সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:
(মাড়গ্রাম-বীরভূম) : এদিন সকালে রামপুরহাট ২ নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া শিশু নিকেতনের ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনের প্রানায়ণের কর্মশালা হয়। আজ প্রায় ৩৫০ ও বেশী ছাত্র-ছাত্রী যোগদান করে এই শিবিরে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানাই, ” নিয়মিত যোগা বা প্রানায়ণ করলে দৈহিক ও মানসিক বিকাশ ঘটে। মন ও শরীর সুস্থ থাকে, সেই কারণেই আজকের এই ১ দিনের শিবির “। ছাত্র-ছাত্রীদের অভিভাবিকারও খুব খুশি এই শিবিরের আয়োজনে। প্রানায়ণের প্রশিক্ষক, লক্ষণ দাস জানান, ” সারা বছর ব্যাপী পতঞ্জলির পক্ষ থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিনামূল্যে ৫ ও ১০ দিনের শিবির করা হয় এবং এই গ্রামেও ৫দিন ধরে যোগার ক্লাস হচ্ছে সকাল ও বিকেল দুই বেলা। প্রায় ১৫০ জন নিয়মিত আসেন “।