ডাঃ মেঘনাথ সাহা কলেজ ইউনিট পুনরায় তৃনমূল ছাত্র পরিষদ দখলে👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

১৪ জুন ইটাহার : পুনরায় নিজেদের দখলে রাখল ইটাহার ড: মেঘনাথ সাহা কলেজ ইউনিট তৃনমূল ছাত্র পরিষদ। উল্লেখ্য গতকাল গুটি কয়েক Abvp কর্মী ইটাহার ড: মেঘনাথ সাহা কলেজে কলেজের পিনসিপালের অনুপস্থিত কলেজের অশিক্ষক কর্মীদের হাতে সারক লিপি জমা দিয়ে সাময়িক সময়ের মধ্যে কলেজ প্রাঙ্গনে সংগঠনের সংগঠনের পতাকা লাগানো সহ তৃনমূল ছাত্র পরিষদের ঘরে Tmc মুছে দিয়ে Abvp লিখে কলেজ নিজেদের দখলে আসল বলে দাবি করেছিল বিজেপির ছাত্র সংগঠন Abvp যদিও মানতে নারাজ ছিল তৃনমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তাদের দাবি ছিল কলেজে পরিক্ষা চলাকালীন আমাদের ছেলেরা কলেজে যাবে না, শুক্রবার কলেজে পরিক্ষা নেই আমাদের তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা গিয়ে সব পতাকা খুলে দিবে। শুক্রবার কলেজ খুললেই শতাধিক তৃনমূল ছাত্র পরিষদের কর্মী গিয়ে বিরোধী দলের পতাকা কলেজ প্রাঙ্গন থেকে খুলে দেয় ও তৃনমূলের পতাকা লাগান নতুন করে তৃনমূল ছাত্র পরিষদ লিখে যদিও এদিন Abvp কোন কমি’দের কলেজ চত্তরে দেখা যায়নী, এদিন তৃনমূল ছাত্র কলেজ ইউনিট নেতৃত্ব মিরাজ আলম, বলেন গতকাল Abvp কয়েক জন বহিরাগত দের নিয়ে চোরের মতন এসে আমাদের পতাকা খুলা সহ আমাদের ইউনিয়ন ঘরে লেখা সহ কলেজে ভাঙ্গচূর করে নিজেদের দখলে বলছে আমরা পরিক্ষা থাকায় আসেনী আজকে কলেজে পরিক্ষা নেই আমরা কলেজে এলাম ও আমাদের ইউনিয়ন ঘর আমাদের দখলে ছিল আগামী দিনেও থাকবে গন তান্তর মাধ্যমে আমরা আছি ছাত্রছাত্রী দের কাজের সঙ্গে আমরাই থাকি সারা বছর, যারা বলছে কলেজের নামে অপ প্রচার করছে, চোরের মতন আসছে কলেজে সাহস থাকলে সামনে এসে কথা বলুক

উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধীকারিকে জয়েফের সম্প্রীতি’সংবর্ধনা অনুষ্ঠান

সেখ সফি কামাল,বেঙ্গল নিউজ ২৪x৭,হুগলী:

হুগলী জেলার, হরিনখোলা দরবার শরীফ জুলফিক্কারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন “জয়েফ” এর পক্ষ থেকে আজ সম্প্রীতি সংবর্ধনা দেওয়া হলো এবছর রাজ‍্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী মুথডাঙ্গা হাইস্কুলের ছাত্রী প্রিয়া মুরালীকে। প্রিয়া মুরালীর বাড়ি আরামবাগ ব্লকের, মায়াপুরের, সরাইঘাটা গ্রামে। জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী আমাদের বলেন “রবীন্দ্র — নজরুলের দেশে দিন দিন যেভাবে ধর্মীয় বিভাজনের চেষ্টা চলছে আমরা তাই এই সংবর্ধনার নাম দিয়েছি সম্প্রীতি সংবর্ধনা”।
উল্লেখ্য ইতিমধ্যে এবছর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় সপ্তম স্থান অধিকারী সরিফুল ইসলামকে সংবর্ধিত করেছে জয়েফ। সংবর্ধনা কালে অনান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক , জয়েফের রাজ‍্য সভাপতি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনী, রাজ‍্য কনভেনর পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনী, জয়েফের সহ সম্পাদক পীরজাদা সাফিউল্লাহ হুসাইনী, শিক্ষক মহঃ মুস্তাকিম, সাদ্দাম হোসেন, কালিমুল্লাহ, নুরুদ্দিন সানা প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে

দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

প্রশাসনের তরফে শুক্রবার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কৃতি সমস্ত পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হলো মালদা জেলা প্রশাসন তরফে। শুক্রবার মালদা টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন, মালদা জেলা পরিষদের মেন্টার কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অনান্যরা। এদিন জেলার ৯২জন পড়ুয়াকে সংবর্ধনা ঞ্জাপন করা হয়।এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও ছাত্রীরা উপস্থিতি হয় জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় ভালো ফল হয়েছে তাদের হাতে শংসাপত্র ও মেমেন্টো সহ মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনে তরফে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট দেওয়া হল ইটাহার পাবলিক মিশনের পক্ষ থেকে 👇👇👇

নিজস্ব প্রতিনিধি ,বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

২৯ মে, ইটাহারঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট দেওয়া হল স্কুলের তরফে। উল্লেখ্য ইটাহার পাবলিক মিশন স্কুলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৭ জন ছাত্র তার মধ্যে ১১ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন কলা বিভাগে। এর মধ্যে আসফাঁক আলম বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৩ পেয়ে ইটাহার ব্লকের মধ্যে প্রথম হয়েছে। বাকি ছাত্ররা ভালো নম্বর পেয়ে উত্তির্ন হয়েছে বলে জানা যায়। সাভাবিক ভাবে খুশির আমেজ স্কুলের শিক্ষক থেকে ছাত্র দের মধ্যে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র দের আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা, ও মার্কশিট দেওয়া হল স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে। স্বাভাবিক ভাবে এই বেসরকারি স্কুলের এই সাফল্যে খুশি ইটাহার বাসী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি রফিকুল আলম, প্রধান শিক্ষক সৌরভ আলী, আবু তালেব সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিরা। এই বিষয়ে স্কুলের সভাপতি রফিকুল আলম জানান, আজকে আমাদের স্কুলের ছাত্র আসফাক আলম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫৩ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ইটাহার ব্লকে প্রথম হয়েছে। এছাড়া অন্যন্য ছাত্র দের ফলাফল ভালো। তাই আমরা স্কুলের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আসফাক সহ সকল উত্তির্ন ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট প্রদান করলাম।

টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাঁচল কলেজের টিআইসিকে ঘেরাও👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ24×7, চাঁচল:

টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাঁচল কলেজের টিচার ইন-চার্জকে (টিআইসি) ঘেরাও করে বিক্ষোভ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, চাঁচল কলেজের টিআইসি নুরুল ইসলাম কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে কলেজে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। তবে এসব অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন ও হিসেব-নিকেশ নিয়ে ছাত্র সংগঠনের কোনও ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা না করে টিআইসি কোন খাতে কত টাকা খরচ করছেন তা জানানো হচ্ছে না। কলেজের বিভিন্ন অনুষ্ঠানের খরচ টিআইসি আত্মসাৎ করছেন বলে অভিযোগ। এ নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় চাঁচল কলেজের টিআইসিকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত টিআইসি সঠিক জবাব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। যদিও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে, চাঁচল কলেজের টিচার ইন-চার্জ নুরুল ইসলাম বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন। চাঁচল কলেজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল ছাত্রছাত্রীকে বিভিন্ন অনুষ্ঠান এবং একদিনের ইফতার অনুষ্ঠানের নোটিশ দেওয়া হয়। কলেজেও এই বিষয়টি জানানো হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানের খরচের টাকা পুরোটাই আমাদের কাছে হিসাবে রয়েছে।’

উচ্চমাধ্যমিকে প্রথম দশে মালদার পাঁচ কৃতী

তুহিন, বেঙ্গল নিউজ24×7, হরিশ্চন্দ্রপুর, মালদা:

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তেমন সাফল্য না পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলার স্থান যথেষ্ট ভালো। রাজ্যে প্রথম ১০ মেধা তালিকার মধ্যে স্থান করে নিয়েছে মালদা জেলার ৫ ছাত্রছাত্রী। এর মধ্যে রাজ্যে ষষ্ঠ, তথা জেলায় প্রথম হয়েছে গাজোলের হাজি নাকু মোহম্মদ বিদ্যালয়ের ছাত্র সপ্তর্ষি রায়। তার প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে যুগ্মভাবে বুধিয়া হাই মাদ্রাসার নৌরিন খাতুন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সৌমিক সরকার এদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় নবম স্থানে আছে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী সোমা সাহা। এছাড়া ৪৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্রী আরজু সুলতানা।

বই কেনার পয়সা জুটেনি বিড়ি বেধে চলতো পড়াশোনা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদার বাঙ্গিটোলার সাদিপুরের এলাকার মেয়ে, বাঙ্গিটোলা হাই স্কুলেরর ছাত্রী বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় এই অবস্থায় পড়াশুনার করার ইছে থাকলেও টিউশন পড়ার জন্য সুযোগ হয়ে ওঠেনি টাকার অভাবের সংসারে দু বেলা খাবার জোগার করে চলতো তাদের। টিউশনি পড়ার সুযোগ হয়নি । ঠিক মতো বই কেনার টাকাপয়সা জুটে নি । বিড়ি বেধে নিজের পড়ার খরচ যোগিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের (৪৫০) বেশি নম্বর পেয়ে বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্রী রুমিলা খাতুন নজর কেরেছে মালদা বাসির । বাঙ্গিটোলা হাই স্কুলের ছাত্রী ৪৫০নম্বর পেয়েছে।বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত সাদিপুর এর বাসিন্দা বাবলু খানের এক ছেলে এক মেয়ে রুমিলা বড়। বাবা বাবলু খান শ্রমিকের কাজ করে সংসার চালায়। সংসারের দারিদ্রতা থাকায় মাঝে মধ্যে রুমিলা ও বিড়ি বাঁধে । রুমিলা ৯০ বাংলায় ইংরেজিতে ৮০, ভূগোলে ৯৭ কম্পিউটারে ৯১ ,সংস্কৃত ৯২, সর্বমোট ৪৫০অর্থাৎ ৯০ শতাংশ নম্বর পেয়েছে। রুমিলা জানিয়েছে “ছোট থেকেই আমার স্বপ্ন নার্স হওয়ার । রুমিলার এই সাফল্যে খুশি বাঙ্গীটোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সকল শিক্ষক সহ গ্রামবাসি।

মাধ্যমিকে আল-আমীন মিশনের সেরা বেলপুকুর শাখার ছাত্রী সুমাইয়া খাতুন👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

এবারে মাধ্যমিকে আল-আমীন মিশনের ১৫০৭ জন ছাত্র-ছাত্রীর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করেছে বেলপুকুর শাখার ছাত্রী সুমাইয়া খাতুন। সে বাংলায় ৯৪, ইংরেজিতে ৯১, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৯ এবং ভূগোলে ৯৮ অর্থাৎ মোট ৬৭৭ ( ৯৬.৭%) নম্বর পেয়েছে। রাজ্যে তার সম্ভাব্য স্থান ১৪-তম।

পিতার মৃত্যুর কষ্ট নিয়ে মাধ্যমিকে তাক লাগল করুইগ্রাম মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভাশিষ মন্ডল👇👇👇

রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান:

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকে এবারে তৃতীয় স্থান অধিকার করছে শুভাশিষ মন্ডল। তার প্রাপ্ত নম্বর হলো ৫৮৫।
প্রতিকূলতাকে জয় করে মানসিক শক্তির উপর ভর করে মাধ্যমিকে সফলতা লাভ করল, স্কুলের ছাত্র। কথায় বলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর তা প্রমান করে দেখাল। মাধ্যমিকের আগেই পিতার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ও পরিবারে আসল বটবৃক্ষটি হঠাৎ চলে যাওয়ায় কতটা আঘাত পেতে পারে পরিবার ও পিতৃহারা সন্তান, তা সহজেই অনুমেয়। কিন্তু তাতে এতটুকুও দমে যায় নি । বাবার স্বপ্নকে সফল করতে সারা দিন পরিবারের সমস্ত কাজ সামলেও রাত-দিন এক করে গভীর মনোযোগে পরিশ্রম করে গেছে । আর তার ফলও পেয়েছে হাতে নাতে। এবার মধ্যমিকে স্থান অর্জন করে সে সকলের কাছে রীতিমতন আদর্শ হয়ে উঠেছে। খুশি সে নিজে, খুশি তার পরিবারও। তবে আপশোষ তার বাবা তার এই সাফল্য দেখে যেতে পারেননি।

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম মেঝিয়ারী চঞ্চলা বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগাল অনিন্দিতা সেন

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান:

পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী চঞ্চলা বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে অনিন্দিতা সেন। তার প্রাপ্ত নম্বর হলো ৬৩৯। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুসূয়া ঘোষ জানালেন, এবারে মোট ১০৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৮৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করছে। ৮৬ জন ছাত্রীর মধ্যে, তারমধ্যে অনিন্দিতা সেন সর্বোচ্চ নম্বর পেয়েছে। অনিন্দিতা সেনের বাড়ি পলসোনা গ্রামে। সে সারাদিন ১০-১২ঘন্টা পড়াশোনা করতো এবং পড়া ছাড়াও গান ভালোবাসে। অনিন্দিতা সেনের বাবা দেবীপ্রসাদ সেন জানান, আমার মেয়ে ভবিষ্যতে ইংলিশে উচ্চ শিক্ষা নিয়ে পড়ার ইচ্ছা আছে। অনিন্দিতার ভালো ফলে স্বাভাবিকভাবে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।

Design a site like this with WordPress.com
Get started