জোরকদমে চলছে হবিবপুরে সকল দলের ভোট প্রচার👇👇👇

দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা :

হব্বিপুরে -লোকসভার জের কেটে উঠতে না উঠতে বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে নেই বিজেপি আজ হব্বিপুর বিধানসভার ২৩ টি বুথে বুথে, বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেম কেন্দুয়া,থেকে শুরু করে সাহা পাড়া, শালগমভীটা,মনোহার পুর বিভিন্ন জায়গায় প্রচার করলেন কখনো রোড শো কখনো পায়ে হেটে মানুষে কাছে গিয়ে আশীবাদ নিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী সহ কর্মীরা এদিন উপস্থিত ছিলেন প্রার্থী জয়েল মুমু ও খগেন মুমু, জেলা সভাপতি সঞ্জিত মিশ্র, আগামী ১৯ মে হবে এই নির্বাচন হাতে সময় অনেক কম বৈশাখের প্রখর তাপমাত্রা তার উপেক্ষা না করে জোর কদমে এগিয়ে চলছে রাজনৈতিক দলগুলির সাথে সাথে বিজেপির ভোট প্রচার। এক ইঞ্চি জায়গা ছারতে নারাজ বিজেপি।

মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহার ব্লকে 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার:

৮ মে ইটাহার : দিনে দুপুরে এক মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ইটাহারে।এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার শদর ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে, জানা গিয়েছে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভবনের বেশকিছু দিন ধরেই সংস্কারের কাজ চলছে ফলে বেসরকারী সংস্থা কাজের দায়িত্ব পায়, ফলে সংস্থা কর্মীরা কাজ করলেও এদিন কাজের সংস্থার মালিক গুলজার হোসেন কাজ দেখতে আসেন দুপুর নাগাদ ফলে তার মোটর বাইকটি স্বাস্থ্য কেন্দ্রের সামনে রেখে কাজের পরিদশন করে এসে দেখে তার বাইক টি নেই।পরে cctv ফুটেজ দেখে দুই যুবক তার বাইক নিয়ে চম্পট দেয়, খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ, পুলিস cctv ফুটেজ দেখে চোরের খোজ শুরু করেছে।

মালদা মেডিকেলে কলেজ হসপিটালের চলছে টাকার খেলা 👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা ইংরেজ বাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতর কমলাবাড়ি বাসিন্দা ২০০ টাকা দিতে না পারায় সরকারি হাসপাতালে প্রান হারালেন রমজান শেখ(১৯) এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলো ইংরেজ বাজার শহর। যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি গ্রামে বাড়ি

রোগীর বাবা ইয়াজুল শেখ জানান রোগীর শরীরলে অবস্থা দিক দেখে ক্যাথেটার লাগানোর জন্য চিকিৎসক বলেন, ওয়ার্ডবয়দের বলে পরিবারের লোকেরা ক্যাথেটার লগিয়ে দেওয়ার জন্য তারা বলেন ২০০ টাকা চার্জ দিতে হবে।নাহলে ক্যাথেটার লাগানো হবে না, বেডও মিলবে না ৷ এই ছবি উঠে এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷
মেডিকেল কলেজে ভরতি হন রমজান শেখ (১৯)পেটের ব্যাথা নিয়ে। বাবা ইয়াজুল শেখ পেশায় শ্রমিকের কাজ করেন৷ অভিযোগ, ভরতির পর বেড পর্যন্ত রোগীকে নিয়ে যাওয়া ও বেড জোগাড় করে দেওয়ার জন্য দালালরা ২০০ টাকা দাবি করে৷ দিতে রাজি হননি ৷ সেই সময় মেডিসিন ২ ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের পরিবারের লোকেদের জানান, ওয়ার্ডবয়রা ক্যাথেটার লাগানোর কাজ করে৷ আবার শুরু হয়ে ওয়ার্ডবয়দের সাথে দর কষাকষি৷ ক্যাথেটার লাগানোর জন্য ইয়াজুল শেখ ওয়ার্ডবয়দের জানিয়েদেন, তাঁর কাছে এই মুহূর্তে টাকা নেই৷ রমজানের শারীরিক কষ্ট দেখে পাশের বেডে থাকা রোগীর পরিবারের লোকজনও ওয়ার্ডবয়দের ক্যাথেটার লাগিয়ে দেওয়ার অনুরোধ করেন৷ কিন্তু কার কথা কে শোনে! তারাসাফ জানিয়ে দেয় টাকা না পেলে ক্যাথেটার লাগানো হবে না৷প্রায়দু ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে সকাল সাতটা জীবনের যুদ্ধে হেরে যান রমজান।

২৫ শে বৈশাখের প্রস্তুতি তুঙ্গে বিশ্বভারতীতে

  1. সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

(বোলপুর-বীরভূম ): রাত পেরোলেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস, অথ্যাৎ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্য জুরে সারম্বরে পালিত হয় ২৫ শে বৈশাখ।

আর আপনারা সকলেই জানেন শান্তিনিকেতন-বিশ্বভারতী মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল স্মৃতি রয়ে আছে। বিশ্ব-বরেণ্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আগামীকাল, আর তারিই
২৫শে বৈশাখের প্রস্তুতি তুঙ্গে, এবছর বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী। সমগ্র বিশ্ব ভারতী জুড়ে চলছে তারই প্রস্তুতি। ২৫ শে বৈশাখ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ভারতী কর্মী মন্ডলের প্রযোজনায় ,পাঠভবন এর ছাত্র-ছাত্রী দের উপস্থাপনা গুরুদেব এর রচনা অবলম্বনে নৃত্যঅভিনয় : মানব কন্যা।

বিশ্ব ভারতীর বাংলা বিভাগের অধ্যাপিকা আলপনা রায় এর গ্রন্থনায় গুরুদেব এর শাপমোচন, চিত্রাঙ্গদা ও চন্ডালিকা এই তিন টি রচনার অংশ বিশেষ নিয়ে তৈরী এই উপস্থাপনা ‘মানব কন্যা’। পাঠভবনের অধ্যাপিকা বোধিরূপা সিংহ এর কথায়- ‘মানুষ মোহের বশবর্তী হয়ে ভুল করে এবং পরে তার থেকে উত্তরণ করে’ এই বার্তায় এই নৃত্যঅভিনয় থেকে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রী দের। সর্বমোট ৫০ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করছে। সমগ্র অনুষ্ঠান টিও পরিচালনা করছেন পাঠভবনের ছাত্র-ছাত্রীরা।

সিবিএসে তে ৯৯ শতাংশ নম্বর পেয়ে সারাভারতে পঞ্চম স্থানে কোচবিহারের দিৎসা ঘোষকে অভিনন্দন জানালেন ডাক্তার নির্মল পালিত👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহার :

CBSE তে 99 শতাংশ নম্বর পেয়ে সারাভারতে পঞ্চম স্থানে আসা দিৎসা ঘোষ আমাদের সারা কোচবিহারের গর্ব ,

কোচবিহার মিশন হাসপাতালের তরফে চেয়ারম্যান মাননীয় ডাঃ নির্মল পালিত মহাশয় দিৎসাকে অভিনন্দন জানালেন, কোচবিহার মিশন হাসপাতাল দিৎসার উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করে…

ফণীর তাণ্ডবে বিধস্ত উড়িষ্যা সরকারের পাশে দাঁড়ালেন কোচবিহারের এক সেচ্ছাসেবী সংস্থা

বাপি মন্ডল ,বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহার : Continue reading “ফণীর তাণ্ডবে বিধস্ত উড়িষ্যা সরকারের পাশে দাঁড়ালেন কোচবিহারের এক সেচ্ছাসেবী সংস্থা”

অক্ষয় তৃতীয়ায় ভিড় নন্দিকেশ্বরী তলায়

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,
রামপুরহাট-বীরভূম:

(সাঁইথিয়া-বীরভূম): আজ অক্ষয় তৃতীয়া।
শুভ অক্ষয় তিথির জন্য সাঁইথিয়ার সতীপীঠ(নন্দিকেশ্বরী তলায়) দেশবাসী ও রাজ্যবাসীর সুকামনার জন্য, এক বিরাট মহাযজ্ঞ এর আয়োজন করা হয়েছে।ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে। সাথে সাথে প্রচুর ভক্ত লাইন দাড়িয়ে মায়ের পুজো দেয়। সকাল থেকেই প্রচুর ভক্ত আসেন মূলত মহাযজ্ঞ দেখার জন্য। অনেক ব্যাবসায়ী তাদের নতুন হাল-খাতার পূজো করান। একই সঙ্গে কিচ্ছু সেচ্ছাসেবক মহিলা আগত ভক্তদের জলযোগ করায়। প্রচুর ভক্তের সমাগম হয়। সব মিলিয়ে আজ একটি অন্য রূপ দেখাগেছিল সাঁইথিয়ার নন্দিকেশ্বরী তলা মায়ের মন্দির।

Design a site like this with WordPress.com
Get started