নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার:
ডাইনি অপবাদ দেওযার কারনে এক আদিবাসী মহিলা প্রানের ভয়ে থানায় আশ্রয় নিয়েছে ইটাহারে।ঘটনাটি ঘটে ইটাহার থানার জয়হাট অঞ্চলে উকলিহার গ্রামে, পুলিস সূত্রে জানা যায় উকলিহার গ্রামের বছর ৫০ এর সাঁঝলী টুডুকে তার কিছু আত্বীয় ডাইনি অপবাদ দিয়েছে,রাতেই তিনি ইটাহার থানায় অভিযোগ দিয়েছে ও তিনি থানায় রয়েছে । এদিন থানায় বসে সাঁঝলী টুডু বলেন আমি বারিতে একাই থাকি , আমার দুই ছেলে ভিন রাজ্যে কাজ করে স্বামী ও গত সাত মাস আগে ভিন রাজ্যে কাজে গিয়ে এখনো তার খোজ নেই, বত’মানে আমি অসুস্হ কিন্তু আমার দুই দেওয়োর আমাকে মাঝে মধ্যেই অসব্য ভাষায় গালি গালাজ করে ও মারতে আসে আমাকে ডাইনি, ফুকসিন বলে, আমি নাকি স্বামী কে খেয়েছি, তাদের নাকি খতি হচ্ছে তাই গতকাল রাতে আবার লাঠি দিয়ে মারতে আসে আমাকে প্রানে মেরে ফেলবে বলছে বারিতে থাকলে তাই প্রানের ভয়ে ইটাহার থানায় আশ্রয় নিয়েছি ও তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি থানায় লিখিত, যদিও এব্যাপারে ইটাহারের বিডিও m লামাকে দুপুর নাগাদ জিঞ্জাসা বাদ করা হলে, বিষয়টি তার জানা না থাকলেও সংবাদ মাধ্যমের কাছে শুনতে পেয়ে, ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি বলেন ওসি সাহেব এর সঙ্গে কথা হোল যা বলার জেলা আধিকারিক বলবে, তবে উকলিহার গ্রাম এলাকার জেলা পরিষদের সদস্য তথা জেলা কৃষি,ভুমি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন বলেন, ডাইনি বা ফুসনী অপবাদ দেওয়া হয় এক মহিলার উপর তার দুই আত্বীয়রা একরকম একটা ঘটনা ঘটেছে আমার এলাকায় গত রাতে, মহিলাটি নাকি অসুস্হ বলে শুনেছি, তবে এলাকার মানুষ দের নিয়ে আলো চনার মাধ্যমে আজকে সমস্যা মিটে গেছে তবে আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য বিভিন্ন আদিবাসী এলাকায় সচেতন মূলক প্রচার করা হবে কু সংস্কার দুর করতে, কেননা ডাইনি বা ফুকসিন বলে কিছু নেই সমাজে।