আমরা সবাই চৌকিদার দেশ লুটতে দেব না, মোদীর সমর্থনে বলিউড অভিনেতা বিবেক

নিজস্ব প্রতিবেদন,বেঙ্গল নিউজ ২৪x৭:

আসন্ন লোকসভা নির্বাচনে বলিউড অভিনেতা বিবেক ওবেরয় বিজেপির পক্ষ নিয়ে প্রচারে নামলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে অনুরোধ করেন। ১২ ই মে দিল্লীর সব ৭ টি আসনে ভোট গ্রহণ। আর তাই সেখানে ভোটের আগে বিবেক ওবেরয় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেতানোর জন্য দিল্লীবাসীর কাছে অনুরোধ করেন।

এমনকি তিনি উরি-দা সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার বিখ্যাত উক্তি, “হাও ইস দা মজোশ” বলে সম্বোধন শুরু করেন। নিজের আঙুলে ভোট প্রদানের চিহ্ন কে দেখিয়ে উনি জনগণকে উৎসাহিত করেন। একই সঙ্গে এদিন তিনি একই বিবেক ওবেরয় বলেন, আমরা সবাই এই দেশের চৌকিদার। আমরা এই দেশকে লুটতে দেব না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের কারণে মোদির বায়োপিক রিলিজে নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ করা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে প্রভাবিত করতে এই ছবিকে নির্বাচনের সময় রিলিজ করানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায় ।

Design a site like this with WordPress.com
Get started