নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :
মালদা ইংরেজ বাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতর কমলাবাড়ি বাসিন্দা ২০০ টাকা দিতে না পারায় সরকারি হাসপাতালে প্রান হারালেন রমজান শেখ(১৯) এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো ইংরেজ বাজার শহর। যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি গ্রামে বাড়ি
রোগীর বাবা ইয়াজুল শেখ জানান রোগীর শরীরলে অবস্থা দিক দেখে ক্যাথেটার লাগানোর জন্য চিকিৎসক বলেন, ওয়ার্ডবয়দের বলে পরিবারের লোকেরা ক্যাথেটার লগিয়ে দেওয়ার জন্য তারা বলেন ২০০ টাকা চার্জ দিতে হবে।নাহলে ক্যাথেটার লাগানো হবে না, বেডও মিলবে না ৷ এই ছবি উঠে এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷
মেডিকেল কলেজে ভরতি হন রমজান শেখ (১৯)পেটের ব্যাথা নিয়ে। বাবা ইয়াজুল শেখ পেশায় শ্রমিকের কাজ করেন৷ অভিযোগ, ভরতির পর বেড পর্যন্ত রোগীকে নিয়ে যাওয়া ও বেড জোগাড় করে দেওয়ার জন্য দালালরা ২০০ টাকা দাবি করে৷ দিতে রাজি হননি ৷ সেই সময় মেডিসিন ২ ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের পরিবারের লোকেদের জানান, ওয়ার্ডবয়রা ক্যাথেটার লাগানোর কাজ করে৷ আবার শুরু হয়ে ওয়ার্ডবয়দের সাথে দর কষাকষি৷ ক্যাথেটার লাগানোর জন্য ইয়াজুল শেখ ওয়ার্ডবয়দের জানিয়েদেন, তাঁর কাছে এই মুহূর্তে টাকা নেই৷ রমজানের শারীরিক কষ্ট দেখে পাশের বেডে থাকা রোগীর পরিবারের লোকজনও ওয়ার্ডবয়দের ক্যাথেটার লাগিয়ে দেওয়ার অনুরোধ করেন৷ কিন্তু কার কথা কে শোনে! তারাসাফ জানিয়ে দেয় টাকা না পেলে ক্যাথেটার লাগানো হবে না৷প্রায়দু ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে সকাল সাতটা জীবনের যুদ্ধে হেরে যান রমজান।
