কৃষি জমির মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ টি গরুর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য👇👇👇

IMG-20190516-WA0019.jpg

বুধবার সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের করুই গ্রাম সংলগ্ন কৃষি জমির মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ টি গরু মারা গেছে ।এলাকায় চাঞ্চল্য দেখা যায়। বিশেষ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলার ঝড়ে মাঠে বিদ্যুতের তিন চারটি খুঁটি উপড়ে পড়ে যায়। আজ সকালে গরুগুলি মাঠে চরানোর জন্য ছেড়ে দিয়েছিলেন স্থানীয় গ্রামবাসী কার্তিক মাঝি, মিঠুন মাঝি, নারায়ণ দাস ও বুড়ি মাঝি । সূত্র মারফৎ জানা গেছে, তখনই এই বিপত্তি ঘটে।স্থানীয়রা বিদ্যুৎ দফতরে খবর দেন।
পরে বিদ্যুত দফতরের কর্মী, আধিকারিকরা পরিদর্শনে আসেন । করুই গ্রাম পঞ্চায়েত এর সদস্য সুকেশ চ্যাটার্জি গ্রামের গরিব প্রাণী পালকরা যাতে কিছুটা ক্ষতিপূরণ পান তার জন্য বিদ্যুত দফতর সহ অন্যান্য সরকারি দফতরে তদবির করছেন বলে জানা গেছে ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করল কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির👇👇👇

IMG-20190516-WA0003.jpg

বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় সিঙ্গারকোন ব্যাঙ্ক বাজার থেকে বিজেপি-এর গুন্ডাদের দ্বারা কলকাতায় বাঙালির প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো । উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রণব রায়, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের চেয়ারম্যান মাননীয় দেবু টুডু , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টী এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থক বৃন্দ ।

প্রশিক্ষিতদের জন্য প্লেসমেন্টের উদ্যোগ নিলো কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন এবং জিপিটিটিআই👇👇👇

ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:

পশ্চিমবঙ্গের টিচার্স ট্রেইনিং কলেজ গুলির মধ্যে অন্যতম খ্যাতনামা কলেজ হল কোচবিহারের কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন (বিএড,ডিএলএড),এবং গীতাঞ্জলি প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনসটিউট।

কলেজ গুলোর পরিকাঠামো,গুনগতমান এবং শিক্ষাগত মানের দিক দিয়ে এগিয়ে রয়েছে অনেক।এ রাজ্যের অন্যান্য কলেজ গুলির থেকে।

প্রতিবছরের ন্যায় এবছরও এই কলেজ গুলির সমস্ত শিক্ষার্থী শিক্ষক ভালো ফল করায় আনন্দিত কলেজ কতৃপক্ষ্য,সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষার্থী শিক্ষক সবাই খুশি

কলেজ আনন্দিত হয়ে শিক্ষার্থী শিক্ষক দের কেরিয়ারের কথা ভেবে প্লেসমেন্ট সেলের উদ্দোগের কথা এবং আগামী ২১ তারিখ পঞ্চাননবর্মা অডিটোরিয়ামের আয়োজিত অনুষ্ঠানে রেজাল্ট প্রদান করার বিজ্ঞপ্তি প্রকাশ করলেন আজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কি বলল দেখুন👇👇👇

ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গ:IMG-20190515-WA0033.jpg

বাংলায় অমিত শাহের রোড শো এর সময় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মুর্তি ভাঙচুর হয়।

যদিও এর দায় কোনো রাজনৈতিক দল নিতে চাইছে না এই মুহূর্তে।

কিন্তুু কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত সেটা স্পস্ট সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী দের মতানুসারে।

এই প্রসঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি ও অমিত শাহ কে কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করেছেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মুর্তি ভাঙার যোগ্য জবাব দেবে বাংলার মানুষ

ইটাহার ব্লক ভিত্তিক সাংগঠনিক বিষয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সভার আয়োজন করেন👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭ ইটাহার :

সাংগঠনিক আলোচনা সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্লক ভিত্তিক তৃনমূল কংগ্রেস কর্মী সভার আয়োজন করা বৃহপ্রতিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকা সভার আয়োজন করা হয় ইটাহার হাইস্কুল এলাকায় সভা হলে, এদিন ব্লকের বিভিন্ন অঞ্জলের, যুব, মাদার নেতৃত্ব সহ প্রধান সহ পঞ্জায়েত, ও পঞ্জায়েত সমিতির সদস্যরা হাজির হয় এদিনের সভায়, ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপ্রতি অমোল আচায্য’, জেলা পরিষদের কৃষি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন, পঞ্জায়েত সমিতির সভাপ্রতি আবদুস সামাদ, ব্লল সভাপ্রতি অমিত গাঙ্গলী, ব্লক তৃনমূল নেতৃত্ব নাজেমূল হোসেন, মহম্মদ ইসরাইল, আসলাম আলি, পম্পা চৌধুরী সহ অন্যন্য নেতৃত্ব, এদিন অমল বাবু বলেন বত’মানে প্রবিত্র রমজান মাস চলছে ফলে দলের ও নিজের উদ্যেগে রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা অঞ্জলে অঞ্জলে, পাশাপাশি আগামী ২৩মে লোক সভার ফলাফল তাই কাউনটিং এজেণ্ট নিয়ে আলোচনা করা সহ সংগঠনের অন্যন্য দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে একটি ব্লক ভিত্তিক সভা আয়োজন করেছে সংগঠনের তরফে।Screenshot_2019-05-16-17-50-53-60.png

ফের বীরভূমে আতঙ্ক ট্যারেন্টুলার ভয়ে, জানুন বিস্তারিত👇👇👇

  • সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,
    রামপুরহাট-বীরভূম:

(ময়ূরেশ্বর-বীরভূম) :
গতকা রাত্রি ৯:৩০ নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর গ্রামে করুণা সিন্ধু রায়ের পরিবার একসাথে রাতের খাবার খেতে বসে ৷ করুনা বাবুর স্ত্রী শিবানী রায় দেখতে পান যে তাদের বাড়ির সামনের দেওয়ালে বড় আকারের মাকড়সার মতো ঘোরাঘুরি করছে ৷ করুনা বাবু মাকড়সাটাকে দেখতেই মনে পড়ে যায় তার বছরখানেক আগে কার কথা , কারণ তার বাড়িতে এর আগেও গত বছর দুবার এরকমই মাকড়সার দেখা মিলেছিল ৷ তিনি তখন না না খবরের চ্যানেলে দেখেছিলেন যে এটি একটি বিষাক্ত প্রজাতির মাকড়সা , তাই এদিন তিনি মাকড়সা টি কে সঙ্গে সঙ্গে একটি কৌটো বন্দী করে রেখেছেন ৷ আবারো বছর ঘুরতে না ঘুরতেই মাকড়সাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ৷

আজ প্রকাশিত হতে চলেছে হাই মাদ্রাসার পরীক্ষার ফলাফল👇👇👇

আব্দুল কদুস আজাদ,বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহার:

আজ প্রকাশিত হতে চলেছে হাই মাদ্রাসার পরীক্ষার ফল ৷ সকাল ১১টায় ফল ঘোষণা করা হবে ৷

মাদ্রাসা শিক্ষা কমিশনের সচিব রেজানুল করিম জানিয়েছেন, মাদ্রাসা, আলিম, ফজিল পরীক্ষার ফলাফল

এবছর মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৩৯৭ জন।

পড়ুয়ারা ফল জানতে পারবেন অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ৷ ফল ঘোষণার পর বেলা ১২ থেকে সরকারি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে ৷
যে সব সাইটে রেজাল্ট প্রকাশিত হবে সেগুলি হলঃ-
১)http:// wbbme.org
২)http:// http://www.wbresults.nic.in
৩)http:// http://www.exametc.com
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করার পর চেকবক্সে রোল নম্বর লিখলেই জানা যাবে পরীক্ষার ফলাফল ৷
এছাড়া মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা ৷ ফল জানতে মেসেজে WBBME লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে পাঠিয়ে দিলেই রিপ্লাই এসএমএসে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট ৷

রামপুরহাট ২নং ব্লকের অন্তর্গত বসোয়া শিশু নিকেতনের ছাত্র ছাত্রী দের নিয়ে যোগ প্রনায়ণের শিবির আয়োজন হয়👇👇👇

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

(মাড়গ্রাম-বীরভূম) : এদিন সকালে রামপুরহাট ২ নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া শিশু নিকেতনের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনের প্রানায়ণের কর্মশালা হয়। আজ প্রায় ৩৫০ ও বেশী ছাত্র-ছাত্রী যোগদান করে এই শিবিরে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানাই, ” নিয়মিত যোগা বা প্রানায়ণ করলে দৈহিক ও মানসিক বিকাশ ঘটে। মন ও শরীর সুস্থ থাকে, সেই কারণেই আজকের এই ১ দিনের শিবির “। ছাত্র-ছাত্রীদের অভিভাবিকারও খুব খুশি এই শিবিরের আয়োজনে। প্রানায়ণের প্রশিক্ষক, লক্ষণ দাস জানান, ” সারা বছর ব্যাপী পতঞ্জলির পক্ষ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিনামূল্যে ৫ ও ১০ দিনের শিবির করা হয় এবং এই গ্রামেও ৫দিন ধরে যোগার ক্লাস হচ্ছে সকাল ও বিকেল দুই বেলা। প্রায় ১৫০ জন নিয়মিত আসেন “।

মহিলা ছিনতায় বাজ মালদায় চাঞ্চল্য👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

মর্জিনা বিবি তার বাচ্চার চিকিৎসা করাতে আসে ইংরেজ বাজার শহরে চিকিৎসা পর বাড়ি ফিরে যাওয়ার সময় ছিনতাই হয় পাস ব্যাগ। রথবাড়িতে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার অপেক্ষায়। সেই সময় দুই মহিলা মর্জিনা বিবির ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালায়। মর্জিনা বিবির দেখতে পেয়ে চিৎকারে তা শুনে তাড়া করে ওই মহিলাদের পেছনে এলাকার বাসিন্দারা । অবশেষে রাজ হোটেল মোড়ে ধরা পরে ওই দুই ছিনতাইকারী মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ইংরেজবাজার থানার পুলিশ। দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিযোগকারিনি মহিলার বক্তব্য তাঁর ব্যাগে দুই হাজার টাকা ও ব্যাঙ্কের এটিএম কার্ড ছিল। পুলিশ সূত্রে জানা যায় ছিনকারী মহিলার নাম জয়ন্তী পাশি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পবিত্র রমজান মাসের ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

১৫মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে, গতকাল সন্ধা নাগাদ ধমী’য় রীতি মেনে ৬১১ নাগাদ ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন, ইটাহার হাটখোলা এলাকায় বিদ্যালয়ের সভা হলে ইফতার পাটি’র আয়োজন করেন ফলে বহু মুসলিম সম্পদায়ের সাধারন মানুষ রোজার শেষে ইফতার পাটিতে হাজির হয়, ছিলেন মিশনের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জামায়েত ইসলামি জেলা সভাপ্রতি আব্দুল মালেক, কাজি আবদুল রেজ্জাক সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন ইফতার শেষে নামাজে অংশ গ্রহন করেন উপস্হিত ব্যাক্তিরা। (ছবি আছে)

Design a site like this with WordPress.com
Get started