নিজস্ব প্রতিনিধি বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহারঃ
সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা এম আই এম ভারতের স্বায়ত্তশাসনের রাজধানী তেলঙ্গানার একটি আঞ্চলিক ভিত্তিক রাজনৈতিক দল। এর প্রধান কার্যালয় আঘাপুর হায়দ্রাবাদ তেলঙ্গানায়। যা ১৯২৭ সালে ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে এম আই এম হায়দ্রাবাদ আসনের জন্য লোকসভা আসন নিয়েছে। ২০১৪ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এম আই এম সাত আসন জিতেছে এবং ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ‘রাষ্ট্রীয় দল’ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ঠিক ধিরে ঠিরে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ বিশেষ করে যুবরা এই দলের সদস্য পদ গ্রহণ করছে। তেমনি কোচবিহার জেলায় মিম দলের প্রভাব বিস্তার করছে, কোচবিহার জেলার মিম কমিটির সদস্য ইউনুস আলি বলেন কোচবিহারে কয়েক হাজার সদস্য মিমে যুক্ত হয়েছেন এবং আগামীতে নির্বাচন ভোটে যাতে কোচবিহার থেকে লড়াই করা যায় সে জন্য জোরদার প্রচার প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:
