নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
৯ জুন, ইটাহারঃ জৈব প্রগতিশীল কৃষিকাজ বিষয়ে কৃষক, গবেষক ও কৃষক বন্ধু দের নিয়ে কৃষি কথা – ২০১৯ এর আয়োজন করা হল ইটাহারে। এদিন ইটাহার ব্লকের চেকপোষ্ট এলাকায় বৈদড়া জনকল্যান হাইকুল প্রাঙ্গনে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনায় ও ব্যাবস্থ্যাপনায় এই অনুষ্টানের আয়োজন করা হয়। সঙ্গীত ও অতিথি বরন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য কি ভাবে রাসায়নিক সার ব্যাবহার বন্ধ করে জৈব সার ব্যাবহার করে পরিবেশ বান্ধব পরিবেশ ও স্বাস্থ্য কর ফসল ফলানো, মাটির উর্বরতা রক্ষা করে আন্তর্জাতিক বাজারে ফসলের অর্থনৈতিক মান বাড়ানো যায়। এছাড়া এদিনের আলোচনা সভায় পঞ্চায়তের স্বনীর্ভর দলের মাধ্যমে জৈব সার উৎপাদন বাড়িয়ে তা কৃষি ক্ষেত্রে কি ভাবে বেশি করে প্রয়োগ করা যায় তাও আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে জেলা সহ ব্লকের জৈব সার উৎপাদক সহ জৈব সারে চাষ করা কৃষক বন্ধুদের সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (রায়গঞ্জ রেঞ্জ) বাপ্পা মোহন রাজা রেড্ডি, জেলা কৃষি ভুমি কম’ধক্য মোশাররফ হোসেন,এলাকার প্রধান প্রশান্ত বর্মন, ডেভেলপয়েন্ট সম্পাদক মনজিন মজুমদার, পঞ্জায়েত সমিতির , সদস্য জামিন মুরমু, নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট গন। এদিন বিধায়ক অমল আচার্য্য বলেন, আজকে জৈব প্রগতি শীল কৃষি কাজ বিষয়ে একটি অনুষ্ঠান কৃষই কথা -২০১৯ এর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মূলত রাসায়নিক সার বর্জন করে কৃষি কাজে জৈব সার ব্যাবহার করে কি ভাবে উৎপাদন বৃদ্ধি ও সেই ফসলের দাম কি ভাবে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি করা যায় সেই নিয়ে আলোচনা করা হল।
ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

