জৈব গবেষক ও কৃষক বন্ধু দের নিয়ে কৃষি আলোচনা হল ইটাহারে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

৯ জুন, ইটাহারঃ জৈব প্রগতিশীল কৃষিকাজ বিষয়ে কৃষক, গবেষক ও কৃষক বন্ধু দের নিয়ে কৃষি কথা – ২০১৯ এর আয়োজন করা হল ইটাহারে। এদিন ইটাহার ব্লকের চেকপোষ্ট এলাকায় বৈদড়া জনকল্যান হাইকুল প্রাঙ্গনে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনায় ও ব্যাবস্থ্যাপনায় এই অনুষ্টানের আয়োজন করা হয়। সঙ্গীত ও অতিথি বরন পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য কি ভাবে রাসায়নিক সার ব্যাবহার বন্ধ করে জৈব সার ব্যাবহার করে পরিবেশ বান্ধব পরিবেশ ও স্বাস্থ্য কর ফসল ফলানো, মাটির উর্বরতা রক্ষা করে আন্তর্জাতিক বাজারে ফসলের অর্থনৈতিক মান বাড়ানো যায়। এছাড়া এদিনের আলোচনা সভায় পঞ্চায়তের স্বনীর্ভর দলের মাধ্যমে জৈব সার উৎপাদন বাড়িয়ে তা কৃষি ক্ষেত্রে কি ভাবে বেশি করে প্র‍য়োগ করা যায় তাও আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে জেলা সহ ব্লকের জৈব সার উৎপাদক সহ জৈব সারে চাষ করা কৃষক বন্ধুদের সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (রায়গঞ্জ রেঞ্জ) বাপ্পা মোহন রাজা রেড্ডি, জেলা কৃষি ভুমি কম’ধক্য মোশাররফ হোসেন,এলাকার প্রধান প্রশান্ত বর্মন, ডেভেলপয়েন্ট সম্পাদক মনজিন মজুমদার, পঞ্জায়েত সমিতির , সদস্য জামিন মুরমু, নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট গন। এদিন বিধায়ক অমল আচার্য্য বলেন, আজকে জৈব প্রগতি শীল কৃষি কাজ বিষয়ে একটি অনুষ্ঠান কৃষই কথা -২০১৯ এর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মূলত রাসায়নিক সার বর্জন করে কৃষি কাজে জৈব সার ব্যাবহার করে কি ভাবে উৎপাদন বৃদ্ধি ও সেই ফসলের দাম কি ভাবে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি করা যায় সেই নিয়ে আলোচনা করা হল।

গবেষণা বলছে, কঠোর মায়েদের সন্তানের ভবিষ্যত উজ্জ্বল হয় জানুন বিস্তারিত👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

বেড়ে ওঠার বয়সে আপনার বাবা-মা কী খুব কঠোর ছিলেন? তাঁরা কি আপনাকে ঘর পরিষ্কার করতে, না বাড়ির কাজ করতে এবং প্রতিনিয়ত ভবিষ্যত নিয়ে ভাবতে বলতেন? আমাদের মধ্যে বেশিরভাগ সন্তানেরাই এমন পরিবারে বড় হয়েছি যেখানে মায়েরা ছিলেন আমাদের চির শত্রু!
নিত্যদিন পেছনে লেগে থাকা এবং বলে বলে কাজ করানোর জন্য হয়তো আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিলো। কিন্তু আপনি কী জানেন? গবেষকদের মতে, কঠোর মায়েদের সন্তানেরাই ভবিষ্যতে সফলতার মুকুট পরিধান করতে সমর্থ হয়? সুতরাং, তখন অসহ্য মনে হলেও ভবিষ্যতে আপনি আপনার মা’কে বারংবার ধন্যবাদ জ্ঞাপন করবেন। এটিই সত্য!

ইউনিভার্সিটি অব এসেক্সের একজন অধ্যাপক এরিকা র‍্যাসকন, একটি গবেষণা চালিয়েছেন যেখানে প্রমাণিত হয়েছে যে কঠোর মায়েদের সন্তানের জীবন সাফল্যে পরিপূর্ণ এবং সে সকল মায়েরা সন্তানদের শৈশবে শাসন করেছিলেন। উক্ত গবেষণা চালানো হয় ২০০৪ থেকে ২০১০ সালের ভেতর ১৫০০০ এর অধিক বাচ্চাদের উপর, যাদের বয়সসীমা ছিলো ১৩-১৪ বছর।

র‍্যাসকনের মতে, শৈশব থেকেই সন্তানের পড়াশোনার ব্যাপারে পিতা-মাতার উচ্চাকাঙ্ক্ষা ও বিশ্বাস তাদেরকে খ্যাতির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। আমাদের গবেষণা এটিই প্রমাণ করেছে।

যে সকল বাচ্চার মায়েদের উচ্চাকাঙ্ক্ষা ছিলো তারা বর্তমানে অধিক আত্মবিশ্বাসী এবং নিরাপদ। গবেষণায় এটিও প্রমাণিত হয়, যে সকল মেয়েদের মায়েরা অতিরিক্ত কঠোর ছিলেন তাদের মধ্যে অল্প বয়সে মা হবার প্রবণতা শতকরা চার ভাগ কম।

শক্ত ও রাগী মায়েদের সন্তানেরা দ্রুত গ্র্যাজুয়েট হতে পেরেছে এবং ভালো চাকরিও পেয়েছে। এটা শুনতে অবিশ্বাস্য ও হাস্যকর মনে হতে পারে কিন্তু ঘটনা সত্য!

অনেক বাচ্চারাই তাদের মায়েদের সাক্ষাত যম মনে করে থাকে। কিন্তু আমরা নিশ্চয়তা সহকারে বলছি যে এ শাসন আপনার পরবর্তী জীবনে বেশ সাহায্য করবে আপনাকে। বয়স্ক হবার পর আপনি মা’কে বারবার ধন্যবাদ জানাবেন সুন্দর ও অভাবনীয় একটি জীবনের জন্যে। শুধু তাই নয়, সে শিক্ষায় আপনি আপনার সন্তানকেও শিক্ষিত করতে চাইবেন।

অতীতের কিংবা শৈশবের কথা একটু মনে করুন তো? আপনার মা কেমন ব্যবহার করতেন আপনার সঙ্গে? এ গবেষণার ব্যাপারেই বা আপনি কী মনে করেন?

বৃহত্তম মসজিদ নির্মাণ সম্পন্ন হল আফ্রিকার একসঙ্গে ১২ লাখ মুসল্লী নামায পড়তে পারবেন👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

১০০ কোটি ডলারের ব্যয়ে দীর্ঘ সাত বছরে অবশেষে সম্পন্ন হল আলজেরিয়ার নতুন মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মসজিদটির নাম দেয়া হয়েছে ‘দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ বা, জামা আল-জাজাইর। মসজিদটির আয়তন ৪ লক্ষ বর্গমিটার, এটির মিনারের উচ্চতা ২৬৫ মিটার (৮৭০ ফুট), যেখানে একটি পর্যবেক্ষণ ডেক রাখা হয়েছে। আলজিয়ার্স উপকূলের কাছে অবস্থিত যৌগিক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে একসাথে ১২ লাখ মুসল্লি নামাজ পড়তে পারবেন। এর ভূগর্ভস্থ পার্কিংয়ে ৭,০০০ গাড়ি রাখার ব্যবস্থা আছে।

মসজিদ কমপ্লেক্সে একটি কোরানিক স্কুল, ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ লাইব্রেরি, একটি রেস্টুরেন্ট, একটি অ্যাম্ফিথিয়েটার ও আলজেরিয়ার ইতিহাসের জন্য নিবেদিত একটি গবেষণা কেন্দ্র রয়েছে।

বর্তমানে এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম মসজিদ। আর বিশ্বের মধ্যে ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা শ্রাইন (৬ লাখ বর্গমিটার) ও ওমানের মাসকাটে অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদের (৪ লাখ ১৬ হাজার বর্গ মিটার) পরে এটি তৃতীয় সর্ববৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এটির মিনারও এখন আফ্রিকার মধ্যে উচ্চতম। এর আগে উচ্চতম মিনার ছিল মরোক্কোর কাসাব্লাংকায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদের, যার উচ্চতা ছিল ৬৭০ ফুট।

আলজিয়ার্সের মসজিদটি তৈরি করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)। এটি একটি বিশাল বহুজাতিক প্রতিষ্ঠান যারা আফ্রিকা ও বিশ্বব্যাপী ভারী শিল্প ও অবকাঠামো নির্মাণে কাজ করে। ২০১১ সালে এই মসজিদ প্রকল্পের জন্য কোম্পানিটি যখন দায়িত্ব পায়, তখন এটিই ছিল তাদের বিদেশী প্রকল্পগুলোর মধ্যে সর্ব বৃহৎ প্রকল্প।

গত বছরের শেষের দিকে এটি উদ্বোধনের কথা থাকলেও, বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায়, মসজিদটি বাজেট সংকটের মুখোমুখি হয়েছিল যার ফলে এর নির্মাণ বিলম্বিত হয়।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশটির জন্য আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণ একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশটিতে বহুবছর ধরেই মুসলমানরা বিদ্রোহ করে আসছে। ১৯৯২ সালের নির্বাচনে ইসলামপন্থীরা জয়ী হলেও, সরকার তখন সেই নির্বাচন বাতিল করে দেয়, যার ফলে বেসামরিক বিদ্রোহের সূচনা হয়। এতে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছিল।

ইটাহার ব্লক বিজেপি মণ্ডল কমিটির তরফে বিজয় মিছিল অনুষ্ঠিত হল👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

৭ জুন ইটাহার : ইটাহার ব্লক বিজেপি মণ্ডল কমিটির তরফে বিজয় মিছিল করা হয় শুক্রবার ইটাহারে এদিন নব নির্বাচিত বালুরঘাট লোক সভার সাংসদ ড: সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে ব্লকের কয়েকশ কমি’ নেতৃত্বরা ইটাহারের রাস্তায় ডাক ঢোল ঘেরুয়া আবির মেখে আনন্দে মেতে উঠেন, ছিলেন বিজেপির জেলা সংখ্যালঘু সভাপ্রতি ইউনিস হক, জেলা কমিটির সদস্য সুমন আচায্য’, ইটাহার মণ্ডল নেতৃত্ব রবি দত্ত, যুব নেতৃত্ব সাধন সরকার, সহ অন্যন্য নেতৃত্ব। এদিন সুকান্ত মজুমদার বলেন জয়ী হওযার পর জেলার ব্লকে ব্লকে সাধারন মানুষ সহ দলিও কর্মীদের সাথে সৌজন্য মূলক দেখার জন্য আজকে ইটাহারে আসা তাই দলিও নেতৃত্ব আনন্দ মেতে ইটাহার পরিক্রমা করলেন, তবে জেলার উন্নয়ন ক্ষেত্রে সাংসদ কোটার যা টাকা পাওয়া যাবে তা জেলার সব কটি ব্লকে সমান ভাবে উন্নয়ন খাতে ব্যাবহার করা হবে, বিগত যারা সাংসদ ছিল তারা যে উন্নয়ন করেনী জেলায় তাই মানুষ বিজেপি কে বেছে নিছে তাই আগামী দিন জেলা সহ ইটাহার ব্লকের নাম দিল্লি সংসদে উন্নয়ন এর কথা তুলে ধরা হবে সাধারন মানুষের সাথে’। এদিনের বিজয় মিছিল কে ঘিরে দলের তরফে মিষ্টি মুখ করানো হয় কর্মী সহ সাধারন মানুষ কে।

Breaking News আজ ঘোষনা হতে পারে কোচবিহার জেলা তৃণমুলের নতুন সভাপতির নাম, কে হবে জানুন👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,কোচবিহার:

তৃণমুলের রদবল কোচবিহার জেলায়, রবীন্দ্রনাথ ঘোষের বদলে জেলা সভাপতি করা হবে বিনয় কৃষ্ণ বর্মণ। কার্যকরী সভাপতি করা হবে পার্থপ্রতীম রায় কে বলে দলীয় সুত্রে খবর। আজ বিকাল পাঁচ টায় ঘোষণা হবে।

বেদের মেয়ে জোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষ ভারতীয় না বাংলাদেশী এনিয়ে জলপ্না কল্পনা👇👇👇

ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ২৪x৭ :

অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন
একসময়ের অতি জনপ্রিয় বাংলা সিনেমা ”বেদের মেয়ে জোৎস্না”র নায়িকা অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকে নিয়ে বিতর্ক বেঁধেছে পশ্চিমবঙ্গে।
তৃণমূল কংগ্রেসের তরফে মিজ ঘোষের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। বলা হয়েছে, তিনি আসলে বাংলাদেশের নাগরিক এবং “কারসাজি করে তাকে ভারতের নাগরিক বানানো হয়েছে।”
একজন বিদেশী কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলে যোগ দেন, সেই প্রশ্ন তুলছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল।
তবে বিজেপি দাবি করেছে যে মিজ ঘোষের বাবা বাংলাদেশের মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তার জন্ম কর্ম, সবই কলকাতায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বুধবার দলে যোগ দেন মিজ. ঘোষ।
মিজ. ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বিজেপির নেতা মি. ঘোষ বিবিসি বাংলাকে বলছিলেন, “ওর জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড – সবই আমরা দেখেছি। তার বাবা বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি আর জীবিত নেই। কিন্তু মা এখানকার মানুষ। তিনি সল্ট লেকে থাকেন বহু বছর ধরে। সব নথিই আমরা সামাজিক মাধ্যমে তুলেও দিয়েছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”
এই বিতর্কের প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন হয় রাজ্য বিজেপি সদর দফতরে। সেখানে দলের নেতা জয়প্রকাশ মজুমদার যেসব নথি পেশ করেছেন, সেগুলো বিজেপির ”মিডিয়া সেল” সাংবাদিকদের দিয়েছে।

হরিশ্চন্দ্রপুর ভবানীপুরে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হল আজ👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ24×7, হরিশ্চন্দ্রপুর :

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর , তুলসীহাটা,কুশিদা,হরিশচন্দ্রপুর, ভিঙ্গল,রশিদাবাদ,বরই সাতটি পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ এলাকার সর্বধর্মের সকল শ্রেণীর মানুষদের নিয়ে পবিত্র ঈদব উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুর ঈদ মিলন উৎসব কমিটির পরিচালনায় বুধবার তুলসীহাটা মার্কেট মাঠে দমকল অফিসের পার্শ্বে এক মনোজ্ঞ ঈদ মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হল। উৎসবে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয় ।সেই সঙ্গে এলাকার মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও মেডিক্যাল কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ঈদের আনন্দ সকলের মধ্যে পৌঁছে দিতে উদ্দোক্তাদের এই প্রচেষ্টা ।

উৎসবে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হরিশচন্দ্রপুরের বিধায়ক মুস্তাক আলম প্রাক্তন বিধায়ক তজিমুল হোসেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক জহির রাহি রানা এবং তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।

কুরআন তেলাওয়াত,ইসলামীক সংগীত থেকে শুরু করে কবিতা আবৃত্তি, আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের আয়োজন করা হয় ।
সেই সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে লাচ্ছা ও সেমাই দিয়ে মিষ্টি মুখ করানো হয় ।

উত্তর মালদা জেলার সাংসদ খগেন মুর্মু বলেন,’ সাম্প্রদায়িকতার হিংসা, দ্বন্দ্ব ভুলে গিয়ে এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষদেরকে এক সূত্রে বেধে থাকতে হবে।’
বিধায়ক মুস্তাক আলম বলেন ,’ঈদ মিলন উৎসবে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ ও সর্বদলের নেতাদের উপস্থিতির মধ্যে আসতে পেরে খুব খুশি। আজকের এই সাম্প্রদায়িক সমপ্রিতির বার্তা চারদিকে মুখরিত হক এবং উষ্ণ আলিঙ্গনের মধ্য দিয়ে বেচে থাকুক মানুষের ভালোবাসা।’

তুলসীহাটা হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক আব্দুল অদুত বলেন, ‘সারা বছর ধরে আমাদের সমাজ ও জাতি গঠনে সবাইকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই ধরনের মিলন উৎসবগুলি থেকে আমাদের সেই অনুপ্রেরণা তৈরী করতে হবে।’
অপর দিকে কমিটির উদ্দোক্তা মহ : নাজিম আক্তার, নুর ও রনি বলেন, ‘আমরা মানুষ হিসাবে সবাই সমান, সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তি ধ্বংস করতে হবে ও এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু -মুসলমান ‘- কবির স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে সবাইকে।

ইটাহার ব্লকে কৃষি দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হল👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার:

৬ জুন ইটাহার : রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানাজী’র অনু প্রেরনায় কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি শুরু হোল ইটাহারে। এদিন ইটাহার ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ইটাহার ব্লকের কৃষক দের কৃষক বন্ধু প্রকল্পের চেক তুলে দেন জেলা সহ কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি, ছিলেন সহ কৃষি আধিকারিক গুরুপদ বিশ্বাস, সহ সম্প্রসারন কৃষি আধিকারিক স্বরুপ মজুমদার, কৃষক বন্ধু মজুবুর রহমান সহ দপ্তরের অন্যন্য আধিকারিক, এদিন জেলা কৃষি আধিকারিক বাপ্পা মোহন রাজা রেড্ডি বলেন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের এক কালিং ব্লকের কৃষক দের চেক দেওয়া হচ্ছে কৃষি কাজের সহায়তায় উদ্ধতম পাচঁ হাজার ও নিম্নতম এক হাজার টাকার চেক, এর আগেও দেওয়া হয়েছে এবারে দ্বিতীয় ফেজে প্রায় পাচঁ হাজার কৃষক কে দেওয়া হবে কৃষক বন্ধ প্রকল্পের চেক, ও আগামী দিনেও দেওয়া হবে, এদিন দপ্তর প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলেও দপ্তর প্রাঙ্গনে ১২ টি অঞ্জলের মাধ্যমে কৃষক বন্ধ দের চেক দেওয়া শুরু হোল ইটাহারে।

ঈদ উৎসব কে ঘিরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারে👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,ইটাহার:

৬ জুন ইটাহার : প্রতিবছরের মতন এবারো পবিত্র রমজান মাসের ঈদ উৎসব কে ঘিরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহারে, এদিন ইটাহার থানার মারনাই অঞ্জলের সান রাইসিং ক্লাবের উদ্যেগে মারনাই মোর এলাকায় এদিনের সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এদিনের অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের কৃষি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন, ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচায্যে’র প্রতিনিধি সাহিদুল ঈসলাম, মারনাই যুব তৃনমূল সভাপ্রতি আনসারুল হক, পঞ্জায়েত সমিতির দলনেতা নজিবর রহমান সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিনের অনুষ্ঠানে এলাকার ছেলে মেয়েরা নাচ, গান, আবৃতি সহ অন্যন্য প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ফলে বহু মানুষের সমাগম হয় অনুষ্ঠান প্রাঙ্গনে। এদিন মোষারফ হোসেন বলেন খুশির ঈদের উৎসবের এই ধরনের অনুষ্ঠান গ্রামের মধ্যে খুব ভালো উদ্যেগ ক্লাবের সদস্যদের।

কালিয়াচক থানার সুজাপুরে পালিত হল ইদল ফেতর অনুষ্ঠান👇👇👇

দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদাঃ

৩০ দিন রোজা রাখার পর আজ খুশির ঈদের বিশ্বের সাথে মালদা জেলাতেও খুশির ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ। বুধবার সকাল ৯ টা নাগাদ, কালিয়াচক থানার সুজাপুর ঈদগা ময়দানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন। এদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ।সকাল থেকেই ঈদগা ময়দান এলাকায় মোতায়েন ছিল কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। কালিয়াচক, সুজাপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামাজীরা ঈদগা ময়দানে উপস্থিত হয়ে খুশির ঈদের নামাজ পড়েন। বুধবার সকালে লক্ষ মুসলিম সম্প্রদায়ের লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে দোয়াও করা হয় ঈদগা ময়দানে।

Design a site like this with WordPress.com
Get started