কোচবিহার জেলায় AIMIM পার্টির জোরদার প্রচার প্রস্তুতি চলছে👇👇👇

নিজস্ব প্রতিনিধি বেঙ্গল নিউজ  ২৪x৭,কোচবিহারঃ

সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা এম আই এম ভারতের স্বায়ত্তশাসনের রাজধানী তেলঙ্গানার একটি আঞ্চলিক ভিত্তিক রাজনৈতিক দল। এর প্রধান কার্যালয় আঘাপুর হায়দ্রাবাদ তেলঙ্গানায়। যা ১৯২৭ সালে ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে এম আই এম হায়দ্রাবাদ আসনের জন্য লোকসভা আসন নিয়েছে। ২০১৪ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এম আই এম সাত আসন জিতেছে এবং ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ‘রাষ্ট্রীয় দল’ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ঠিক ধিরে ঠিরে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ বিশেষ করে যুবরা এই দলের সদস্য পদ গ্রহণ করছে। তেমনি কোচবিহার জেলায় মিম দলের প্রভাব বিস্তার করছে, কোচবিহার জেলার মিম কমিটির সদস্য ইউনুস আলি বলেন কোচবিহারে কয়েক হাজার সদস্য মিমে যুক্ত হয়েছেন এবং আগামীতে নির্বাচন ভোটে যাতে কোচবিহার থেকে লড়াই করা যায় সে জন্য জোরদার প্রচার প্রস্তুতি চলছে।

বেদের মেয়ে জোৎস্নার নায়িকা অঞ্জু ঘোষ ভারতীয় না বাংলাদেশী এনিয়ে জলপ্না কল্পনা👇👇👇

ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ২৪x৭ :

অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন
একসময়ের অতি জনপ্রিয় বাংলা সিনেমা ”বেদের মেয়ে জোৎস্না”র নায়িকা অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকে নিয়ে বিতর্ক বেঁধেছে পশ্চিমবঙ্গে।
তৃণমূল কংগ্রেসের তরফে মিজ ঘোষের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। বলা হয়েছে, তিনি আসলে বাংলাদেশের নাগরিক এবং “কারসাজি করে তাকে ভারতের নাগরিক বানানো হয়েছে।”
একজন বিদেশী কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলে যোগ দেন, সেই প্রশ্ন তুলছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল।
তবে বিজেপি দাবি করেছে যে মিজ ঘোষের বাবা বাংলাদেশের মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তার জন্ম কর্ম, সবই কলকাতায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বুধবার দলে যোগ দেন মিজ. ঘোষ।
মিজ. ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বিজেপির নেতা মি. ঘোষ বিবিসি বাংলাকে বলছিলেন, “ওর জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড – সবই আমরা দেখেছি। তার বাবা বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি আর জীবিত নেই। কিন্তু মা এখানকার মানুষ। তিনি সল্ট লেকে থাকেন বহু বছর ধরে। সব নথিই আমরা সামাজিক মাধ্যমে তুলেও দিয়েছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”
এই বিতর্কের প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন হয় রাজ্য বিজেপি সদর দফতরে। সেখানে দলের নেতা জয়প্রকাশ মজুমদার যেসব নথি পেশ করেছেন, সেগুলো বিজেপির ”মিডিয়া সেল” সাংবাদিকদের দিয়েছে।

আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের জন্য শপথ নিবেন নরেন্দ্র মোদী👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। শপথ গ্রহণের আগে গুজরাট ও বারাণসী যাওয়ার কথা রয়েছে মোদি। আগামী ২৮ মে বারাণসী যাবার কথা রয়েছে তার।

নির্বাচনে জয়লাভের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। বৃহস্পতিবারের বিশাল জয়ের পর শুক্রবার মোদির নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় যেখানে সব কেন্দ্রীয় মন্ত্রী যোগ দিতে বলা হয়েছে। বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

আবার দেশবাসী কে ধন্যবাদ জানালেন – নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

নির্বাচনে বিপুল ভোট বিজয়ের পর নরেন্দ্র মোদি আরেকবার টুইট করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সকল দেশবাসী কে ধন্যবাদ! আমাদের জোটের প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে তাতে আমরা আপ্লুত হয়েছি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এটা আমাদের আরও শক্তি জোগাবে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কি বলল দেখুন👇👇👇

ফিরোজ আলম,বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গ:IMG-20190515-WA0033.jpg

বাংলায় অমিত শাহের রোড শো এর সময় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মুর্তি ভাঙচুর হয়।

যদিও এর দায় কোনো রাজনৈতিক দল নিতে চাইছে না এই মুহূর্তে।

কিন্তুু কারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত সেটা স্পস্ট সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী দের মতানুসারে।

এই প্রসঙ্গে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপি ও অমিত শাহ কে কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করেছেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মুর্তি ভাঙার যোগ্য জবাব দেবে বাংলার মানুষ

ইউপিএ সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইকের রেকর্ড নেই- এমনে RTI-এর উত্তরে জানাল প্রতিরক্ষা মন্ত্রক

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ভারতের রাজনীতির ময়দানে সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়৷ সম্প্রতি সেই বিতর্কে নয়া মাত্রা যোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মনমোহন সিং বলেন, ‘‘আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের সেনাকে সবসময় পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে সমস্ত রকমের হামলার জবাব দেওয়ার। আমাদের সময়ও অনেক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। আমাদের জন্য, সার্জিক্যাল স্ট্রাইক ছিল কৌশলগত পদক্ষেপ এবং ভারত-বিরোধী শক্তিগুলিকে মোক্ষম জবাব দেওয়ার অস্ত্র। আমরা কখনই এই সাফল্যকে ভোটের ময়দানে কাজে লাগাতে চাইনি।”
মনমোহনের এই সাক্ষাৎকারের পরই কংগ্রেস আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেন দলের নেতা রাজীব শুক্লা৷ তাঁদের সমর্থন করেন ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক তথা কংগ্রেসের জাতীয় নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা৷ তিনিও জানান, এই প্রথম নয়, এর আগের সরকারের আমলেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছে ভারত।
কিন্তু কংগ্রেস নেতাদের সমস্ত দাবি উড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক কোনও ভিডিও গেম নয়। কংগ্রেস আমলে কোনও স্ট্রাইক হয়নি।” তবে প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত এই আরটিআই রিপোর্ট প্রধানমন্ত্রীর দাবিকেই সিলমোহর দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

আমরা সবাই চৌকিদার দেশ লুটতে দেব না, মোদীর সমর্থনে বলিউড অভিনেতা বিবেক

নিজস্ব প্রতিবেদন,বেঙ্গল নিউজ ২৪x৭:

আসন্ন লোকসভা নির্বাচনে বলিউড অভিনেতা বিবেক ওবেরয় বিজেপির পক্ষ নিয়ে প্রচারে নামলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে অনুরোধ করেন। ১২ ই মে দিল্লীর সব ৭ টি আসনে ভোট গ্রহণ। আর তাই সেখানে ভোটের আগে বিবেক ওবেরয় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জেতানোর জন্য দিল্লীবাসীর কাছে অনুরোধ করেন।

এমনকি তিনি উরি-দা সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার বিখ্যাত উক্তি, “হাও ইস দা মজোশ” বলে সম্বোধন শুরু করেন। নিজের আঙুলে ভোট প্রদানের চিহ্ন কে দেখিয়ে উনি জনগণকে উৎসাহিত করেন। একই সঙ্গে এদিন তিনি একই বিবেক ওবেরয় বলেন, আমরা সবাই এই দেশের চৌকিদার। আমরা এই দেশকে লুটতে দেব না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের কারণে মোদির বায়োপিক রিলিজে নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযোগ করা হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে প্রভাবিত করতে এই ছবিকে নির্বাচনের সময় রিলিজ করানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ায় ।

কাশ্মীর উপত্যকায় ভোট দিতে আসেনি কেউ জানতে হলে 👇👇👇

ওয়েব ডেস্ক ,বেঙ্গল নিউজ ২৪x৭:

ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে কাশ্মীর উপত্যকা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ সত্তুর বছরের লড়াই।

এরই মধ্যে মাস দুয়েক আগে পুলওয়ামায় আত্মঘাতী হামলা হয় বলে জানা যায়।হামলা চালায় কাশ্মীরি এক যুবক নাম আদিল আহমেদ দার।

আদিল আহমেদ দারের আত্মঘাতী হামলায় প্রায় পশ্চাশ জনের মতো ভারতীয় সেনা জওয়ান জীবন হারায়।

তার পর পরিস্থিতি আরও জটিল হয়।সারা দেশে কাশ্মীরিদের উপর অত্যাচার শুরু হয়।সারা দেশে অস্থিরতা সৃষ্টি হয় এবং ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রস্তুুতি শুরু হয়েছিল।

সেই কাশ্মীরিদের শাসনভার সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি ছিল প্রায় বছর ধরে।

লোকসভা নির্বাচনে গতকাল আদিলের গ্রামে ভোট দেয় মাত্র পনেরো জন। পাশ্ববর্তী গ্রামগুলিতে একটিও ভোট পরেনি।

তাই চমকে উঠল গোটা দেশ।প্রশ্ন উঠছে নানা মহলে কেন এমন অবস্থা।জঙ্গিদের ভয়ে ভোট দিতে আসেনি না তারা ভোট বয়কট করেছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সারা দেশে।

Design a site like this with WordPress.com
Get started