নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার:
৬ জুন ইটাহার : রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানাজী’র অনু প্রেরনায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি শুরু হোল ইটাহারে। এদিন ইটাহার ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ইটাহার ব্লকের কৃষক দের কৃষক বন্ধু প্রকল্পের চেক তুলে দেন জেলা সহ কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি, ছিলেন সহ কৃষি আধিকারিক গুরুপদ বিশ্বাস, সহ সম্প্রসারন কৃষি আধিকারিক স্বরুপ মজুমদার, কৃষক বন্ধু মজুবুর রহমান সহ দপ্তরের অন্যন্য আধিকারিক, এদিন জেলা কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি বলেন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের এক কালিং ব্লকের কৃষক দের চেক দেওয়া হচ্ছে কৃষি কাজের সহায়তায় উদ্ধতম পাচঁ হাজার ও নিম্নতম এক হাজার টাকার চেক, এর আগেও দেওয়া হয়েছে এবারে দ্বিতীয় ফেজে প্রায় পাচঁ হাজার কৃষক কে দেওয়া হবে কৃষক বন্ধ প্রকল্পের চেক, ও আগামী দিনেও দেওয়া হবে, এদিন দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলেও দপ্তর প্রাঙ্গনে ১২ টি অঞ্জলের মাধ্যমে কৃষক বন্ধ দের চেক দেওয়া শুরু হোল ইটাহারে।






