পবিত্র রমজান মাসের ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

১৫মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে, গতকাল সন্ধা নাগাদ ধমী’য় রীতি মেনে ৬১১ নাগাদ ইফতার পাটির আয়োজন করেন ইটাহার আল আমিন মিশন, ইটাহার হাটখোলা এলাকায় বিদ্যালয়ের সভা হলে ইফতার পাটি’র আয়োজন করেন ফলে বহু মুসলিম সম্পদায়ের সাধারন মানুষ রোজার শেষে ইফতার পাটিতে হাজির হয়, ছিলেন মিশনের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জামায়েত ইসলামি জেলা সভাপ্রতি আব্দুল মালেক, কাজি আবদুল রেজ্জাক সহ অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন ইফতার শেষে নামাজে অংশ গ্রহন করেন উপস্হিত ব্যাক্তিরা। (ছবি আছে)

Design a site like this with WordPress.com
Get started