নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ ২৪x৭:
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে আজ বুধবার দেউর হাট খারিজাফুলেশ্বরী একরামিয়া মাধ্যমিক মাদ্রাসায় মাঠে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত অনুষ্ঠিত হয়।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষ মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল পনে আটটায়।
ঠিক পাশের গ্রামে জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় বড়নলধোন্দরা এইচ কে হাই মাদ্রাসার মাঠে।
খারিজাফুলেশ্বরী মজিদের ইমাম সাহেব নুরুল ইসলাম হায়দারী ঈদের জামাতে ইমামতি করেন। ঈদের নামাজ শেষে পৃথিবির সকল মুসলিম দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজ আদায়ের পর মুসল্লীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
