অন্ডাল থানার অর্ন্তগত সুকান্ত কড়া খনিতে ঢাল ধসে মৃত্যু এক 👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

অন্ডাল থানার অর্ন্তগত সুকান্ত কড়া কজোড়া খনি তে ঢাল ধসে মৃত্যু।আজ সকাল আট টা নাগাদ খনির ভিতর কাজে নামে সুকান্ত কড়া ।কয়লা উত্তলনের জন্যে বেলাস্টিং করা হলে সেখানেই আহত হয় ।তার পর তাকে উপরে তুলে নিয়ে আসা হলে রাস্তায় তার মৃত্যু হয়।পরে স্থানীয় লোকেরা ও পরিবারের লোক জন তার বডি নিয়ে কজোড়া চানোকে বিক্ষোভ দেখাতে শুরু করে।তাদের দাবি পরিবারের একজনের চাকরি ও 5 লক্ষ টাকা ক্ষতি পূরণ দিতে হবে ইসিএল মানেজমেন্ট কে।জানা গেছে মৃত ব্যক্তি ঠিকা শ্রমিক ছিল।

তাপপ্রবাহ বাড়তে না বাড়তেই একটু হাসি ফুটেছে ডাব ও আখের রস বিক্রেতাদের মুখে👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

তীব্র গরমে মালদা বাসিন্দারা গরমে ক্লান্ত ও হাঁসফাঁস অবস্থা।অফীস যাত্রী থেকে সুরু করে দিন মজুর ও বাসচালোক সকলে এই গরমে ক্লান্ত হয়ে পরছে। একইভাবে তাপমাত্রা বৃদ্ধি বারতেই চলেছে।তবে দেশের বিভিন্ন জায়গায় ফণীর প্রভাব পরেছে।তার জেরে বৃষ্টিপাত ও জোর হাওয়ায় বয়েছে গরমের তীব্রতা আনেক টাই কম হয়েছিল। গত কয়একদিন যেতে না যেতেই তাপমাত্রার পারদ চড়তে থাকে। গত সোমবার বেলা বাড়ার সাথে সাথে।
তাপমাত্রা বারতে না বারতে মালদা শহর থেকে গ্রাম চোখ পরছে ঠান্ডা পানীয়জলের দোকানে ভীর তার জেরে দাম বৃদ্ধি পেয়েছে ডাবের জলের সাথে সাথে আঁখের রসের ও তরমুজ জাতীয় ঠাণ্ডা ফলের চাহিদা ।যে ডাবের দাম ছিল ২০ থেকে ৩০টাকা এদিন পৌঁছায় ৩৫ থেকে ৪০ টাকাতে।পথ চলতি মানুষ কান্ত হয়ে ঠায় নিছেন গাছে ছায়ায়।

রাজ্যে সরকারের দুই মাস স্কুল ছুটি ঘোষণার প্রতিবাদে নামল মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদা শাখা তরফে বুধবার প্রতিবাদ মিছিল বেরকার হয় তাদে মিছিলে শ্লোগান ছিল ছুটি নয় পাড়তে চাই । এই শ্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পক্ষ থেকে মালদা ইংরেজ বাজার শহর মিছিল বের হয়। অতুল মার্কেটে অবস্থিত শিক্ষাভবনে সামনে বিক্ষোভ দেখানোর পর ডি,আই এর হাতে একটি লিখিত দাবি পত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি মনোরঞ্জন দাস জানান, রাজ্য সরকার অপ্রয়োজনীয় দুমাস স্কুল ছুটির ঘোষণা করেছেন।

তারা বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছি। সরকারি এই নির্দেশিকা যাতে প্রত্যাখ্যান করা হয় তার জন্য আজকে ডি,আই এর হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। এই দুই মাস স্কুল ছুটির ফলে পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। তাই তাদের এই আন্দোলন পথে নামতে হয়েছে।

পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই লরি চালকের

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান :

সকাল পাঁচটা নাগাদ পূর্ব বর্ধমানের, রায়না ব্লকের মিরাপোতা বাজার এলাকার বামুনপুকুর ঢালের কাছে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হলো দুই লড়ির, দুই চালকের। একটি লড়ি বর্ধমানের দিক থেকে এবং অপরটি আরামবাগের দিক থেকে আসছিল। দুটি লড়ির গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই চালকের মৃত্যু হয়। দুটি লড়ির খালাসি দের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মানুষরা জানিয়েছেন হয়তো লড়ির চালকেররা মদ্যপ অবস্থায় ছিল নয়তো যে কোনো একজন চালক ঘুমিয়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাত সকালে এই রকম একটা দূর্ঘটনা ঘটায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেহারা ফাঁড়ির পুলিশ (রায়না থানা) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Design a site like this with WordPress.com
Get started