রাজ্যে সরকারের দুই মাস স্কুল ছুটি ঘোষণার প্রতিবাদে নামল মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা শাখা তরফে বুধবার প্রতিবাদ মিছিল বেরকার হয় তাদে মিছিলে শ্লোগান ছিল ছুটি নয় পাড়তে চাই । এই শ্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পক্ষ থেকে মালদা ইংরেজ বাজার শহর মিছিল বের হয়। অতুল মার্কেটে অবস্থিত শিক্ষাভবনে সামনে বিক্ষোভ দেখানোর পর ডি,আই এর হাতে একটি লিখিত দাবি পত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি মনোরঞ্জন দাস জানান, রাজ্য সরকার অপ্রয়োজনীয় দুমাস স্কুল ছুটির ঘোষণা করেছেন।

তারা বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছি। সরকারি এই নির্দেশিকা যাতে প্রত্যাখ্যান করা হয় তার জন্য আজকে ডি,আই এর হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। এই দুই মাস স্কুল ছুটির ফলে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। তাই তাদের এই আন্দোলন পথে নামতে হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started