উত্তর দিনাজপুর জেলার স্কুল ভিত্তিক তৃতীয়বর্ষে কিক বক্সসিং খেলার আয়োজন করা হয়েছে ইটাহার ব্লকে

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

১৯মে ইটাহার : উওর দিনাজপুর জেলার স্কুল ভিত্তিক কিক বক্সসিং তৃতীয় বষ’ খেলার আয়োজন করা হয়েছে ইটাহারে। এদিন উওর দিনাজপুর কিক বক্সসিং এ্যাসোসিয়েশ এর উদ্যেগে ইটাহার ব্লকের দুগা’পুর পাবলিক স্কুলে এদিনের খেলার আয়োজন করা হয়, এদিনের খেলায় জেলার সাতটি বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রী কিক বক্সসিং খেলায় অংশ গ্রহন করেন, এদিন খেলার প্রদিপ জালিয়ে সূচনা করেন রায়গঞ্জ 4th ব্যাটেলিয়ান এর আধিকারিক শম্ভু পাল, ছিলেন বিদ্যালয়ের সভাপ্রতি শ্যামল ব্রম্ব, বিদ্যালয়ের পিনসিপাল সুরজ জয় সওয়াল, বক্সসিং এ্যাসোসিয়েশন সভাপ্রতি মনোজ রায়, বিশ্বনাথ রায় প্রমুখ, বিদ্যালয় ও খেলার আয়োযক দের তরফে জানান আজকের খেলায় যারা স্হান করবে তারা আগামী দিনে জাতীয় স্তরে কিক বক্সসিং খেলায় অংশ গ্রহন করবে, এর আগেও ২০১৮, জাতীয় স্তরে কিক বক্সসিং খেলায় দুগা’পুর পাবলিক স্কুলের দুই ছাত্র, শাগ্নিক সাহা দ্বিতীয় শ্রেনীর ছাত্র জাতীয় স্তরে দ্বিতীয় হয়, ও লিটন মহম্মদ ক্লাস ফোরের ছাত্র জাতীয় স্তরে চতুর্থ হয়ে জেলায় তাক লাগিয়ে দেয়।

Design a site like this with WordPress.com
Get started