বৃহত্তম মসজিদ নির্মাণ সম্পন্ন হল আফ্রিকার একসঙ্গে ১২ লাখ মুসল্লী নামায পড়তে পারবেন👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

১০০ কোটি ডলারের ব্যয়ে দীর্ঘ সাত বছরে অবশেষে সম্পন্ন হল আলজেরিয়ার নতুন মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মসজিদটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ বা, জামা আল-জাজাইর। মসজিদটির আয়তন ৪ লক্ষ বর্গমিটার, এটির মিনারের উচ্চতা ২৬৫ মিটার (৮৭০ ফুট), যেখানে একটি পর্যবেক্ষণ ডেক রাখা হয়েছে। আলজিয়ার্স উপকূলের কাছে অবস্থিত যৌগিক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে একসাথে ১২ লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এর ভূগর্ভস্থ পার্কিংয়ে ৭,০০০ গাড়ি রাখার ব্যবস্থা আছে।

মসজিদ কমপ্লেক্সে একটি কোরানিক স্কুল, ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ লাইব্রেরি, একটি রেস্টুরেন্ট, একটি অ্যাম্ফিথিয়েটার ও আলজেরিয়ার ইতিহাসের জন্য নিবেদিত একটি গবেষণা কেন্দ্র রয়েছে।

বর্তমানে এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম মসজিদ। আর বিশ্বের মধ্যে ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা শ্রাইন (৬ লাখ বর্গমিটার) ও ওমানের মাসকাটে অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদের (৪ লাখ ১৬ হাজার বর্গ মিটার) পরে এটি তৃতীয় সর্ববৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এটির মিনারও এখন আফ্রিকার মধ্যে উচ্চতম। এর আগে উচ্চতম মিনার ছিল মরোক্কোর কাসাব্লাংকায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদের, যার উচ্চতা ছিল ৬৭০ ফুট।

আলজিয়ার্সের মসজিদটি তৈরি করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)। এটি একটি বিশাল বহুজাতিক প্রতিষ্ঠান যারা আফ্রিকা ও বিশ্বব্যাপী ভারী শিল্প ও অবকাঠামো নির্মাণে কাজ করে। ২০১১ সালে এই মসজিদ প্রকল্পের জন্য কোম্পানিটি যখন দায়িত্ব পায়, তখন এটিই ছিল তাদের বিদেশী প্রকল্পগুলোর মধ্যে সর্ব বৃহৎ প্রকল্প।

গত বছরের শেষের দিকে এটি উদ্বোধনের কথা থাকলেও, বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায়, মসজিদটি বাজেট সংকটের মুখোমুখি হয়েছিল যার ফলে এর নির্মাণ বিলম্বিত হয়।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশটির জন্য আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণ একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটিতে বহুবছর ধরেই মুসলমানরা বিদ্রোহ করে আসছে। ১৯৯২ সালের নির্বাচনে ইসলামপন্থীরা জয়ী হলেও, সরকার তখন সেই নির্বাচন বাতিল করে দেয়, যার ফলে বেসামরিক বিদ্রোহের সূচনা হয়। এতে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছিল।

হরিশ্চন্দ্রপুর ভবানীপুরে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হল আজ👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ24×7, হরিশ্চন্দ্রপুর :

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর , তুলসীহাটা,কুশিদা,হরিশচন্দ্রপুর, ভিঙ্গল,রশিদাবাদ,বরই সাতটি পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ এলাকার সর্বধর্মের সকল শ্রেণীর মানুষদের নিয়ে পবিত্র ঈদব উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় বুধবার তুলসীহাটা মার্কেট মাঠে দমকল অফিসের পার্শ্বে এক মনোজ্ঞ ঈদ মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হল। উৎসবে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয় ।সেই সঙ্গে এলাকার মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও মেডিক্যাল কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ঈদের আনন্দ সকলের মধ্যে পৌঁছে দিতে উদ্দোক্তাদের এই প্রচেষ্টা ।

উৎসবে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হরিশচন্দ্রপুরের বিধায়ক মুস্তাক আলম প্রাক্তন বিধায়ক তজিমুল হোসেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক জহির রাহি রানা এবং তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।

কুরআন তেলাওয়াত,ইসলামীক সংগীত থেকে শুরু করে কবিতা আবৃত্তি, আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের আয়োজন করা হয় ।
সেই সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে লাচ্ছা ও সেমাই দিয়ে মিষ্টি মুখ করানো হয় ।

উত্তর মালদা জেলার সাংসদ খগেন মুর্মু বলেন,’ সাম্প্রদায়িকতার হিংসা, দ্বন্দ্ব ভুলে গিয়ে এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে এক সূত্রে বেধে থাকতে হবে।’
বিধায়ক মুস্তাক আলম বলেন ,’ঈদ মিলন উৎসবে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ও সর্বদলের নেতাদের উপস্থিতির মধ্যে আসতে পেরে খুব খুশি। আজকের এই সাম্প্রদায়িক সমপ্রিতির বার্তা চারদিকে মুখরিত হক এবং উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে বেচে থাকুক মানুষের ভালোবাসা।’

তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত বলেন, ‘সারা বছর ধরে আমাদের সমাজ ও জাতি গঠনে সবাইকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ধরনের মিলন উৎসবগুলি থেকে আমাদের সেই অনুপ্রেরণা তৈরী করতে হবে।’
অপর দিকে কমিটির উদ্দোক্তা মহ : নাজিম আক্তার, নুর ও রনি বলেন, ‘আমরা মানুষ হিসাবে সবাই সমান, সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তি ধ্বংস করতে হবে ও এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু -মুসলমান ‘- কবির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে সবাইকে।

ঈদ উৎসব কে ঘিরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারে👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার:

৬ জুন ইটাহার : প্রতিবছরের মতন এবারো পবিত্র রমজান মাসের ঈদ উৎসব কে ঘিরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারে, এদিন ইটাহার থানার মারনাই অঞ্জলের সান রাইসিং ক্লাবের উদ্যেগে মারনাই মোর এলাকায় এদিনের সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এদিনের অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের কৃষি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন, ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচায্যে’র প্রতিনিধি সাহিদুল ঈসলাম, মারনাই যুব তৃনমূল সভাপ্রতি আনসারুল হক, পঞ্জায়েত সমিতির দলনেতা নজিবর রহমান সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিনের অনুষ্ঠানে এলাকার ছেলে মেয়েরা নাচ, গান, আবৃতি সহ অন্যন্য প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ফলে বহু মানুষের সমাগম হয় অনুষ্ঠান প্রাঙ্গনে। এদিন মোষারফ হোসেন বলেন খুশির ঈদের উৎসবের এই ধরনের অনুষ্ঠান গ্রামের মধ্যে খুব ভালো উদ্যেগ ক্লাবের সদস্যদের।

কালিয়াচক থানার সুজাপুরে পালিত হল ইদল ফেতর অনুষ্ঠান👇👇👇

দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদাঃ

৩০ দিন রোজা রাখার পর আজ খুশির ঈদের বিশ্বের সাথে মালদা জেলাতেও খুশির ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ। বুধবার সকাল ৯ টা নাগাদ, কালিয়াচক থানার সুজাপুর ঈদগা ময়দানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন। এদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ।সকাল থেকেই ঈদগা ময়দান এলাকায় মোতায়েন ছিল কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। কালিয়াচক, সুজাপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামাজীরা ঈদগা ময়দানে উপস্থিত হয়ে খুশির ঈদের নামাজ পড়েন। বুধবার সকালে লক্ষ মুসলিম সম্প্রদায়ের লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে দোয়াও করা হয় ঈদগা ময়দানে।

দেউর হাট ও বড় নলধোন্দরা এইচ কে হাই মাদ্রাসার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হল👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ ২৪x৭:

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ বুধবার দেউর হাট খারিজাফুলেশ্বরী একরামিয়া মাধ্যমিক মাদ্রাসায় মাঠে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত অনুষ্ঠিত হয়।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষ মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল পনে আটটায়।

ঠিক পাশের গ্রামে জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় বড়নলধোন্দরা এইচ কে হাই মাদ্রাসার মাঠে।

খারিজাফুলেশ্বরী মজিদের ইমাম সাহেব নুরুল ইসলাম হায়দারী ঈদের জামাতে ইমামতি করেন। ঈদের নামাজ শেষে পৃথিবির সকল মুসলিম দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ আদায়ের পর মুসল্লীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হল কাটোয়া মূলগ্রাম বাসস্ট্যান্ডে👇👇👇

রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ

সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মূলগ্ৰামের বাসস্ট্যান্ডে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো। পুজো উপলক্ষে চলছে নামসংকীর্ত্তন । পুজো কমিটির সদস্যরা জানালেন, এবারের পুজো ১১ বছরে পড়লো। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক ভন্ডুল পন্ডিত,বিভাষ মন্ডল,কৃষ্ণধন পন্ডিত,অসীম ঘোষ,গনেশ ঘোষ,সুফল ঘোষ সহ প্রমুখ। মূলগ্ৰামবাসীরা মিলেমিশে এই পুজো করে আসছে।মূলগ্ৰামবাসীরা শ্রী শ্রী লোকনাথ বাবার পুজোয় মাতোয়ারা মূলগ্ৰামবাসী।মূলগ্ৰাম ছাড়াও আশপাশে গ্ৰাম থেকে মানুষজন শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো দেখতে আসে। পুজো কমিটির সম্পাদক ভন্ডুল পন্ডিত জানালেন, আমাদের পুজোটা মেন রাস্তার ধারে হয় মানুষজনের যাতায়াত করতে যাতে অসুবিধা না হয়া তার জন্য প্রশাসন এই পুজোর ব্যাপারে ব্যাবস্থা করে দিলে আমরা খুব খুশি হতাম। পুজোর পরেরদিন মহা অন্নকূট আয়োজন করা হয়।

ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যেগে পালিত হল ইফতার পাটি

নিজস্ব  প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

২৬মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেস ও ইটাহারের বিধায়ক অমল আচায্য’ এর উদ্যেগে প্রতিবছরের মতন এবারে প্রবিত্র রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা হয় রবিবার ইটাহার হাইস্কুল প্রাঙ্গন মাঠে, এদিনের ইফতার পাটি’তে কয়েকশ মুসলিম সম্প দায়ের সাধারন মানুষের সাথে বিশিষ্ট সাধারন মানুষ রাও ইফতারে অংশ গ্রহন করে এদিন মুসলিম সম্প দায়ের সাধারন মানুষ সাধারন নিরজলা থেকে ধমী’য় নিয়ম ঋৃতি মেনে ইফতার করেন ফলে দলিও ও বিধায়ক এর উদ্যেগে বিভিন্ন মুখ রোচক খাওয়ার ব্যাবস্হা করেন, এদিন ইফতার শেষে নামাজে অংশ করেন করেন, উপস্হিত ব্যাক্তিরা, এদিনের কম’সূচি তে ছিলেন বিধায়ক অমল আচায্য’, ব্লক তৃনমূল সভাপ্রতি অমিত গাঙ্গলী, তৃনমূল নেতৃত্ব মহম্মদ ইসরাইল,, পম্পা চৌধুরী, বিকাশ সরকার. বিশিষ্ট ব্যাক্তি সামসুল হক, শইলেন চক্রবতী’ সহ অন্যন্য নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যাক্তিরা, জানা গিয়েছে তৃনমূল কংগ্রেস তরফে ব্লকের তিনটি অঞ্জল গুলন্দর, দুগা’পুর, ইটাহারে পৃথক ভাবে ইফতার পাটি’র আয়োজন করেন রবিবার ইটাহারে।

হরিশচন্দ্রপুর ইফতার পার্টির আয়োজন করেন রোটি ব্যাঙ্ক

তুহিন, বেঙ্গল নিউজ24×7,হরিশ্চন্দ্রপুর:

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর অবস্থিত রোটি ব্যাংক ROTI BANK (HRDWT) এবার ইফতার পার্টির আয়োজন করতে চলেছে আগামী ২৮ শে মে রমজান রোজ মঙ্গলবার!
রোটি ব্যাংক এর প্রথম বর্ষপূর্তি হতে চলেছে সেই উপলক্ষে এই ইফতারের আয়োজন | উক্তt ইফতার পার্টিতে সবাইকে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে়ছেন ।
সেদিকে তাকিয়েই সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও বিশ্বাসের বার্তা ছড়িয়ে দিতেই এই ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে।

তারিখ :- ২৮/৫/২০১৯
স্থান:- মারবাড়ী পাড়া,হাসপাতাল রোড, হরিশচন্দ্রপুর।
যোগাযোগ :-
তানুজ জৈনঃ 8629915681

৪০০ বছর পূরানো ঐতিয্যবাহী সামিনাথ মেলা অনুষ্ঠিত হল ইটাহারে👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

 

১৮ মে, ইটাহার : বুদ্ধ পূর্নীমা তীথিতে ৪০০ বছর পূরানো ঐতিয্যবাহী সামিনাথ মেলা শুরু হলো ইটাহারে। উল্লেখ্য, তৎকালিন ইটাহার থানার চুড়ামোনের জমিদার কৃষ্ণ চন্দ্র রায়চৌধুরী সপ্নাদেশে পেয়ে সামিনাথ পূজার সূচনা করেন ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের হাসুয়া গ্রামে। তারপর তার ছেলে ভূপাল চন্দ্র রায় চৌধুরি এই পূজা করেন দীর্ঘ দিন ধরে। তবে বর্তমানে জমিদারি প্রথা ও জমিদার না থাকলেও ভূপাল চন্দ্র রায় চৌধুরির ছেলে পার্থ রায় চৌধুরীরা, সিদ্ধার্থ রায় চৌধুরী, অভিশেখ রায় চৌধুরী সহ অনেকে এই পূজা চালিয়ে যাচ্ছেন যথাযত নিয়ম আর্চার সাথে। তবে বছরের প্রতিদিন নিয়ম মাফিক পূজা অর্চনা মন্দিরে করা হলেও বছরের বাৎশরিক পূজা প্রতিবছর বুদ্ধ পূর্নিমা তে হয়। শনিবার থেকে শুরু হল বাবা সামিনাথের বিরাট মেলা। বাবা সামীনাথের কষ্ঠি পাথরের মূর্তি সোনা ও রুপার অলঙ্কারে সুসজ্জিত করা হয় পূজার সময়। এই পূজা দিনে দিনে আরো ঐতিহ্যবাহী হয়ে ওঠায় মেলা চার দিনের পরিবর্তে চলবে আগামী দশ দিন। মেলাকে ঘিরে মেলা প্রাঙ্গনে বিভিন্ন রকমারি দোকান, নাগর দোলা, যাত্রা পালা সহ মুখরচক খাবারের দোকান পাট বসে ফলে মেলা কে ঘিরে উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলা, সহ অন্যান্য জেলা ও পাশ্ববর্তী রাজ্য বিহার, বাংলাদেশ, আসাম থেকেও বহু ভক্ত আসেন পুজা দিতে ও মেলা দেখতে । জমিদার বংশের সবাই থাকেন কোলকাতাতে। পূজার আগের দিন বংশের সকলে নিজ বাসস্থান দূর্গাপুর রাজবাড়িতে এসে পূজা করে আবার বাড়ি ফিরে যান। চূড়ামনে তাদের রাজবাড়ি এখন প্রায় ধংশস্তুপ। কিন্তু দূর্গাপুরে তাদের রাজবাড়ি এখনো আছে।
মন্দিরের দীর্ঘদিনের পুরহিত প্রদীপ গাঙ্গুলী বলেন, বহু ভক্তের মনোশ কামনায় পূজো দিতে আসেন এই সামিনাথ দেবতার কাছে। তবে বেশির ভাগ লোক সন্তান লাভের জন্য আসেন ও তা পূর্নও হয় দেবতার আর্শিবাদে। তবে মেলার দেখভাল করেন পূজো কমিটির সাথে পুলিশ প্রশাসন, বিভিন্ন সেচ্ছা সেবি সংগঠন, পাশাপাশি ভূপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এন সি সি র ছাত্ররা।  তবে মেলা প্রাঙ্গনে সাধারন মানুষের জন্য পানীয় জলের ব্যাবস্হা করেন এলাকার ও রায়গঞ্জের অবসর প্রাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লোকেরা। তবে  এবারেই প্রথম মেলাতে আসা সাধারন মানুষের জন্য অস্হায়ী সৌচালয়ের ব্যাবস্থা করেন রায়গঞ্জ পৌর সভার তরফে ফলে খুশি পূজা কমিটি। তবে মেলাকে ঘিরে মেলা প্রাঙ্গনে পুলিশ পিকেট বসানো হয়েছে। সামি নাথের মেলাকে ঘিরে জমি দারের আত্মীয় সজনরা বাইরে থাকলেও পূজোর সময়ে দুর্গাপুর ভুপাল পুর জমি  দারের আদিবারিতেই আসেন। সেই বংশ ধররায় নীয়ম নিষ্ঠার সঙ্গে পূজা করে আসছেন। হাজার হাজার মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গনে। মেলা প্রাঙ্গনে পুলিশি ব্যাবস্থা ছিল চোখে পড়ার মতো। (ছবি আছে)

পবিত্র রমজান মাসের ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

১৫মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে, গতকাল সন্ধা নাগাদ ধমী’য় রীতি মেনে ৬১১ নাগাদ ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন, ইটাহার হাটখোলা এলাকায় বিদ্যালয়ের সভা হলে ইফতার পাটি’র আয়োজন করেন ফলে বহু মুসলিম সম্পদায়ের সাধারন মানুষ রোজার শেষে ইফতার পাটিতে হাজির হয়, ছিলেন মিশনের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জামায়েত ইসলামি জেলা সভাপ্রতি আব্দুল মালেক, কাজি আবদুল রেজ্জাক সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন ইফতার শেষে নামাজে অংশ গ্রহন করেন উপস্হিত ব্যাক্তিরা। (ছবি আছে)

Design a site like this with WordPress.com
Get started