ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:
ভারতের রাজনীতির ময়দানে সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়৷ সম্প্রতি সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মনমোহন সিং বলেন, ‘‘আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের সেনাকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে সমস্ত রকমের হামলার জবাব দেওয়ার। আমাদের সময়ও অনেক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আমাদের জন্য, সার্জিক্যাল স্ট্রাইক ছিল কৌশলগত পদক্ষেপ এবং ভারত-বিরোধী শক্তিগুলিকে মোক্ষম জবাব দেওয়ার অস্ত্র। আমরা কখনই এই সাফল্যকে ভোটের ময়দানে কাজে লাগাতে চাইনি।”
মনমোহনের এই সাক্ষাৎকারের পরই কংগ্রেস আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেন দলের নেতা রাজীব শুক্লা৷ তাঁদের সমর্থন করেন ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক তথা কংগ্রেসের জাতীয় নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা৷ তিনিও জানান, এই প্রথম নয়, এর আগের সরকারের আমলেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছে ভারত।
কিন্তু কংগ্রেস নেতাদের সমস্ত দাবি উড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক কোনও ভিডিও গেম নয়। কংগ্রেস আমলে কোনও স্ট্রাইক হয়নি।” তবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত এই আরটিআই রিপোর্ট প্রধানমন্ত্রীর দাবিকেই সিলমোহর দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷