চাঁচলে চালক ও যাত্রীর বচসার জেরে পথ অবরোধ টোটো চালকের👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

১৩ মে ২০১৯: সোমবার দুপুরে মালদহের চাঁচলে এই অবরোধ দেখা গেল।

টোটো ইউনিয়ন সূত্রে জানা যায়, এদিন আব্দুল বারেক নামক এক টোটো চালক হসপিটাল মোড় থেকে বাসষ্ট্যান্ডে যাত্রী নিয়ে আসে। টোটো চালক যাত্রী হিরুর কাছে ভাড়া চাওয়ার সময় যাত্রী নিজেকে এলাকার মস্তান বলে পরিচয় দেয়।

থেমে থাকেনি টোটো চালকও। তর্কে বিতর্কের মাধ্যমে চালক-যাত্রীর মধ্যে বচসা বাধে।সংঘর্ষে টোটো চালক ক্ষত বিক্ষত হয়। সহকর্মীরা দ্রূত চাঁচল হাসপাতালে নিয়ে যায় টোটোচালকে। বর্তমানে আব্দুল বারেক চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে টোটো ইউনিয়ন কার্যকরী সভাপতি টিঙ্কু আলীর নির্দেশে চাঁচলের সমস্ত টোটোচালক নেতাজি মোড়ে পথ অবরোধ করে। চাঁচল পুলিশ প্রশাসনের আশ্বাসে 20 মিনিট পর অবরোধ তোলেন টোটো ইউনিয়ন। পুলিশ জানায় অভিযুক্ত হিরুকে আটক করেছি, ঘটনার জিজ্ঞাসাবাদ চলছে।
টোটো চালক ও যাত্রীর বচসায় পথ অবরোধ করে টোটো চালকরা।

Design a site like this with WordPress.com
Get started