মহিলা ছিনতায় বাজ মালদায় চাঞ্চল্য👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

মর্জিনা বিবি তার বাচ্চার চিকিৎসা করাতে আসে ইংরেজ বাজার শহরে চিকিৎসা পর বাড়ি ফিরে যাওয়ার সময় ছিনতাই হয় পাস ব্যাগ। রথবাড়িতে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার অপেক্ষায়। সেই সময় দুই মহিলা মর্জিনা বিবির ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালায়। মর্জিনা বিবির দেখতে পেয়ে চিৎকারে তা শুনে তাড়া করে ওই মহিলাদের পেছনে এলাকার বাসিন্দারা । অবশেষে রাজ হোটেল মোড়ে ধরা পরে ওই দুই ছিনতাইকারী মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ইংরেজবাজার থানার পুলিশ। দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিযোগকারিনি মহিলার বক্তব্য তাঁর ব্যাগে দুই হাজার টাকা ও ব্যাঙ্কের এটিএম কার্ড ছিল। পুলিশ সূত্রে জানা যায় ছিনকারী মহিলার নাম জয়ন্তী পাশি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Design a site like this with WordPress.com
Get started