ছুটি নয়, পড়াতে চাই, পড়তে চাই”, মালদায় বিক্ষোভ শিক্ষকদের👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭ , মালদা:

“ছুটি নয়, পড়াতে চাই, পড়তে চাই” এই স্লোগান তুলে গতকাল মালদা শহরে মিছিল করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা । মিছিল শেষে তাঁরা জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান । এরপর জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) ডেপুটেশন জমা দেন ।
সংগঠনের সভাপতি মনোরঞ্জন দাস বলেন, “সংগঠনের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে জানাতে চাই, গোটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে সমস্ত স্কুল অবিলম্বে খুলতে হবে । স্কুলের সমস্ত কাজ থমকে রয়েছে । পরীক্ষা নেওয়া যাচ্ছে না । প্রায় ২ মাসের ছুটির জন্য সিলেবাস কোনওমতেই শেষ করা যাবে না । এর মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে । উত্তীর্ণ পড়ুয়ারা ক্লাস ইলেভেনে ভরতি হবে । ছুটির জন্য তাদের ভরতি নেওয়া সম্ভব হবে না । ক্লাস ইলেভেন থেকে যারা টুয়েলভে উঠেছে, তাদের ক্লাস শুরু করা সম্ভব হবে না ।” তিনি আরও বলেন, “আমরা শিক্ষকরা মনে করি, আমাদের বাড়তি ছুটির প্রয়োজন নেই । সরকার আমাদের বসিয়ে বসিয়ে মাইনে দিক, তা আমরা চাই না । যে কাজের জন্য সরকার আমাদের নিযুক্ত করেছে, সেই কাজ আমাদের করতে দেওয়া হোক ।”

এপ্রসঙ্গে সংগঠনের সম্পাদক অরুণকুমার প্রসাদ বলেন, “রাজ্য সরকারের ঘোষণা করা প্রায় ২ মাস অপ্রয়োজনীয় ছুটির বিরুদ্ধে আজ আমরা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছি । তাঁর মাধ্যমে আমরা সরকারের কাছে এই ছুটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি । দীর্ঘ এই ছুটির জন্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অসুবিধে হবে । পরীক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে । অপ্রয়োজনীয় এই ছুটি দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের হেয় করার চেষ্টা করছে রাজ্য সরকার । সরকারের এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি । আমরা চাই স্কুলের জন্য নির্ধারিত গরমের ছুটিই শুধু দেওয়া হোক । যদি কোনও প্রাকৃতিক দুর্যোগ হয় তবে দু’একদিন ছুটি বাড়তে পারে । কিন্তু এই অবৈধ ছুটি আমরা নিতে চাই না ।”

মায়ের দাবি ৫০ হাজার টাকার জন্য ছেলে কে ব্লাকমেল করছে👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা:

গত ১৩ মার্চ পুরাতন মালদা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক যুবককে৷ পরদিন ভোরে মালদা মেডিক্যালে ওই যুবকের মৃত্যু হয়৷ সেই মৃত্যু ঘিরে নতুন করে দেখা দিয়েছে রহস্য৷ মৃতের মায়ের দাবি, একমাত্র ছেলের মৃত্যুর পর তার খুনিরা তাঁকে ব্ল্যাকমেল করছে৷ ইতিমধ্যে তাঁর কাছ থেকে তারা ৫০ হাজার টাকা নিয়ে ফেলেছে৷ আরও ৫০ হাজার টাকা দাবি করে তাঁকে শাসানো হচ্ছে৷ আজ তিনি গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

মৃত ওই যুবকের নাম বিপ্লব মণ্ডল(১৯)৷ পেশায় টোটোচালক৷ বাবা অনন্ত মণ্ডল সবজি বিক্রেতা৷ মা সীমা মণ্ডল সাধারণ গৃহবধূ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিতোরপুরে৷ এক বছর আগে বিয়েও করেছিলেন বিপ্লব৷ গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি৷ আর তিনি ঘরে ফেরেননি৷

সেই দিন রাত্রে রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে রেলপুলিশ৷ তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যালে৷ সেই দিন ভোরে মারা যান তিনি৷ এই ঘটনায় পুলিশ তদন্ত করে জানিয়েছিল, নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন বিপ্লব৷ যদিও তাঁর বাড়ির লোকজন দাবি করেছিল, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে বিপ্লবকে৷

বিপ্লবের মা সীমা মণ্ডল জানান, সম্প্রতি কোর্ট স্টেশন এলাকায় তাঁর সঙ্গে উমেদ আলি নামে একজনের দেখা হয়৷ তার বাড়ি ইংরেজবাজারের মহদিপুরে৷ সে জানায়, বিপ্লবকে তারাই খুন করেছে৷ তার সঙ্গে আরও চারজন৷ সে বলে, তাকে ৫০ হাজার টাকা দিলে সে পুলিশের কাছে সব কথা খুলে বলবে৷ আর টাকা না দিলে সে ও তার লোকজন বিপ্লবের মতো তাঁদেরও খুন করবে৷ গত ৩ মে তিনি উমেদকে ২০ হাজার টাকা দেন৷ পরদিন তিনি ফের তাকে ৩০ হাজার টাকা দেন৷ এর মধ্যে ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার করেন তিনি৷ কিন্তু সেই টাকা পাওয়ার পর ৯ মে উমেদ ফের তাঁকে জানায়, তাকে আরও ৫০ হাজার টাকা দিতে হবে৷ সে এবার ভয় দেখায়, টাকা না দিলে সে পুলিশের কাছে তাঁর নামে অভিযোগ দায়ের করে জানাবে, তিনি ৪ জনকে খুন করার জন্য এই টাকা দিয়েছেন৷ তিনি আজ গোটা ঘটনা জানিয়ে মালদা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা নব নিযুক্ত সভাপতি ঘোষণা হল আজ👇👇👇

ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:

সব রাজনৈতিক দলের মতো নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।

আজ কোচবিহারের জেলা পার্টি অফিসে নতুন জেলা সভাপতি নির্বাচিত হলেন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নাজির হাট হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং বিশিষ্ট সমাজ সেবিক মোঃ আমিনাল হক।

জেলার সহসভাপতি হিসাবে নির্বচিত হন ধনোঞ্জয় বর্মন।এবং জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হলেন সামিম আখতার।

এছাড়া আরও বিশেষ বিশেষ বিভিন্ন পদে আরও অনেকেই রয়েছেন বলে সুএের খবর।

মথুরাপুর বাস স্টান্ডের পাশের হোটেলে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত হোটেল

নিজস্ব প্রতিবেদক,বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

এদিন সকালে মালদার মানিকচক থানার মথুরাপুর স্টান্ডে কাছে একটি হোটেলের রান্না চলাকালিন ঘরে হঠাৎ প্রায় ন টা নাগাত আগুন লেগে যায় । ভয়ে হোটেলে মালিকের ছেলে গৌতম চৌধুরী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে এলাকার পাসের দোকানের মালিক থেকে এলাকার লোকেরা ছুটে আসে গৌতম বাবু দোকানে হোটেল থেকে বেরিয়ে প্রানে বাচেন গৌতম বাবু। পার্শ্ববর্তী দোকান ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ জানান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলে ব্যবহৃত সম্পূর্ণ আসবা পত্র,খাদ্য শস্য সকাল বেলা জন্য মানুষ জন কম থাকায় কারো কোন ক্ষতি হয়নি।

চাঁচলে পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে জানুন বিস্তারিত👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭ , চাচল :

১১ মেঃ পানীয় জল প্রকল্পের জন্য সাবমার্শাল বসানো নিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে চাঁচলের হাতিন্ডা এলাকায়। এমনকি টাকা দিতে অস্বীকার করায় শাসক দলেরই এক পঞ্চায়েত সদস্যা ফুলমণি দাসকে রাস্তায় ফেলে মারধর ও সাব মার্শালের ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে চাঁচল ১ নম্বর ব্লকের শাসকদলের কার্যকরী সভাপতি ইন্তাজ হোসেন ও তাঁর দলবলের বিরুদ্ধে। বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়। পঞ্চায়েত প্রধান আহত পঞ্চায়েত সদস্যাকে নিয়ে চাঁচল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনায় ইন্তাজ হোসেন সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে চাঁচল থানায় মামলা দায়ের করা হয়।

যদিও এই বিষয়ে ইন্তাজ হোসেনের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনাকে সাজানো মিথ্যা কথা বলা হয়েছে। এইবিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।

জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের রায় বটতলায় রক্ষাকালী পুজো হল শনিবার মধ্যরাতে

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x ৭,পূর্ব বর্ধমান:

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের রায় বটতলায় রক্ষাকালী পুজো হল শনিবার মধ্যরাতে।জমিদার আমল থেকে এই পুজো হয়ে আসছে।বহু প্রাচীন এই পুজো বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথি অনুযায়ী শনি বা মঙ্গলবারের মধ্যে যেকোন একদিন হয়।যে রাতে পুজো হয় সেই রাতেই বিসর্জন হয়।জমিদার আমলের পুজো হলেও আজও মায়ের মন্দির তৈরি হয় নি।শুধু বেদীটি দেখেই বোঝা যায়,বহুদিন আগে বেদিটি তৈরী করা হয়েছে।প্রত্যেকবার মায়ের মূর্তি তৈরি করে পুজো করা হয়। গ্রামে ঢ্যাডা পিটিয়ে গ্রামবাসীদের জানানো হয় পুজো কবে হবে।গ্রামের বধূরা বাড়ির মঙ্গল কামনায় সারাদিন উপোস করে নিষ্ঠা সহকারে মায়ের পুজোয় অংশগ্রহণ করে।এখানে একটি ছাগ বলি হয়।বর্তমানেও সেই রেওয়াজ আছে।এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা গ্রামবাসীরা।

হিন্দু সহ ২০ জন বাঙালিকে বাংলাদেশ পাঠাল আসাম বিজেপি সরকার👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭ :

হিন্দু-মুসলমান মিলিয়ে ২০ জন বাঙালিকে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাল আসামের বিজেপি সরকার। ৬ জন হিন্দু বাঙালি ও ১৪ জন মুসলমান বাঙালি মিলিয়ে ২০ জনকে ফেরত পাঠাল তারা।
যে বাঙালিদের বাংলাদেশে ফেরত পাঠানো হলো তারা হলেন– আলোরানী দাস, রবীন্দ্র দাস দিগেন্দ্র চন্দ্র দাস, শেখর নমঃশূদ্র, সুজিত চন্দ্র দাস, পরিমল জলদাস, ইকবাল হোসেন তালুকদার, আহমেদ উদ্দিন, মোহাম্মদ ইসাক আলী, সমীর আহমেদ, আব্দুল গফুর, চাঁদ আলী, আব্দুল লতিফ, মহম্মদ ইব্রাহিম, ফারুক মিয়া, রবিউল সর্দার, সায়েদ আল আমিন, মহম্মদ আজিমুদ্দিন, শাহ আলি মিয়া, আলিমুদ্দিন।
শনিবার করিমগঞ্জ জেলার সুতারকন্ডি বর্ডার চেকপোস্টের মধ্য দিয়ে এই ২০ জনকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা হয়। বরাক উপত্যকা থেকে গ্রেফতার করে এদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল।

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ👇👇👇

তুহিন, ,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

গোপনসূত্রে খবর পেয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম মালেক শেখ। বাড়ি কালিয়াচকের যদুপুরের মুকলেশপাড়ায়।

শনিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল মালেক শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি মাসকেট ও ৩টি ওয়ানসাটার। তবে তার বাড়ি থেকে কোনও কার্তুজ উদ্ধার হয়নি। ধৃতকে রবিবার জেলা আদালতে তোলা হবে বলে জানাজায়।

ন্যায্য বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ করল মালদা মেডিক্যাল কলেজের কর্মীরা 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :IMG-20190511-WA0014.jpg

২৪ জন কর্মী শনিবার দুপুরে এম আর আই ও এক্সরে ঘরে তালা দিয়ে বিক্ষভো শুরু করে তাদের দাবি মালিকের পক্ষকে বছর দুই বার ন্যায্য বেতন দেওয়ার কথা বলেন মালিক পক্ষে কোনো উত্তর করেনি। কিছু বলতে গিয়ে অস্থায়ী কর্মী শুভঙ্কর মাহাত নামে এক কর্মীকে বরখাস্ত করে মালিক পক্ষ।
তাদের অভিযোগ, কোন সুযোগ সুবীধে পাছিনা মালিদের তরফে কিছু বলতে গেলে হাতে ধরতে হয় বরখাস্তের নোটিশ দিনের ন্যূনতম বেতন হয় ৩৮৭ টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে ১৩৩ টাকা। ন্যায্য বেতন তারা পাচ্ছেন না। এছাড়া কোন সুযোগ সুবিধা না দিয়ে দিনের পর দিন মালিকপক্ষ তাদের কাজ করাচ্ছেন। এই কথা বলতে গেলে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়। এম আর আই এবং ডিজিটাল এক্সরে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাদের আত্মীয়রা।
হাসপাতালের সুপার অমিত দাঁ জানিয়েছেন, কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মিটিয়ে পরিষেবা চালু করতে বলা হয়েছে।মালিকের তরফে কোনো সারা পাওয়া যায়নি

ইভিএম কারচুপির অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

ইভিএম কারচুপির অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে। শনিবার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কংগ্রেস কর্মী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরাও সেখানে যায়। অবিলম্বে জেলা শাসককে সরানোর দাবি তুলেছেন বিজেপি ও কংগ্রেস।

কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, শনিবার সকাল ৯’টা নাগাদ থেকে একটি ট্রাকে করে বেশ কিছু ইভিএমকে সরিয়ে ফেলা হচ্ছিল। আমাদের দলীয় কর্মীরা খবর পেয়ে জেলা নেতৃত্বকে জানাই সমস্ত ঘটনা। এরপর আমাদের জেলা নেতৃত্ব সেখানে ছুটে গিয়ে তা আটকানোর চেষ্টা করে। আমরা অবিলম্বে শাসকদলের এই অঙ্গুলিহেলনে কাজ করা জেলাশাসককে ভোট গণনার আগে মালদা জেলা থেকে সরাতে হবে বলে দাবি করেন তিনি। না হলে আবার ইভিএমে কারচুপি হতে পারে। গত পঞ্চায়েত নির্বাচনে এই জেলাশাসকের অঙ্গুলী হেলনেই গণনা কেন্দ্রে কারচুপি করেছিল শাসক দল। শাসকদলের কথায় এই জেলাশাসক চলেন। আমরা এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি সমস্ত ঘটনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, ইভিএমে কারচুপি করার চেষ্টা করছিল শাসক দল। আমরা এই জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।

যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Design a site like this with WordPress.com
Get started