কাটোয়া শহরে বিজেপির পক্ষ থেকে কালো দিবস পালন করা হয়👇👇👇

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ

বিজেপি কর্মীদের খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি ও মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূলের রক্তের রাজনীতির বিরুদ্ধে সোমবার কাটোয়া শহরে বিজেপি পার্টির পক্ষ প্রতিবাদ মিছিল এবং ‘কালা দিবস’ পালন করা হয়। প্রতিবাদ মিছিলটি শুরু হয় কাটোয়া শহরের বিজেপি জেলা অফিস থেকে, গোটা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি কৃষ্ণ ঘোষ সহ প্রমুখ। প্রতিবাদ মিছিলে পা মেলায় কয়েক হাজার কর্মী।

Breaking News আজ ঘোষনা হতে পারে কোচবিহার জেলা তৃণমুলের নতুন সভাপতির নাম, কে হবে জানুন👇👇👇

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গল নিউজ২৪x৭,কোচবিহার:

তৃণমুলের রদবল কোচবিহার জেলায়, রবীন্দ্রনাথ ঘোষের বদলে জেলা সভাপতি করা হবে বিনয় কৃষ্ণ বর্মণ। কার্যকরী সভাপতি করা হবে পার্থপ্রতীম রায় কে বলে দলীয় সুত্রে খবর। আজ বিকাল পাঁচ টায় ঘোষণা হবে।

পেট্রোপণ্যের ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদা শহরে তৃনমূলের মহামিছিল👇👇👇

দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ

বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও তৃণমূল যুব কংগ্রেসের কমিটির তথা অম্লান ভাদুড়ী নেতৃত্ব আজ পথে নামলো তৃনমূল যুব কংগ্রেসের কর্মীরা, অম্লান ভাদুড়ী জানান কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই পেট্রোল- ডিজেল, রান্না গ্যাস সহ নিত্যা প্রয়োজনীয় জিনিসে মূল্যবৃদ্ধি প্রতিবাদে জানায় মালদা তৃনমূল যুব কংগ্রেসের এদিন নেতাজী মোড় থেকে মিছিল শুরু করে এল আই সি, মোড় রাজমহোল রোড সহ সারা শহর প্ররিক্রমা করে ফোয়ারা মেরে শেষ করে এই প্রতিবাদ মিছিল

নন্দীগ্রামে বিজেপি পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়👇👇👇

রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x. ৭,পূর্ব বর্ধমানঃ

১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি।পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভায় বিজেপি ভালো ফলাফল করছে। সেই উপলক্ষে সোমবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে বিজেপি পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল। নন্দীগ্রামে পূর্ব পাড়া থেকে বিজয় মিছিল শুরু হয়ে, মিছিলটি গোটা গ্ৰাম পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক মন্ডল সভাপতি স্বপন কুমার দত্ত সহ প্রমুখ। ১০০জন বিজেপি কর্মী বিজয় মিছিলে পা মেলায়। বিজেপি মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলের, এক নজরে দেখুন কে কি নতুন দায়িত্ব পেল👇👇👇

লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিতে জয়ের লক্ষ্যমাত্র বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু তা তো হয়ইনি, উলটে গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ব্যাপক ভালো ফল করেছে বিজেপি। দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেতা আসন হাতছাড়া হয়ে গিয়েছে এতৃণমূলের। লোকসভা ভোটে এমন বিপর্যয় কেন হল? আজ কালীঘাটে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে করেন মমতা। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দলের প্রত্যেকের কাছে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু ওরা চায় আমি থাকি। সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ভোটে জিতেছে বিজেপি। নির্বাচন কমিশন প্রতিনিয়ত ওদের হয়ে কাজ করেছে। আমাদের আসন সংখ্যা কমলেও ভোটের হার চার শতাংশ বেড়েছে।”এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন তিনি৷

এছাড়া লোকসভা ভোটে খারাপ ফল করার ফলে তৃণমূল সংগঠনে ব্যাপক রদবদল করা হয়েছে। জঙ্গলমহলে দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি, সরকারি সংগঠনের দায়িত্বেও আনা হল শুভেন্দুকে। ডানা ছাঁটা হল অরূপের। বর্ধমান ও হুগলির দায়িত্বে আনা হল মেয়র ফিরহাদ হাকিমকে। এছাড়া, বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব থেকে সরানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক সবার সাথে কো-অর্ডিনেশন করবে। তাই তাঁর দায়িত্ব কমানো হল।

ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন
দক্ষিণ দিনাজপুর- অর্পিতা ঘোষ
হুগলি- রত্না দে নাগ
মালদা- মৌসম বেনজির নূর
দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে হেরে যাওয়ার পর উত্তরবঙ্গের চেয়ারম্যান পদ থেকে সরানো হল রবীন্দ্রনাথ ঘোষকে। উত্তরবঙ্গের চেয়ারম্যান করা হল অমর সিং রাইকে। HRBC-র চেয়ারম্যান করা হল দীনেশ ত্রিবেদীকে। SJDA-এর চেয়ারম্যান করা হল বিনয় বর্মণকে। দায়িত্ব বাড়ান হল মৌসমের। মালদা জেলার সভাপতি পদ ছাড়াও মহিলা কমিশনের চেয়ারম্যানও করা হল মৌসমকে।
নদিয়া জেলা তৃণমূল সভাপতি পদ থেকে গৌরীশংকর দত্তকে সরিয়ে কৃষ্ণনগরের দায়িত্ব পেলেন মহুয়া মৈত্র। রানাঘাটের দায়িত্ব পেলেন শংকর সিংকে। আসানসোলে হারের পর দায় কাঁধে নিয়ে মেয়রের পর থেকে সরে যেতে চেয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে আসানসোলের সভাপতি পদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

ইটাহার ব্লক ভিত্তিক সাংগঠনিক বিষয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সভার আয়োজন করেন👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭ ইটাহার :

সাংগঠনিক আলোচনা সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্লক ভিত্তিক তৃনমূল কংগ্রেস কর্মী সভার আয়োজন করা বৃহপ্রতিবার ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকা সভার আয়োজন করা হয় ইটাহার হাইস্কুল এলাকায় সভা হলে, এদিন ব্লকের বিভিন্ন অঞ্জলের, যুব, মাদার নেতৃত্ব সহ প্রধান সহ পঞ্জায়েত, ও পঞ্জায়েত সমিতির সদস্যরা হাজির হয় এদিনের সভায়, ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃনমূল কংগ্রেসের জেলা সভাপ্রতি অমোল আচায্য’, জেলা পরিষদের কৃষি সমবায় কম’ধক্য মোষারফ হোসেন, পঞ্জায়েত সমিতির সভাপ্রতি আবদুস সামাদ, ব্লল সভাপ্রতি অমিত গাঙ্গলী, ব্লক তৃনমূল নেতৃত্ব নাজেমূল হোসেন, মহম্মদ ইসরাইল, আসলাম আলি, পম্পা চৌধুরী সহ অন্যন্য নেতৃত্ব, এদিন অমল বাবু বলেন বত’মানে প্রবিত্র রমজান মাস চলছে ফলে দলের ও নিজের উদ্যেগে রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা অঞ্জলে অঞ্জলে, পাশাপাশি আগামী ২৩মে লোক সভার ফলাফল তাই কাউনটিং এজেণ্ট নিয়ে আলোচনা করা সহ সংগঠনের অন্যন্য দিক নিয়ে আলোচনা করার জন্য আজকে একটি ব্লক ভিত্তিক সভা আয়োজন করেছে সংগঠনের তরফে।Screenshot_2019-05-16-17-50-53-60.png

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা নব নিযুক্ত সভাপতি ঘোষণা হল আজ👇👇👇

ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:

সব রাজনৈতিক দলের মতো নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।

আজ কোচবিহারের জেলা পার্টি অফিসে নতুন জেলা সভাপতি নির্বাচিত হলেন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নাজির হাট হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং বিশিষ্ট সমাজ সেবিক মোঃ আমিনাল হক।

জেলার সহসভাপতি হিসাবে নির্বচিত হন ধনোঞ্জয় বর্মন।এবং জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হলেন সামিম আখতার।

এছাড়া আরও বিশেষ বিশেষ বিভিন্ন পদে আরও অনেকেই রয়েছেন বলে সুএের খবর।

ইভিএম কারচুপির অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা:

ইভিএম কারচুপির অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে। শনিবার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন বিজেপি ও কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কংগ্রেস কর্মী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরাও সেখানে যায়। অবিলম্বে জেলা শাসককে সরানোর দাবি তুলেছেন বিজেপি ও কংগ্রেস।

কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, শনিবার সকাল ৯’টা নাগাদ থেকে একটি ট্রাকে করে বেশ কিছু ইভিএমকে সরিয়ে ফেলা হচ্ছিল। আমাদের দলীয় কর্মীরা খবর পেয়ে জেলা নেতৃত্বকে জানাই সমস্ত ঘটনা। এরপর আমাদের জেলা নেতৃত্ব সেখানে ছুটে গিয়ে তা আটকানোর চেষ্টা করে। আমরা অবিলম্বে শাসকদলের এই অঙ্গুলিহেলনে কাজ করা জেলাশাসককে ভোট গণনার আগে মালদা জেলা থেকে সরাতে হবে বলে দাবি করেন তিনি। না হলে আবার ইভিএমে কারচুপি হতে পারে। গত পঞ্চায়েত নির্বাচনে এই জেলাশাসকের অঙ্গুলী হেলনেই গণনা কেন্দ্রে কারচুপি করেছিল শাসক দল। শাসকদলের কথায় এই জেলাশাসক চলেন। আমরা এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি সমস্ত ঘটনা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, ইভিএমে কারচুপি করার চেষ্টা করছিল শাসক দল। আমরা এই জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।

যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Design a site like this with WordPress.com
Get started