হব্বিপুরে উপনির্বাচনে ভোট প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ👇👇👇

IMG-20190511-WA0003.jpg

প্রখর গরমকে উপেক্ষা না করে এবার উপনির্বাচনের প্রচারে এসে হাজির হলেন মন্ত্রী খুদ, অমল কিস্কুর হয়ে ভোট প্রচারের সময় তিনি জানান এই উপনির্বাচনে হব্বিপুরে জন্য মালদায় পাঁচ দিন হব্বিপুরে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হবে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন, আগামী এই উপনির্বাচনে ভোট দিন তৃণমূলকে হব্বিপুরের উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে। সকাল সকাল মন্ত্রী সহ তৃনমুলে একাধিক কর্মী নিয়ে ভোট প্রচার সারলেন অমল কিস্কু মন্ত্রী এলাকা বাসিন্দাদের ভোট দেওয়ার আহোবান জানান এদিন প্রচার সারেন কানতুর্কা থেকে শুরু করে আহরো,গভীরা তলা ৷ বিকেলে প্রচারে জাবেন তিলাসন কৃষ্ণপুর এলাকায়৷ এক নির্বাচনী প্রচারে ছিলেন মালদা জেলার তৃনমুলের সাধারন সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল, তৃনমুল কংগ্রেরেসের সভাধিপতি মোয়াজ্জেম হোসেন সহ কর্মীরা।ভোট প্রচারে সভায় কর্মী ছিলো চোখে পরার মতো।

Design a site like this with WordPress.com
Get started