নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

অন্ডাল থানার অর্ন্তগত সুকান্ত কড়া কজোড়া খনি তে ঢাল ধসে মৃত্যু।আজ সকাল আট টা নাগাদ খনির ভিতর কাজে নামে সুকান্ত কড়া ।কয়লা উত্তলনের জন্যে বেলাস্টিং করা হলে সেখানেই আহত হয় ।তার পর তাকে উপরে তুলে নিয়ে আসা হলে রাস্তায় তার মৃত্যু হয়।পরে স্থানীয় লোকেরা ও পরিবারের লোক জন তার বডি নিয়ে কজোড়া চানোকে বিক্ষোভ দেখাতে শুরু করে।তাদের দাবি পরিবারের একজনের চাকরি ও 5 লক্ষ টাকা ক্ষতি পূরণ দিতে হবে ইসিএল মানেজমেন্ট কে।জানা গেছে মৃত ব্যক্তি ঠিকা শ্রমিক ছিল।


