকে জয় করেছেন তিনি।

মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। বিশ্বাস ছিল না পুঁথিগত শিক্ষায়ও। প্রথাগত শিক্ষাকে যেমন নিজে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তেমনই পরের প্রজন্মও যাতে সেই পথে হাঁটতে পারে সেজন্য বীরভূমের শান্তি নিকেতনে তৈরি করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এহেন বিশ্বকবির শুভ জন্মদিনে বাঙালি আজীবন তাঁকে শ্রদ্ধায় স্মরণ করে চলেছে, এবং করেও যাবে। জন্মদিনে কবিগুরুকে নিয়ে কিছু কম জানা তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

জন্মদিন নিয়ে বিভ্রান্তি
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন ৭ মে ১৮৬১ সালে। তবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা ছিল ২৫শে বৈশাখ। আর এই বৈশাখ মাসের ২৫ তারিখটিকেই ধরে নিয়ে কবিগুরুর জন্মদিন পালিত হয় যা হল ৯ মে। ফলে রবিঠাকুরের জন্মদিন নিয়ে ইংরেজি ও বাংলা মতে বিভ্রান্তি রয়ে গিয়েছে।

প্রথম নন-ইউরোপীয় হিসাবে নোবেল জয়
কবিগুরু ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলির বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেছিলেন তিনি। এবং তার জন্য প্রথম ভারতীয় শুধু নয়, প্রথম নন ইউরোপীয় হিসাবে এই পুরস্কার তিনি লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত ২০০৪ সালে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পুরস্কার চুরি যায়। যা আজও খুঁজে পাওয়া যায়নি।

১৯২১ সালে শান্তিনিকেতনের শুরু
প্রথাগত শিক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে ক্লাসরুমের বাইরে নিয়ে উন্মুক্ত করেছিলেন। বীরভূমে বিশ্বভারতী তৈরি করার জন্য নোবেল পুরস্কারের মূল্য ছাড়াও সারা বিশ্ব থেকে অনুদান সংগ্রহ করা হয়েছিল। পরে ১৯৫১ সালে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়।

তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তা অনেকেই জানেন। তবে তিনি যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও লিখেছিলেন তা অনেকেই জানেন না। ১৯৩৮ সালে কবির লেখা গান ‘নম নম শ্রীলঙ্কা মাতা’ তাঁরই এক ছাত্র পরে সিংহলী ভাষায় অনুবাদ করেন। এবং সেটাই ১৯৫১ সালে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠা পায়।

গান্ধী ও আইনস্টাইনের সঙ্গে বন্ধুত্ব
মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে মহাত্মা নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই। তাঁদের মধ্যে নিবিড় বন্ধুত্ব ছিল। তবে নানা ইস্যুতে গান্ধীর বিরোধিতায়ও সরব হয়েছেন কবিগুরু। অন্যদিকে অ্যালবার্ট আইস্টাইনের সঙ্গে ১৯৩০-৩১ সালের মধ্যে চারবার দেখা হয়েছে কবিগুরুর। দুজনে একে অপরের কাজের প্রশংসাই বরাবর করেছেন।

স্বামীজির উত্তরসুরী
স্বামী বিবেকানন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ধর্ম মহাসভায় ভাষণ দেন। ১৯২৯ ও ১৯৩৭ সালে এই দু’বার তিনি ভাষণ দিয়েছিলেন

Design a site like this with WordPress.com
Get started