দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা:
মালদার কালিয়াচকে রাজনৈতিক নিয়ে যখন ব্যাস্ত সকলে তার মাঝে দেখতে পাওয়া যায় সোস্যালমিডিয়া ফেসবুকে একটি গ্রুপে বিভিন্ন সামাজিক কাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিছু যুবক উন্নয়ন ও সমাজকল্যাণের কর্মযজ্ঞে। ফেসবুক গ্রুপের সদস্যদের সহযোগিতায় চলছে উন্নয়ন ও সমাজকল্যাণ কাজ। যখন উন্নত প্রযুক্তির ব্যবহার করে সমাজে নানান রকমের বিভ্রান্তিমুলক ঘটনা ঘটে চলেছে, ঠিক তার উল্টো দিকে সোস্যাল মিডিয়াকে ব্যাবহার করে হেঁটে এগিয়ে চলেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ। এই গুরুপের মধ্যে দিয়ে কালিয়াচকের বিভিন্ন জায়গায় ভালো খারাপ সব কিছুই সাধারন মানুষের সামনে তুলে ধরছে এই গুরুপ। এই গুরুপের আড্যমিন আলমগীরি খান জানান কালিয়াচক আমাদের গর্ব নামে আমাদে এই গুরুপ। এখন সোস্যাল মিডিয়া যুগ তাই মানুষের পাশে দারানোর জন্য সোস্যাল মিডিয়ার গুরুপের মধ্যে দিয়ে এগিয়ে যাছি আমাদের এই গুরুপের মধ্যে দিয়ে আমারা যখন কোন গরীব মানুষ টাকার অভাবে হসপিটালের রক্তের জোগান দিতে পারেনা সেখানে আমাদের গুরুপের তরফে জানতে পারলে সেখানে রক্তে যোগান দিতে কালিয়াচক আমাদের গর্ব গুরুপে সদস্য এগিয়ে যায়। এছরাও মালদার যেকোন জায়গার কোথাও কোন বিয়ে বা কোন অনুষ্ঠান বাড়িতে খাবার বেচে থাকলে সেই সব খাবার আামাদের সদস্যরা গিয়ে কালেক্ট করে নিয়ে আসে এবং যে সব মানুষ গুলো তিনবেলা খাবার জোটেনা এই সব গরীব মানুষের মধ্যে বিতরণ করাহয়।পুজা ও ঈদ উলক্ষে টাকার অভাবে জামাকাপড় নিতে পারেনি তাদের মধ্যে এবার ছোট থেকে বড় সব মিলিয়ে প্রায় ৮০০ মানুমানুষের হাতে জামাকাপড় তুলেদেওয়া হয়েছে হেলথ্ সেক্টরে দুঃস্থ মানুষ দের সাহায্য করা দুঃস্থ ছাত্র,ছাত্রীদের সাহায্যে করাহয়
দুঃস্থ মানুষদের ঠান্ডার সময় শীতবস্ত্র দেওয়া,আগামীদিনে আরো মানুষের কাছে পৌঁছানো চেষ্টা চলছে, এই জামাকাপড় সব গুরুপের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে নিয়েএসে। এই সব নিয়ে সমাজের বিভিন্ন স্থানের এগিয়ে চলেছে। এই কালিয়াচক আমাদের গর্ব নামে এই গুরুপ,এবার ঈদের উপক্ষে গরীব দুঃস্থ গরীব মানুষদের মুখে হাসি ফুটিয়ে উঠাতে চেয়েছেন। আগামীদিনে সকলে সহোযোগিতায় থাকলে আমাদের এই গুরুপ এগিয়ে যাবে।