নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
ইটাহার, ১১ জুন: আগামী ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। কলেজ ছুটি থাকায় ইটাহারের ড. মেঘনাদ সাহা কলেজ এর পক্ষ থেকে বিশ্ব পরিবেশ উদযাপন হল ১১ জুন মঙ্গলবার । তিনটি পর্বে এদিনের কর্মসূচি সাজানো হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন ইটাহার বাসস্টান্ড থেকে সকাল ৮.৩০ নাগাদ শুরু হয় “পরিবেশের জন্য হাঁটা” কর্মসূচি। বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী,অধ্যাপক – অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও পরিবেশপ্রেমী লোকজন এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তামূলক নানান প্লেকার্ড হাতে নিয়ে পায়ে পা মেলায় অংশগ্রহণকারীরা।
কলেজের উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্রের স্বাগত ও উদ্বোধনী ভাষণের পর শুরু হয় পরিবেশের জন্য পথ চলা। রাস্তায় উৎসাহী জনগণের ভীড় ছিল দেখার মত। আপামর ইটাহার বাসী কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। রাস্তার পাশে দাঁড়ানো গ্রামবাসীদের পরিবেশ বিষয়ে সচেতন করার পাশাপাশি পথচলতি মানুষকে কলেজের পক্ষ থেকে চকোলেট দেওয়া হয়। মাঝে মাঝে পরিবেশ রক্ষা সংক্রান্ত নানা স্লোগান দিতে দেখা যায় অংশ গ্রহন কারী সকলকে। ছিল প্লাস্টিক বর্জনের বার্তা, গাছ লাগানোর আবেদন।
পরিশ এর ভারসাম্য রক্ষা নিয়ে কলেজ সভা কক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। সেখামে বক্তব্য রাখেন আজকের কর্মসূচির আহবাহক অধ্যাপক দরীন সরকার, শিক্ষাকর্মী বিকাশ চক্রবর্তী, অধ্যাপিকা ড. আইরিন শবনাম,পরিবেশ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যাপক সুকুমার বাড়ই, পরিশেষে উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র তাঁর সমাপ্তি ভাষণে বিশ্ব উষ্ণায়ণ বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা চক্রের পরে শুরু হয় বৃক্ষরোপন কর্মসূচি। অধ্যাপক -অধ্যাপিকা,ছাত্র- ছাত্রীরা এই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। আগামীতে জুলাই মাসে অরণ্য সপ্তাহ পালন উপলক্ষ্যে কলেজের হোস্টেল প্রাঙ্গণে আরও বেশি করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে বলে জানালেন কলেজ কর্তৃপক্ষ।