মহিলা ছিনতায় বাজ মালদায় চাঞ্চল্য👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

মর্জিনা বিবি তার বাচ্চার চিকিৎসা করাতে আসে ইংরেজ বাজার শহরে চিকিৎসা পর বাড়ি ফিরে যাওয়ার সময় ছিনতাই হয় পাস ব্যাগ। রথবাড়িতে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার অপেক্ষায়। সেই সময় দুই মহিলা মর্জিনা বিবির ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালায়। মর্জিনা বিবির দেখতে পেয়ে চিৎকারে তা শুনে তাড়া করে ওই মহিলাদের পেছনে এলাকার বাসিন্দারা । অবশেষে রাজ হোটেল মোড়ে ধরা পরে ওই দুই ছিনতাইকারী মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ইংরেজবাজার থানার পুলিশ। দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিযোগকারিনি মহিলার বক্তব্য তাঁর ব্যাগে দুই হাজার টাকা ও ব্যাঙ্কের এটিএম কার্ড ছিল। পুলিশ সূত্রে জানা যায় ছিনকারী মহিলার নাম জয়ন্তী পাশি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভর্তির বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা,

১৪ মে : ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে স্নাতকোত্তরস্তরের এক ছাত্রের ভরতি বাতিলের দাবিতে আজ বিক্ষোভ দেখায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ পড়ুয়াদের একটি দল উপাচার্য স্বাগত সেনকে ঘেরাও করে। অন্যদিকে পড়ুয়াদের একটি দল বিক্ষোভকারীদের বিপক্ষে সরব হয় ৷ এদিকে, বিক্ষোভের জেরে উপাচার্যের ঘরে ঢুকতে না পেরে আজ অধ্যাপকরাও উপাচার্যের ঘরের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান করেন ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে ইংরাজবাজার থানায় খবর দেওয়া হয়।

ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তরস্তরে ভরতি নেওয়া হয় মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক ছাত্রকে ৷ তার এই ভরতি নিয়েই প্রশ্ন ওঠে ৷ অভিযোগ, নিয়ম ভেঙে তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় ৷ সেই বৈঠকের সিদ্ধান্ত ফরিদের পক্ষে যায়।

কিন্তু ফরিদের ভরতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ 10 মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইন্সপেক্টরকে তারা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে ৷ এই ইশুতে স্থগিত করে দেওয়া হয় ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রথম সিমেস্টারের পরীক্ষা ৷ বিভাগের এক ছাত্রী মৌমিতা সরকার বলেন, “পরীক্ষার 7 দিন আগে কীভাবে একজনকে ভরতি নেওয়া যায়? এর উত্তর পেতেই আমরা আজ উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ বহিরাগতরা আমাদের ঢুকতে বাধা দিচ্ছিল ৷ মেয়েদের গায়ে হাতও তোলা হয় ৷ উপাচার্যের কাছে আমাদের প্রশ্ন, আমাদের জন্য ওনার গুন্ডা কেন প্রয়োজন হল? এর বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ ৷ যতক্ষণ না আমরা এর জবাব পাব, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ৷”

উপাচার্য স্বাগত সেন বলেন, “বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ৷ 4 ঘণ্টা টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি ৷ এটা মানবাধিকার লঙ্ঘন ৷ যদি আইন না মেনে কোনও ভরতি নেওয়া হয়ে থাকে আমরা তাতে ব্যবস্থা নেব ৷ যে ভরতি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা আইন মেনেই হয়েছে ৷ আমাদের কাছে প্রমাণ রয়েছে ৷

প্রতিশ্রুতি নয় ১৮ মাসের মধ্যে কাজ বুঝে নিন আমাদের হব্বিপুরের প্রার্থীর কাছে-মন্ত্রী শুভেন্দু অধিকারী👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

আদিবাসী অধ্যুষিত পিছিয়ে পড়া হবিবপুর বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে আগামী ১৮ মাসে মধ্যে উন্নয়নের জোয়ার বইবে। প্রতিশ্রুতি নয়, এই ১৮ মাসে উন্নয়ন না হলে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট চাইতে আসবে না। মঙ্গলবার হবিবপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক মহা মিছিলে অংশ নিয়ে এই কথাই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য এদিন হবিবপুর বিধানসভা কেন্দ্রের মানিকরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কুর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভা শেষে পাকুয়াহাট কলেজ থেকে এক মহা মিছিল বের হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রার্থী অমল কিস্কু, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাস দা, মৌসম বেনজির নূর, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর সরকার, হরিহর মাহাতো সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোটা পাকুয়াহাট পরিক্রমা করে এই মিছিলে এসে শেষ হয় পাকুয়া হাট স্ট্যান্ডে। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অমল কিস্কুকে ভোট দিন আর উন্নয়ন বুঝে নিন। অমল কিস্কু জিতলে আগামী 18 মাসে উন্নয়নের জোয়ার বইবে বলে জানান মন্ত্রী শুভেন্দু অধিকারি।

লড়ির ধাক্কায় মৃত্যু, এক যুবকের এলাকায় চাঞ্চল্য

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

(সাঁইথিয়া-বীরভূম): এদিন বিকেলে ১০ চাকা লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। যুবকের নাম উৎপল দত্ত, বয়স ৩৫ । বাড়ি সাঁইথিয়া থানার অন্তর্গত লাউতোর গ্রামে। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার বাগডাঙ্গা মোড়ে। উৎপল বাবু গ্যারেজ থেকে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই পিছন থেকে একটি দশ চাকা লরি এসে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার খবর পেয়ে এলাকায় শোকেরছায়া নেমে আসে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এবং ঘটনা স্থলে সাঁইথিয়া থানার পুলিশ গিয়ে দেহটিকে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

লং জাম্প এবং জাবলিং থ্রোতে জেলার চ্যাম্পিয়ান রিয়া ভুঁইমালীর মোবাইল ও ২০ হাজার টাকা ছিনতাই👇👇👇

সৌগত মন্ডল,নিউজ বেঙ্গল ২৪x ৭,
রামপুরহাট-বীরভূম:

(মল্লারপুর-বীরভূম):
এরাজ্যে কি সত্যিই মহিহাদের নিরাপত্তা আছে?
গতকাল বিকেলে রিয়াকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে এক স্থানীয় টোটোচালক।
লং জাম্প এবং জাবলিং থ্রোতে জেলার চ্যাম্পিয়ান রিয়া ভুঁইমালী . বাড়ী বীরভূম জেলার মল্লারপুর থানার ভাটগরিয়া গ্রামে। গতকাল প্র্যাকটিসের জন্য বাড়ী থেকে বেড়িয়ে ঈদেল সেখ নামে এক টোটো চালকের টোটোতে উঠে রিয়া। টোটো চালকের নাম ইদেল শেখ, বাড়ি খরাসিনপুর । রিয়া ভুঁইমালী জানাই, “কিছুদূর এসে ইদেল আমাকে গন্তব্য স্থলের রাস্তায় না নিয়ে গিয়ে কানাচী গ্রামের রাস্তা ধরে,আমি প্রতিবাদ করলে ইদেল গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। আমার অন্যকোনো উপায় না থাকায়, নিজের জীবন বাঁচাতে টোটো থেকে লাফ মারি। আমাক হাঁটু কেটে যায়। আর, ইদেল সেই সুযোগে আমার মোবাইল এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়”। ক্ষুদ্ধ গ্রামবাসী জানাই, “দুপুরে রিয়কে একলা পেয়ে তার শ্লীলতাহানি করে। আমরা মল্লারপুর থানায় অভিযোগ করেছি। পুলিশ এখনও ইদেলকে গ্রেফতার করতে পারেনি। আমারা ইদেলের উপযুক্ত শাস্তি দাবী জানাই, দ্রুত গ্রেফতার না হলে আমরা বহৎ আন্দোলনে নামব”।

ফণীর আগমন ঘটলেও প্রখর তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী👇👇👇

‍‌ রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমান:

ফণীর আগমন ঘটলেও গরমের দাবাদহ থেকে রেহাই পায়নি বঙ্গবাসী। ফণী এসেছে আবার ফিরেও গিয়েছে। কিন্তু থেকে গেছে প্রখর গরম ও তীব্র দাবাদহ। দিনদিন যেন রবির রোষানল বৃদ্ধি পাচ্ছিল। প্রখর তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়ছিল বঙ্গবাসি। রেহাই পায়নি জেলা পূর্ব বর্ধমান। তবে সেই অস্বস্তিকর পরিবেশকে কিছুটা স্বস্তি দিয়ে আজ সোমবার সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি শুরু হলো পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে। স্বাভাবিকভাবে এই ঝড় বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি ফিরে এলো নন্দীগ্রামের জনজীবনে। কিছুটা স্বস্তির ঠান্ডা হাওয়া। তবে গরমের হাত থেকে সাময়িক রক্ষা পেলেও, সমস্যা দেখা দিয়েছে অন্য। প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে লোডসিডিং, ফলে আপাতত গ্ৰাম ডুবেছে অন্ধকারে।

তীব্র গরমে পথচারীদের মধ্যে লস্যি ও শরবত বিতরণ করল নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন👇👇👇

দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা:

১৩ মেঃ তীব্র গরমে পথচারীদের মধ্যে লস্যি ও শরবত বিতরণ করল নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। আয়োজন করেন কৃষ্ণ মন্ডল নামে এক সদস্য।
সোমবার দুপুরে মালদা শহরের সুকান্ত মোড়, পোস্ট অফিস মোর,গৌড় রোড মোর, রবীন্দ্র ভবন মোর, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর সহ বেশ কয়েক জায়গায় হাজারো পথ চলতি মানুষকে লেবু জল, গ্লুকন ডি, লস্যি ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করা হয় সংঠনের পক্ষ থেকে। তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেয়ে খুশি পথচারীরা। এই ঘটনায় কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, তাদের ইচ্ছা বৈশাখ মাস জুড়ে পথচারীদের এই পরিষেবা দেওয়ার। কিন্তু কোনো কারণবশত তারা তা করে উঠতে পারেননি। সোমবার পাঁচ কুইন্টাল দই ও অন্যান্য সামগ্রী নিয়ে পথচারীদের সেবা করতে মালদা শহরের বিভিন্ন জায়গায় তারা পরিষেবা দেন বিনামূল্যে। লস্যি এবং শরবত বিতরণ করা হয় পথচারীদের মধ্যে। এই গরমে ঠান্ডা লস্যি পেয়ে খুশি আট থেকে আশি সকলেই। তীব্র গরম থেকে একটু রেহাই পেয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা।

কৃষ্ণ বাবু আরো জানিয়েছেন, এই বৈশাখ মাসে চলছে ভোট পর্ব। সেই কারণে নেতা-নেত্রীরা দলের হয়ে কোন জলছত্রও খুলতে পারছেন না। সেই কারণে তারা অরাজনৈতিকভাবে পথচারীদের লস্যি খাওয়ানোর ব্যবস্থা করেন।
এদিন এই অনুষ্ঠানে কৃষ্ণ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ভিডিও এডিটর এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপি বর্মন, সম্পাদক অখিল সরকারসহ অন্যান্য সদস্যরা।

চাঁচলে চালক ও যাত্রীর বচসার জেরে পথ অবরোধ টোটো চালকের👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

১৩ মে ২০১৯: সোমবার দুপুরে মালদহের চাঁচলে এই অবরোধ দেখা গেল।

টোটো ইউনিয়ন সূত্রে জানা যায়, এদিন আব্দুল বারেক নামক এক টোটো চালক হসপিটাল মোড় থেকে বাসষ্ট্যান্ডে যাত্রী নিয়ে আসে। টোটো চালক যাত্রী হিরুর কাছে ভাড়া চাওয়ার সময় যাত্রী নিজেকে এলাকার মস্তান বলে পরিচয় দেয়।

থেমে থাকেনি টোটো চালকও। তর্কে বিতর্কের মাধ্যমে চালক-যাত্রীর মধ্যে বচসা বাধে।সংঘর্ষে টোটো চালক ক্ষত বিক্ষত হয়। সহকর্মীরা দ্রূত চাঁচল হাসপাতালে নিয়ে যায় টোটোচালকে। বর্তমানে আব্দুল বারেক চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে টোটো ইউনিয়ন কার্যকরী সভাপতি টিঙ্কু আলীর নির্দেশে চাঁচলের সমস্ত টোটোচালক নেতাজি মোড়ে পথ অবরোধ করে। চাঁচল পুলিশ প্রশাসনের আশ্বাসে 20 মিনিট পর অবরোধ তোলেন টোটো ইউনিয়ন। পুলিশ জানায় অভিযুক্ত হিরুকে আটক করেছি, ঘটনার জিজ্ঞাসাবাদ চলছে।
টোটো চালক ও যাত্রীর বচসায় পথ অবরোধ করে টোটো চালকরা।

মায়ের দাবি ৫০ হাজার টাকার জন্য ছেলে কে ব্লাকমেল করছে👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা:

গত ১৩ মার্চ পুরাতন মালদা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক যুবককে৷ পরদিন ভোরে মালদা মেডিক্যালে ওই যুবকের মৃত্যু হয়৷ সেই মৃত্যু ঘিরে নতুন করে দেখা দিয়েছে রহস্য৷ মৃতের মায়ের দাবি, একমাত্র ছেলের মৃত্যুর পর তার খুনিরা তাঁকে ব্ল্যাকমেল করছে৷ ইতিমধ্যে তাঁর কাছ থেকে তারা ৫০ হাজার টাকা নিয়ে ফেলেছে৷ আরও ৫০ হাজার টাকা দাবি করে তাঁকে শাসানো হচ্ছে৷ আজ তিনি গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

মৃত ওই যুবকের নাম বিপ্লব মণ্ডল(১৯)৷ পেশায় টোটোচালক৷ বাবা অনন্ত মণ্ডল সবজি বিক্রেতা৷ মা সীমা মণ্ডল সাধারণ গৃহবধূ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিতোরপুরে৷ এক বছর আগে বিয়েও করেছিলেন বিপ্লব৷ গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি৷ আর তিনি ঘরে ফেরেননি৷

সেই দিন রাত্রে রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে রেলপুলিশ৷ তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যালে৷ সেই দিন ভোরে মারা যান তিনি৷ এই ঘটনায় পুলিশ তদন্ত করে জানিয়েছিল, নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন বিপ্লব৷ যদিও তাঁর বাড়ির লোকজন দাবি করেছিল, দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে বিপ্লবকে৷

বিপ্লবের মা সীমা মণ্ডল জানান, সম্প্রতি কোর্ট স্টেশন এলাকায় তাঁর সঙ্গে উমেদ আলি নামে একজনের দেখা হয়৷ তার বাড়ি ইংরেজবাজারের মহদিপুরে৷ সে জানায়, বিপ্লবকে তারাই খুন করেছে৷ তার সঙ্গে আরও চারজন৷ সে বলে, তাকে ৫০ হাজার টাকা দিলে সে পুলিশের কাছে সব কথা খুলে বলবে৷ আর টাকা না দিলে সে ও তার লোকজন বিপ্লবের মতো তাঁদেরও খুন করবে৷ গত ৩ মে তিনি উমেদকে ২০ হাজার টাকা দেন৷ পরদিন তিনি ফের তাকে ৩০ হাজার টাকা দেন৷ এর মধ্যে ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার করেন তিনি৷ কিন্তু সেই টাকা পাওয়ার পর ৯ মে উমেদ ফের তাঁকে জানায়, তাকে আরও ৫০ হাজার টাকা দিতে হবে৷ সে এবার ভয় দেখায়, টাকা না দিলে সে পুলিশের কাছে তাঁর নামে অভিযোগ দায়ের করে জানাবে, তিনি ৪ জনকে খুন করার জন্য এই টাকা দিয়েছেন৷ তিনি আজ গোটা ঘটনা জানিয়ে মালদা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি

মথুরাপুর বাস স্টান্ডের পাশের হোটেলে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত হোটেল

নিজস্ব প্রতিবেদক,বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

এদিন সকালে মালদার মানিকচক থানার মথুরাপুর স্টান্ডে কাছে একটি হোটেলের রান্না চলাকালিন ঘরে হঠাৎ প্রায় ন টা নাগাত আগুন লেগে যায় । ভয়ে হোটেলে মালিকের ছেলে গৌতম চৌধুরী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে এলাকার পাসের দোকানের মালিক থেকে এলাকার লোকেরা ছুটে আসে গৌতম বাবু দোকানে হোটেল থেকে বেরিয়ে প্রানে বাচেন গৌতম বাবু। পার্শ্ববর্তী দোকান ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ জানান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলে ব্যবহৃত সম্পূর্ণ আসবা পত্র,খাদ্য শস্য সকাল বেলা জন্য মানুষ জন কম থাকায় কারো কোন ক্ষতি হয়নি।

Design a site like this with WordPress.com
Get started