বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত নৃত্য ও সংগীতে কবি প্রণাম অনুষ্ঠিত হয়👇👇👇

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবস্মিতা চ্যাটার্জী , প্রসেনজিৎ মালাকার ও অন্যান্য সাংবাদিকগণ। অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় শিল্পীদের নিয়ে রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে। বিশ্বভারতী , পাঠ ভবন আয়োজিত কবি প্রনাম অনুষ্ঠানের কিছু চিত্র । পরিবেশিত হলো নাট্যভিনয় : মানব কন্যা। প্রযোজনায় বিশ্বভারতী কর্মী মন্ডলী এবং পরিবেশনায় পাঠ ভবন এর ছাত্র-ছাত্রী বৃন্দ।

বসোয়া হেমন্ত স্মৃতি পাঠাগারের ২৫ শে বৈশাখ পালন।
গতকাল ছিল২৫শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। সারা দেশ, রাজ্য ও জেলা জুড়ে পালিত হচ্ছে ২৫ শে বৈশাখ। সেইরকম চিত্র দেখা গেলো বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের কুঠিপাড়া হেমন্ত স্মৃতি পাঠাগার মন্দিরে। গতকাল সন্ধে ৭ ঘটিকায়, স্থানীয় ক্ষুদে শিল্পীদের নিয়ে ছোট অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। প্রায় ৬৫ জন অংশ গ্রহণ করে আজের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানান কবিতা, আবৃত্তি, নৃত্য ও সংগীত পাঠ করে শিল্পীরা। সব শেষে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।

Design a site like this with WordPress.com
Get started