ইটাহার ব্লকে কৃষি দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হল👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার:

৬ জুন ইটাহার : রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানাজী’র অনু প্রেরনায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি শুরু হোল ইটাহারে। এদিন ইটাহার ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ইটাহার ব্লকের কৃষক দের কৃষক বন্ধু প্রকল্পের চেক তুলে দেন জেলা সহ কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি, ছিলেন সহ কৃষি আধিকারিক গুরুপদ বিশ্বাস, সহ সম্প্রসারন কৃষি আধিকারিক স্বরুপ মজুমদার, কৃষক বন্ধু মজুবুর রহমান সহ দপ্তরের অন্যন্য আধিকারিক, এদিন জেলা কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি বলেন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের এক কালিং ব্লকের কৃষক দের চেক দেওয়া হচ্ছে কৃষি কাজের সহায়তায় উদ্ধতম পাচঁ হাজার ও নিম্নতম এক হাজার টাকার চেক, এর আগেও দেওয়া হয়েছে এবারে দ্বিতীয় ফেজে প্রায় পাচঁ হাজার কৃষক কে দেওয়া হবে কৃষক বন্ধ প্রকল্পের চেক, ও আগামী দিনেও দেওয়া হবে, এদিন দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলেও দপ্তর প্রাঙ্গনে ১২ টি অঞ্জলের মাধ্যমে কৃষক বন্ধ দের চেক দেওয়া শুরু হোল ইটাহারে।

দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শুক্রবার👇👇👇

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭, পূর্ব বর্ধমান:

পূর্ব বর্ধমানের দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর পরিচলনায় শিবজ্ঞানে জীব সেবা-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সম্পাদক অজয় কুমার সাহা জানান এবারের রক্তদান শিবির দ্বিতীয় বছরে পরলো।৩৮জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যারা রক্ত দিয়েছে তাদের কে রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর পক্ষ থেকে একটি করে চারাগাছ ও ঠাকুরের বই দিয়া হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সভাপতি আশীষ কুমার সেন, রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সম্পাদক অজয় কুমার সাহা,ডাক্তার জয়ন্ত সিনহা, ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জী, ডাক্তার অভিজিত দেবনাথ সহ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সঙ্ঘে-এর সকল সদস্যরা। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলকোট ব্লকের অন্তর্গত ক্ষীরগ্ৰামে ঐতিহ্যবাহী যোগাদ্যা দেবীর পুজো উৎসব👇👇👇

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান:

পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের অন্তর্গত ক্ষীরগ্ৰাম। যোগাদ্যা বাংলার এক লৌকিক দেবতা কথিত আছে, ক্ষীরগ্রামের দেবী ৫১ পীঠের এক পীঠ। এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। বর্ধমানের মহারাজা এই গ্রামে যোগাদ্যার একটি মন্দির নির্মাণ করান। এবং সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। সারাবছর মা যোগাদ্যা মূর্তি ক্ষীরদীঘির জলে থেকে। ৩১ শে বৈশাখ ক্ষীরদীঘির জল থেকে মা যোগাদ্যা মূর্তি তুলে নিয়ে আসা হয় পুজোর জন্য। প্রতিবছর বৈশাখমাসের ৩১ তিরিখে ধুমধাম করে পালিত হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের অন্তর্গত ক্ষীরগ্রাম-এর যোগাদ্যা দেবীর পুজো । ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে ক্ষীরগ্রাম এখন মেতে রয়েছে উৎসবের আমেজে । এই পুজোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে পুণ্যার্থীরা আসেন মাতৃমুখ দর্শনে ৷

স্থানীয় ক্ষীরগ্ৰাম, কুরম্বুগ্ৰাম, ইট্যাগ্ৰাম, বামুনগ্রাম, ধারসোনাগ্ৰাম, পলাশীগ্ৰাম, কাঁটার ইত্যাদি গ্ৰামের আবালবৃদ্ধবনিতা এই পুজোয় মেতে ওঠেন ৷ পুজো পরিচালনা কমিটির সভাপতি মিহির কুমার নস্কর, পুজো পরিচালনা কমিটির সেক্রেটারি আশীষ সামন্ত জানান, যোগাদ্যা দেবীর পুজো উপলক্ষে ক্ষীরগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী এলাকা ও অন্যান্য জেলা থেকেও লোকসমাগম হয় ৷ পুজোয় মহিষ,ছাগ বলিদান প্রথা চালু রয়েছে। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গনের সামনে বসে বড়ো মেলা। পুজো উপলক্ষে এসে ভক্তরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য পুজো পরিচালনা কমিটির সদস্যরা চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প-এরও ব্যবস্থাও রেখেছে ৷ এর পাশাপাশি ক্ষীরগ্ৰামে মা যোগাদ্যা দেবীর পুজো উপলক্ষে ক্ষীরগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য জলের আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কাঁকরতলা ; দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি

কাঁকরতলা থানার বড়া গ্রামের আধিপত্য কার হাতে থাকবে ,তাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, গতকাল রাতে উজ্জ্বল কাদেরীর অনুগামীরা বোম, বন্দুক নিয়ে চড়াও হয় শেখ কালোর বাড়িতে। তারপর চলে বোমাবাজি। বন্দুক দেখিয়ে ভয় দেখানো। এছাড়াও শেখ কালোর একটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বোমাবাজির ফলে শেখ কালোর বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেওয়ালে রয়েছে অজস্র বোমাবাজির চিহ্ন। ছড়িয়ে ছিটিয়ে জানালার কাঁচের ভাঙা অংশ। এদিক ওদিক পড়ে রয়েছে ইঁটের টুকরো, ভাঙ্গা জিনিসপত্র।

নজমুনা বিবির অভিযোগ, “প্রায় শ’খানেক ছেলে এসে আক্রমণ করে আমাদের বাড়িতে। প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরপর বোমাবাজি করতে থাকে। নিয়ামুল, আকবর, বিট্টু, জয়নাল, আব্বাস এরা সবাই ছিল ওই দলে।” তিনি আরও দাবি করেন তার ছেলেরা সব জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের সাথে যুক্ত।

ঘটনার পর সকালে পুলিশ এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। যাদের মধ্যে রয়েছেন শেখ কালোও।

ভুটানের প্রধানমন্ত্রী প্রতি শনিবার রোগী দেখেন👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। পেশায় তিনি একজন চিকিৎসকও। তবে প্রধানমন্ত্রী হয়েছেন বলে চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করে দেননি। সপ্তাহে একদিন চিকিৎসাসেবা দিতে ছুটে যান রাজধানী থিম্পুর ন্যাশনাল রেফারাল হাসপাতালে। পঞ্চাশ বছর বয়সী এই মানুষটি হাতে তুলে নেন স্ক্যালপেল। সারেন কোনও না কোনও রোগীর অস্ত্রোপচারও।

ভুটানের রাজতন্ত্রের সমাপ্তি হয় ২০০৮ সালে। ২০১৮ সালে সাড়ে সাত লাখ মানুষের ভোটে প্রধানমন্ত্রী হন শেরিং।

লোটে শেরিং তার প্রধানমন্ত্রী হওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। কিন্তু আমার পেশাকে ছাড়তে পারিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি চাকরি না করে, বিদেশে না গিয়ে ভুটানের মানুষকে নিয়ে ভেবেছি। তাদেরকে বুঝতে চেষ্টা করেছি। তাদেরকে নিয়ে কাজ করেছি। তাই আজ আমি ভুটানের প্রধানমন্ত্রী।

হব্বিপুরে উপনির্বাচনে ভোট প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ👇👇👇

IMG-20190511-WA0003.jpg

প্রখর গরমকে উপেক্ষা না করে এবার উপনির্বাচনের প্রচারে এসে হাজির হলেন মন্ত্রী খুদ, অমল কিস্কুর হয়ে ভোট প্রচারের সময় তিনি জানান এই উপনির্বাচনে হব্বিপুরে জন্য মালদায় পাঁচ দিন হব্বিপুরে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হবে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন, আগামী এই উপনির্বাচনে ভোট দিন তৃণমূলকে হব্বিপুরের উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে। সকাল সকাল মন্ত্রী সহ তৃনমুলে একাধিক কর্মী নিয়ে ভোট প্রচার সারলেন অমল কিস্কু মন্ত্রী এলাকা বাসিন্দাদের ভোট দেওয়ার আহোবান জানান এদিন প্রচার সারেন কানতুর্কা থেকে শুরু করে আহরো,গভীরা তলা ৷ বিকেলে প্রচারে জাবেন তিলাসন কৃষ্ণপুর এলাকায়৷ এক নির্বাচনী প্রচারে ছিলেন মালদা জেলার তৃনমুলের সাধারন সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল, তৃনমুল কংগ্রেরেসের সভাধিপতি মোয়াজ্জেম হোসেন সহ কর্মীরা।ভোট প্রচারে সভায় কর্মী ছিলো চোখে পরার মতো।

মোদির নিশানা রাজীব যুদ্ধ জাহাজ ব্যবহার, কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার👇👇👇

ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ ২৪x৭:

মোদির নিশানা রাজীব যুদ্ধ জাহাজ ব্যবহার, কংগ্রেসের হাতিয়ার মোদীর এয়ারফোর্স জেট ব্যবহার
কংগ্রেস সরকার শাসন কালে রাজীব গান্ধীর যুদ্ধজাহাজ ব্যবহার বিতর্কের পাল্টা দিল কংগ্রেস। এদিন কংগ্রেস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী
প্রচারে বিমান বাহিনীর জেট ব্যবহার করছেন নিজের ট্যাক্সির মতো করে। মূল্য দিচ্ছেন ৭৪৪ টাকা। মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট নিয়ে এদিন মোদীকে আক্রমণ করেন
কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা।

সুরজেওয়ালা মোদীকে আক্রমণ করে বলেন, বিভ্রান্ত করা এবং নকল মোদীর শেষ অবলম্বন। ভারতীয় বিমান বাহিনীর জেটকে নিজের ট্যাক্সিতে পরিণত করেছেন।
অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র। মোদী নির্বাচনী প্রচারে এই জেট ব্যবহারে মাত্র ৭৪৪ টাকা করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর নিজের করা পাপকে নিজেই ভয় পাচ্ছেন আর নির্লজ্জভাবে অন্যদের দিকে আঙুল তুলছেন, কটাক্ষ করেন কংগ্রেস মুখপত্র। রাজীব গান্ধী যুদ্ধ জাহাজ আইএনএস
বিরাটকে নিজের পরিবারের ছুটি কাটানোয় ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছিলেন মোদী। এদিন তারই পাল্টা দিল কংগ্রেস।

আরটিআই-এর ওপর ভিত্তি করা একটি মিডিয়া রিপোর্ট বলছে, ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত বিজেপি সবমিলিয়ে ১, ৪ কোটি টাকা ভারতীয় বিমান বাহিনীকে দিয়েছে মোদীর
২৪০ টি বেসরকারি দেশী ভ্রমণের জন্য।

স্বামীর ঋণের দায়ে আত্মঘাতী স্ত্রী 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

স্বামীর সাথে মাঝে মধ্যেই বাড়িতে লেগেই থাকতো বিবাদ। ইংরেজ বাজার থানার গঙ্গাবাগ এলাকার বাসিন্দা বুধবার রাতে স্বামী সাথে বিবাদ বারতে থাকে তার জেরে স্ত্রী অর্পিতা দাসগুপ্ত (৩১) আ্যসিড খেয়ে নেই রাতেই মালদা মমেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা চলে বৃহস্পতিবার ভোর রাতে গৃহবধূ মৃত্যু হয়। পুলিশ সুত্রে জানাযায় মৃতের নাম অর্পিতা দাশগুপ্ত(৩১)। স্বামী শুভেন্দু দাসগুপ্ত।তাদের পরিবারে দুই ছেলে মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। ।অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে জুয়া নেশায় পরিনতো হয়েছে কখনো আইপিএল বেটিং সহ বিভিন্ন জুয়ার খেলা করতো। তার জেরে লক্ষ টাকা বেশি ঋণ হয়ে পরে। এই নিয়ে মাঝে মধেই গৃহবধূকে মারধোর করত। তার জেরেই এই ঘটনা ঘটে অভিযুক্ত স্বামী পলাতক পুলিশ তদন্তে নেমেছে।

মিয়ানমারে বাংলাদেশ বিমান বড় সর দুর্ঘটনা থেকে রক্ষা পেল👇👇👇

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x ৭:


বিমান বাংলাদেশের একটি বিমান ড্যাশ-আট মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় পিছলে রানওয়ের বাইরে চলে গেছে।
বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা শাকিল মিরাজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে বাইরে চলে যায়।
তিনি জানান, এতে কোন প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা কতোটুকু আহত হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারণা নেই।
এসময় বিমানটিতে মোট ৩৩ জন আরোহী ছিল বলে বিমান এয়ারলাইন্স জানিয়েছে। তাদের মধ্যে চারজন ক্রু সদস্য এবং বাকি ২৯ জন যাত্রী। যাত্রীদের মধ্যে একজন শিশু ছিল বলে জানা গেছে।
শাকিল রিয়াজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত তারা জানতে পেরেছেন যে অন্তত ১৮ জনকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়লে ১১ জন আরোহী আহত হয়েছেন।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ের পাশে ঘাসের ওপর পড়ে আছে।
এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন যে তিনি একজন আহত নারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন।
উদ্ধারকর্মীরা আহত একজন যাত্রীকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

মিয়ানমার পুলিশের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি বলছে, দুর্ঘটনায় একজন পাইলট, একজন বিমান সেবিকা এবং ন’জন যাত্রী আহত হয়েছেন।
বিমানটির সামনের অংশসহ দুটো পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি বার্তা সংস্থাটিকে জানিয়েছেন।
বিমানের ফ্লাইট ০৬০ আজ বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে।
এসময় বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল বলে জানা গেছে।
শাকিল মিরাজ বলেন, যাত্রীদেরকে ফিরিয়ে আনতে বাংলাদেশে স্থানীয় সময় রাত দশটার দিকে বিমানের একটি স্পেশাল ফ্লাইটের ইয়াঙ্গুন যাওয়ার কথা রয়েছে।

ডাক্তার নিজেই অসুস্থ, হাতে স্যালাইন, তবু দেখছেন রোগী👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

স্যালাইন ঝুলছে, ডাক্তার আর রোগী বসে আছেন। ইনফিউশন সেটটি রোগীর হাতে নয় শেষ হয়েছে ডাক্তারের হাতে। বাহিরের হোটেলের খাবার খেয়ে ফুড পয়জনিং এর শিকার স্বয়ং ডাক্তার।

ছবিটি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সের। সেখানে ৩৬তম বিসিএসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী আব্দুল্লাহ মারুফ বৈকালিক দায়িত্ব পালন করছেন। এরইমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started