জোরকদমে চলছে হবিবপুরে সকল দলের ভোট প্রচার👇👇👇

দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা :

হব্বিপুরে -লোকসভার জের কেটে উঠতে না উঠতে বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে নেই বিজেপি আজ হব্বিপুর বিধানসভার ২৩ টি বুথে বুথে, বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেম কেন্দুয়া,থেকে শুরু করে সাহা পাড়া, শালগমভীটা,মনোহার পুর বিভিন্ন জায়গায় প্রচার করলেন কখনো রোড শো কখনো পায়ে হেটে মানুষে কাছে গিয়ে আশীবাদ নিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী সহ কর্মীরা এদিন উপস্থিত ছিলেন প্রার্থী জয়েল মুমু ও খগেন মুমু, জেলা সভাপতি সঞ্জিত মিশ্র, আগামী ১৯ মে হবে এই নির্বাচন হাতে সময় অনেক কম বৈশাখের প্রখর তাপমাত্রা তার উপেক্ষা না করে জোর কদমে এগিয়ে চলছে রাজনৈতিক দলগুলির সাথে সাথে বিজেপির ভোট প্রচার। এক ইঞ্চি জায়গা ছারতে নারাজ বিজেপি।

Design a site like this with WordPress.com
Get started