তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কাঁকরতলা ; দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি

কাঁকরতলা থানার বড়া গ্রামের আধিপত্য কার হাতে থাকবে ,তাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, গতকাল রাতে উজ্জ্বল কাদেরীর অনুগামীরা বোম, বন্দুক নিয়ে চড়াও হয় শেখ কালোর বাড়িতে। তারপর চলে বোমাবাজি। বন্দুক দেখিয়ে ভয় দেখানো। এছাড়াও শেখ কালোর একটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বোমাবাজির ফলে শেখ কালোর বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেওয়ালে রয়েছে অজস্র বোমাবাজির চিহ্ন। ছড়িয়ে ছিটিয়ে জানালার কাঁচের ভাঙা অংশ। এদিক ওদিক পড়ে রয়েছে ইঁটের টুকরো, ভাঙ্গা জিনিসপত্র।

নজমুনা বিবির অভিযোগ, “প্রায় শ’খানেক ছেলে এসে আক্রমণ করে আমাদের বাড়িতে। প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরপর বোমাবাজি করতে থাকে। নিয়ামুল, আকবর, বিট্টু, জয়নাল, আব্বাস এরা সবাই ছিল ওই দলে।” তিনি আরও দাবি করেন তার ছেলেরা সব জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের সাথে যুক্ত।

ঘটনার পর সকালে পুলিশ এসে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। যাদের মধ্যে রয়েছেন শেখ কালোও।

Design a site like this with WordPress.com
Get started