চাঁচলে পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে জানুন বিস্তারিত👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭ , চাচল :

১১ মেঃ পানীয় জল প্রকল্পের জন্য সাবমার্শাল বসানো নিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে চাঁচলের হাতিন্ডা এলাকায়। এমনকি টাকা দিতে অস্বীকার করায় শাসক দলেরই এক পঞ্চায়েত সদস্যা ফুলমণি দাসকে রাস্তায় ফেলে মারধর ও সাব মার্শালের ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে চাঁচল ১ নম্বর ব্লকের শাসকদলের কার্যকরী সভাপতি ইন্তাজ হোসেন ও তাঁর দলবলের বিরুদ্ধে। বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়। পঞ্চায়েত প্রধান আহত পঞ্চায়েত সদস্যাকে নিয়ে চাঁচল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনায় ইন্তাজ হোসেন সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে চাঁচল থানায় মামলা দায়ের করা হয়।

যদিও এই বিষয়ে ইন্তাজ হোসেনের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনাকে সাজানো মিথ্যা কথা বলা হয়েছে। এইবিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ👇👇👇

তুহিন, ,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

গোপনসূত্রে খবর পেয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম মালেক শেখ। বাড়ি কালিয়াচকের যদুপুরের মুকলেশপাড়ায়।

শনিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল মালেক শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি মাসকেট ও ৩টি ওয়ানসাটার। তবে তার বাড়ি থেকে কোনও কার্তুজ উদ্ধার হয়নি। ধৃতকে রবিবার জেলা আদালতে তোলা হবে বলে জানাজায়।

ন্যায্য বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ করল মালদা মেডিক্যাল কলেজের কর্মীরা 👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :IMG-20190511-WA0014.jpg

২৪ জন কর্মী শনিবার দুপুরে এম আর আই ও এক্সরে ঘরে তালা দিয়ে বিক্ষভো শুরু করে তাদের দাবি মালিকের পক্ষকে বছর দুই বার ন্যায্য বেতন দেওয়ার কথা বলেন মালিক পক্ষে কোনো উত্তর করেনি। কিছু বলতে গিয়ে অস্থায়ী কর্মী শুভঙ্কর মাহাত নামে এক কর্মীকে বরখাস্ত করে মালিক পক্ষ।
তাদের অভিযোগ, কোন সুযোগ সুবীধে পাছিনা মালিদের তরফে কিছু বলতে গেলে হাতে ধরতে হয় বরখাস্তের নোটিশ দিনের ন্যূনতম বেতন হয় ৩৮৭ টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে ১৩৩ টাকা। ন্যায্য বেতন তারা পাচ্ছেন না। এছাড়া কোন সুযোগ সুবিধা না দিয়ে দিনের পর দিন মালিকপক্ষ তাদের কাজ করাচ্ছেন। এই কথা বলতে গেলে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়। এম আর আই এবং ডিজিটাল এক্সরে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাদের আত্মীয়রা।
হাসপাতালের সুপার অমিত দাঁ জানিয়েছেন, কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মিটিয়ে পরিষেবা চালু করতে বলা হয়েছে।মালিকের তরফে কোনো সারা পাওয়া যায়নি

আগামীকাল ঘাটাল সহ এ রাজ্যের পাঁচ লোকসভা কেন্দ্রে ভোট👇👇👇

ফিরোজ আলম;বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:

সারাদেশে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠান।

এই রাজ্যের উত্তরের কোচবিহার ও আলিপুর থেকে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন।

নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই কেউ,কিন্তুু যতই দিন গড়াচ্ছে ততই অশান্তি হচ্ছে ভোট গ্রহন কেন্দ্র গুলিতে।

যদিও অধিকাংশ বুথে এবং স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তবুও কিন্তুু অশান্তি এড়ানো যাচ্ছে না।

আগামীকাল সারা দেশে সপ্তম দফার নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রটি বিশেষ আকর্ষণ।সারা রাজ্যের নজর থাকবে এই লোকসভা কেন্দ্রে।তার কারন হল ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ টিএমসি প্রার্থী দীপক অধিকারী।

তাই আগামীকালের ভোটগ্রহন অনুষ্ঠন কেমন হবে সেটাই এখন দেখার মূল বিষয়।

চাঁচলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ যুবকের বিরুদ্ধে👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭,চাঁচল:

১১ মে এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলে। শনিবার ওই যুবতি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতা যুবতির অভিযোগ, প্রায় এক বছর আগে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিক বার তাঁর সঙ্গে সহবাস করেছে। ঘটনার জেরে সে গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত যুবক তাকেঁ গর্ভপাত করতে বাধ্য করেন। তাঁর আরও অভিযোগ, মিথ্যে কথা বলে ওই যুবক তাঁর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মাসখানেক আগে ওই যুবতি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা রয়েছে চাঁচল থানায়। এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত যুবক তাঁকে বিয়েতে অস্বীকার করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমুলের দিকে👇👇👇

IMG-20190510-WA0015.jpgনিজস্ব সংবাদদাতা,বেঙ্গল নিউজ ২৪x৭,বীরভূম :

(মৌরেশ্বর-বীরভূম): বীরভূমে ফের অাক্রান্ত বিজেপি কর্মীরা।এই দুই জন বাবু ও সুমিত্রা বায়েন। ওনাদের বাড়ি। এদিন বীরভূমের ময়ূরেশ্বর ১ নং মণ্ডলের সনকপুর গ্রামের বাসিন্দা বাবু ও সুমিত্রা বায়েনকে মারধরের অভিযোগ করেন তৃণমূলের প্রধানের বিরুদ্ধে । বাবু বায়েন জানান, ” আমাদের একটাই অপরাধ আমরা বিজেপি করি এবং ২৪/০৪/১৯ বোলপুরে মোদীজীর জনসভায় গিয়েছিলাম, তার প্রতিশোধ নিতে আজ আমাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এছাড়া বাবু বায়েনের স্ত্রী সুমিত্রা জানাই, “ঠিক বিকাল ৫টা নাগাদ এই গ্রামের তৃণমূলের প্রধান কৈলাস বায়েন ও তার বাবা দিলীপ বায়েন আমাদের বাড়িতে আসে ,আমার বাম হাত ভেঙে দেয় এবং বাধা দিতে এলে আমার স্বামী বাবু কেও মেড়ে হাতের আঙুল ভেঙে দেয়”।দুজনকেই রামপুরহাট হাসপাতালে ভর্তি আছে। ভোট হয়েগেলেও রাজনীতির প্রতিহিংসা থেকেই যাচ্ছে।

স্ত্রীকে দেওয়ালে ধাক্কা ও ধারালো অস্র দিয়ে খুনের অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহারঃ

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে দেওয়ালে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইটাহার থানার উত্তর পাড়া এলাকায়। ঘটনা জানাজানি হতেই মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।

পরিবারসূত্রে জানা গিয়েছে, আট বছর আগে হরিরামপুর থানার লৌহুচর গ্রামের বাসিন্দা সৈয়দ আজগর আলীর মেয়ে আয়েষা সিদ্দিকার সংগে বিয়ে হয়েছিল ইটাহারের বাসিন্দা তোফাজ্জল হুসেন এর। দুই শন্তানের সংসারে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত। কারনে অকারনেই শ্বশুড়বাড়িতে টাকা চেয়ে পাঠাত তোফাজ্জল বলে জানা যায়। তোফাজ্জল মালদা জেলার চাঁচোল নৈকান্দা হাইমাদ্রাসা স্কুলে শিক্ষকতা করেন ইংরেজি শিখক। জামাই এর দাবি প্রতিনিয়ত মেটালেও অশান্তি একটুকু কমেনি। বিকালে বাড়ির পরিচারিকা কহিনূর বিবি বাড়িতে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় তফাজ্জলের স্ত্রী বিছানায় পড়ে আছেন। কারন জানতে চাইলে তফাজ্জল জানায় অশুস্থ্য হাসপাতালে ভর্তি করতে হবে। তারপর পরিবারের লোকেরা তফাজ্জলের স্ত্রী আয়েষা সিদ্দিকিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করেন। সেখানেই আয়েষার মৃত্যু হয়। সন্ধ্যার নাগাদ এই খবর আয়েষার গ্রাম হরিরামপুরের লহুচরের ছড়িয়ে পড়তেই আয়েশার বাপের বাড়ির লোকজন এসে ইটাহারের তোফাজ্জলের উত্তরপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। লন্ডভন্ড করে দেওয়া হয় বাড়ির আসবাব। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। মৃতার বাবা সৈয়দ আজগর আলী খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত শিক্ষক তফাজ্জল হুসেন অনিচ্ছাকৃত খুনের ঘটনা শিকার করে নিজের দৃষ্টান্ত মূলক শাস্তির আর্জি জানিয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে ইটাহার থানাই লিখিত অভিযোগ জানিয়েছে জামাই তফাজ্জল হুসেন সহ তার বোন ও বোন জামাই ও অন্য এক আত্মিয়ের বিরুদ্ধে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে। পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের বাড়ির লোক অভিযুক্তকে বেধোরক মারধোর করার ফলে বর্তমানে সে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাকি তিন জন পলাতক। ইটাহার থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যায়।(ছবি আছে)

ব্যাঙ্কের ঋণের দায়ে আত্মাঘাতী হলেন কৃষক👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ইংরেজ বাজার ব্লকের বুধিয়া গ্রামের বাসিন্দা খালেদুল রহমান (৩২) পেশায় কৃষক। ট্রাক্টর কেনার জন্য একটি বে সরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে কিনেছিলেন। খালেদুর রহমান ভেভেছিলেন নিজের জমি সহ অন্যের জমি চাষ করে ঋন পরিশোধ করে দেবে তা আর হয়ে ওঠেনি ঋনের সুদের হার বারতে থাকায় বেসরকারি ব্যাঙ্কের তরফে চাপ বারতে থাকে টাকা পরিশোধের জন্য। মাসিক চাপের।শুক্রবার সকালে বাড়ি কিছুটা দুরে একটি আম বাগানের মধ্যে ওই কৃষকের ঝুলন্ত দেহ দেখতে পাই এলাকা বাসিন্দারা। ইংরেজ বাজার থানার পুলিশ কে খবর দেওয়া হয়। মমত্যদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হসপিটালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

গ্যাড সিলিন্ডার ফেটে আগুনের আতঙ্ক ছড়ালো এলাকায়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

গত কাল রাতে হঠাৎ ইংরেজ বাজার ব্লকের অমৃতি অঞ্চলের সেকান্দার পুরে সুরেশ মন্ডলের বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছরিয়ে পরে গোটা বাড়িতে তাদেখে পরিবারে লোকেদের ও এলাকায় আতঙ্ক ছরিয়ে পরে। তরিঘরি দমকলে খবর দিলে ছুটে আসে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা বাসিন্দারা জানান হঠাৎ সিলিন্ডা থেকে আগুন লেগে যায় সিলিন্ডার ফেটে যায়। দমকল বাহিনী টাইম মতো পৌছানোর ফলে বড়সড় দূর ঘটনার হাত থেকে রেহাই পাই ওই পরিবার সহ গোটা এলাকা। দমকলবাহিনী টাইমে পৌছানোর জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত নৃত্য ও সংগীতে কবি প্রণাম অনুষ্ঠিত হয়👇👇👇

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবস্মিতা চ্যাটার্জী , প্রসেনজিৎ মালাকার ও অন্যান্য সাংবাদিকগণ। অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় শিল্পীদের নিয়ে রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে। বিশ্বভারতী , পাঠ ভবন আয়োজিত কবি প্রনাম অনুষ্ঠানের কিছু চিত্র । পরিবেশিত হলো নাট্যভিনয় : মানব কন্যা। প্রযোজনায় বিশ্বভারতী কর্মী মন্ডলী এবং পরিবেশনায় পাঠ ভবন এর ছাত্র-ছাত্রী বৃন্দ।

বসোয়া হেমন্ত স্মৃতি পাঠাগারের ২৫ শে বৈশাখ পালন।
গতকাল ছিল২৫শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন। সারা দেশ, রাজ্য ও জেলা জুড়ে পালিত হচ্ছে ২৫ শে বৈশাখ। সেইরকম চিত্র দেখা গেলো বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের কুঠিপাড়া হেমন্ত স্মৃতি পাঠাগার মন্দিরে। গতকাল সন্ধে ৭ ঘটিকায়, স্থানীয় ক্ষুদে শিল্পীদের নিয়ে ছোট অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। প্রায় ৬৫ জন অংশ গ্রহণ করে আজের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানান কবিতা, আবৃত্তি, নৃত্য ও সংগীত পাঠ করে শিল্পীরা। সব শেষে বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।

Design a site like this with WordPress.com
Get started