ঝড়ের দাপটে মৃত্যু এক জখম দুই শ্রমীকের👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

হঠাৎ ওঠে ঝর তার জেরে আহোত রতুায়ার লক্ষীপুে সাবিনা বিবি পরিবারের তরফে জানাযায় ঝর ও বৃষ্টি আসছে দেখে বাইরে রাখা জিনিস ঘরে তুলতে গিয়ে ঝরে দপটে ভেঙে পরে আমগাছের ডল তার জেরে জখম হয় ওই গৃহবধু।

মালদার গাজোলে কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঝরের তান্ডবে পরে ২০ জন শ্রমিক তারা রায়গঞ্জ থেকে ধান কেটে কাজ শেস খোলা ট্রাকে উপরে বসে বাড়ি ফিরছিলেন সে সময় গভীর রাতে ঝড়ের কবলে পড়ে হয় তাদের সেই ঝরে মৃত্যু হয় এক শ্রমিকের। গুরুতর জখম আরও দুই জন।ঝরের দাপটে পথে টিনের চালা উড়ে এসে পরে তাদের উপরে গুরুতর আঘাত পান তিনজন শ্রমিক। তার মধ্যে মৃত্যু হল এক জনের। জখম হয় আরও দুই। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত শ্রমিকের নাম অসিত মন্ডল(৩০)। জখম দুি জনের নাম মিঠুন মন্ডল(২০) ও জন্মজয় মন্ডল(৩০)। বাড়ি বৈষ্ণবনগর থানার বেদরাবাদ এলাকয়। তাদে চিকিৎসা মালদা মেডিকেল কলেজ হসপিটালের চলছে৷

উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট দেওয়া হল ইটাহার পাবলিক মিশনের পক্ষ থেকে 👇👇👇

নিজস্ব প্রতিনিধি ,বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

২৯ মে, ইটাহারঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট দেওয়া হল স্কুলের তরফে। উল্লেখ্য ইটাহার পাবলিক মিশন স্কুলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৭ জন ছাত্র তার মধ্যে ১১ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন কলা বিভাগে। এর মধ্যে আসফাঁক আলম বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৩ পেয়ে ইটাহার ব্লকের মধ্যে প্রথম হয়েছে। বাকি ছাত্ররা ভালো নম্বর পেয়ে উত্তির্ন হয়েছে বলে জানা যায়। সাভাবিক ভাবে খুশির আমেজ স্কুলের শিক্ষক থেকে ছাত্র দের মধ্যে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র দের আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা, ও মার্কশিট দেওয়া হল স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে। স্বাভাবিক ভাবে এই বেসরকারি স্কুলের এই সাফল্যে খুশি ইটাহার বাসী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি রফিকুল আলম, প্রধান শিক্ষক সৌরভ আলী, আবু তালেব সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিরা। এই বিষয়ে স্কুলের সভাপতি রফিকুল আলম জানান, আজকে আমাদের স্কুলের ছাত্র আসফাক আলম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫৩ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ইটাহার ব্লকে প্রথম হয়েছে। এছাড়া অন্যন্য ছাত্র দের ফলাফল ভালো। তাই আমরা স্কুলের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আসফাক সহ সকল উত্তির্ন ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট প্রদান করলাম।

টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাঁচল কলেজের টিআইসিকে ঘেরাও👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ24×7, চাঁচল:

টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাঁচল কলেজের টিচার ইন-চার্জকে (টিআইসি) ঘেরাও করে বিক্ষোভ শুরু করল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, চাঁচল কলেজের টিআইসি নুরুল ইসলাম কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে কলেজে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। তবে এসব অনুষ্ঠান ও ইফতার পার্টির আয়োজন ও হিসেব-নিকেশ নিয়ে ছাত্র সংগঠনের কোনও ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা না করে টিআইসি কোন খাতে কত টাকা খরচ করছেন তা জানানো হচ্ছে না। কলেজের বিভিন্ন অনুষ্ঠানের খরচ টিআইসি আত্মসাৎ করছেন বলে অভিযোগ। এ নিয়েই মঙ্গলবার সন্ধ্যায় চাঁচল কলেজের টিআইসিকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত টিআইসি সঠিক জবাব দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। যদিও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ প্রসঙ্গে, চাঁচল কলেজের টিচার ইন-চার্জ নুরুল ইসলাম বলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন। চাঁচল কলেজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল ছাত্রছাত্রীকে বিভিন্ন অনুষ্ঠান এবং একদিনের ইফতার অনুষ্ঠানের নোটিশ দেওয়া হয়। কলেজেও এই বিষয়টি জানানো হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানের খরচের টাকা পুরোটাই আমাদের কাছে হিসাবে রয়েছে।’

জমি দখলের প্রতিবাদ করায় দুষ্কৃতীদে হাতে আক্রন্ত বাবা ও ছেলে এলকায় উত্তেজনা👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা:

মঙ্গলবার সকালে ইংরেজ বাজার থানার কোতুয়ালী গ্রামে ব্রিজকলোনী এলাকায়। আক্রান্ত ব্যাক্তি বাড়ির সামনে ফাকা জায়গা থাকায় সেই জায়গা দখল করার চেষ্টা চালায় প্রতিবেশি মাজু চৌধুরী ও পরিবারে লোকেরা। আক্রান্ত গঙ্গারাম চৌধুরী জানিয়েছেন, বাড়ির সামনে তাদের বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গাটি চক্রান্ত করে দখল করার চেষ্টা চালাচ্ছিল প্রতিবেশী মাজু চৌধুরী ও তার পরিবারের লোকেরা । এর আগেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। এমনকি গ্রাম্য সালিশিও হয়। কিন্তু অভিযুক্তরা সেই জায়গা দখল কারতে মরিয়া চেষ্টা চালাছিল। মঙ্গলবার সকালে ওরা আমাদের জায়গাটি ঘেরা দেওয়ার চেষ্টা করছিল। তখনই প্রতিবাদ করি । সেই সময় মাজু চৌধুরী ও তার পরিবারের লোকেরা কোদাল, বাঁশ নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে মারতে দেখে আমার ছেলে অর্জুন চৌধুরী ছুটে আসে তাকেও অভিযুক্তরা পিটিয়ে মারার খুনের চেষ্টা করে। এই হামলার ঘটনায় সময় পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ইংরেজবাজার থানার পুলিশ জানান হয় , জায়গা দখলদারি নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমালের ঘটনা ঘটেছে। বাবা গঙ্গরাম চৌধুরী (৫৮) ছেলে অর্জুন চৌধুরী (১৯) দুই জন আক্রান্ত হয়েছেন। তার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা চলছে।এই হামলার ঘটনায় অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

কাটোয়া পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড মিটিংয়ে উত্তপ্ত জেনে নিন বিস্তারিত

রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার বোর্ড মিটিংয়ে ধুন্ধুমার। কাটোয়া পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড মিটিং শুরু কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চেয়ারম্যান দুর্নীগ্ৰস্ত, এই অভিযোগ তাঁর পদত্যাগ দাবি করেন কয়েকজন কাউন্সিলর। বোর্ড মিটিং বানচাল হয়ে গেলে চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বসে পড়েন কয়েক জন কাউন্সিল। কাটোয়া শহর সভাপতি তথা কাউন্সিলর অমর রামের অভিযোগ, শুধুমাত্র চেয়ারম্যানের অহঙ্কার, পৌরসভার দুর্নীতির জন্য লোকসভা নির্বাচনে কাটোয়ার এগিয়ে গিয়েছে বিজেপি।কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ক্ষমতা আসার পর ৩১জন পৌরকর্মীকে ছাটাই করার পর, ওইদিন কাউন্সিলদের দাবি ছিল নির্বাচনের পর কাজ ফিরিয়ে নিয়ে কথা রাখেনি চেয়ারম্যান। ৪,১৫,১৯নং ওয়ার্ডে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি।এই ঘটনায় ফের কাটোয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ল বলে মনে করছেন কাটোয়াবাসী।

উচ্চমাধ্যমিকে প্রথম দশে মালদার পাঁচ কৃতী

তুহিন, বেঙ্গল নিউজ24×7, হরিশ্চন্দ্রপুর, মালদা:

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তেমন সাফল্য না পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলার স্থান যথেষ্ট ভালো। রাজ্যে প্রথম ১০ মেধা তালিকার মধ্যে স্থান করে নিয়েছে মালদা জেলার ৫ ছাত্রছাত্রী। এর মধ্যে রাজ্যে ষষ্ঠ, তথা জেলায় প্রথম হয়েছে গাজোলের হাজি নাকু মোহম্মদ বিদ্যালয়ের ছাত্র সপ্তর্ষি রায়। তার প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে যুগ্মভাবে বুধিয়া হাই মাদ্রাসার নৌরিন খাতুন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সৌমিক সরকার এদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় নবম স্থানে আছে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী সোমা সাহা। এছাড়া ৪৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্রী আরজু সুলতানা।

বই কেনার পয়সা জুটেনি বিড়ি বেধে চলতো পড়াশোনা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদার বাঙ্গিটোলার সাদিপুরের এলাকার মেয়ে, বাঙ্গিটোলা হাই স্কুলেরর ছাত্রী বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় এই অবস্থায় পড়াশুনার করার ইছে থাকলেও টিউশন পড়ার জন্য সুযোগ হয়ে ওঠেনি টাকার অভাবের সংসারে দু বেলা খাবার জোগার করে চলতো তাদের। টিউশনি পড়ার সুযোগ হয়নি । ঠিক মতো বই কেনার টাকাপয়সা জুটে নি । বিড়ি বেধে নিজের পড়ার খরচ যোগিয়ে এবারের উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের (৪৫০) বেশি নম্বর পেয়ে বাঙ্গীটোলা হাইস্কুলের ছাত্রী রুমিলা খাতুন নজর কেরেছে মালদা বাসির । বাঙ্গিটোলা হাই স্কুলের ছাত্রী ৪৫০নম্বর পেয়েছে।বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত সাদিপুর এর বাসিন্দা বাবলু খানের এক ছেলে এক মেয়ে রুমিলা বড়। বাবা বাবলু খান শ্রমিকের কাজ করে সংসার চালায়। সংসারের দারিদ্রতা থাকায় মাঝে মধ্যে রুমিলা ও বিড়ি বাঁধে । রুমিলা ৯০ বাংলায় ইংরেজিতে ৮০, ভূগোলে ৯৭ কম্পিউটারে ৯১ ,সংস্কৃত ৯২, সর্বমোট ৪৫০অর্থাৎ ৯০ শতাংশ নম্বর পেয়েছে। রুমিলা জানিয়েছে “ছোট থেকেই আমার স্বপ্ন নার্স হওয়ার । রুমিলার এই সাফল্যে খুশি বাঙ্গীটোলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে সকল শিক্ষক সহ গ্রামবাসি।

লোকসভা ভোটের রেজাল্টের পরে ইস্তফা দিলেন মালদায় তৃণমূলের যুবসভাপতি

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :

মালদা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি ছারা সকল প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন অম্লান ভাদুড়ী জেলায় দুটি আসনে হেরে যায় তৃণমূল। তার দায় কাঁধে নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সরকারি প্রশাসনিক পদগুলি থেকে ইস্তফা দিলেন। লোকসভা ভোটের দিন থেকেই তাঁর গলায় ছিল আক্ষেপের সুর। যদিও ফলপ্রকাশের পরের দিন যোগ্য সেনাপতির ন্যায় দলীয় প্রার্থী মৌসম নুরের পাশে থেকেছেন। সাংবাদিককে অম্লান ভাদুড়ী বলেন, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহ সভাপতি হিসেবে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করেছি, কিন্তু মানুষ আমাদের পাশে থাকলোনা , তবে এই সব পদে থেকে কী লাভ! আমি আজ সমস্ত সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছি। এরপর থেকে আমি দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার জন্য আমার পুরো সময়টাই দেব। প্রতিবারই এই জেলায় লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূল পিছিয়ে পড়ছে। সেদিকে নজর রেখে আরো সর্তক হয়ে দলের জন্য আরো উদ্যোগী হয়ে এগবো।
ভোটের আগে নির্বাচনী প্রচারের জন্য চাঁচল মহকুমা আদালতে পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সহ সভাপতি থেকে ইস্তফা দিলেন।

শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুটিমারী ফুলেশ্বরী সহ দেউর হাটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,কোচবিহার :

নাশকতা ঠেকাতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুট টহল শুরু করলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের পর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি তৈরি হয়েছে যাতে  কোনভাবে বহিরাগত কোন শক্তি এলাকায় অশান্তি তৈরি করতে না পারে তার জন্য চলচ্ছে এই রুট মার্চ বলে জানা গিয়েছে।কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এটি রুটিন টহল এবং রুট মার্চ যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে।

কালিয়াচক দালাল মোড়ে বোমা বিস্ফোরনে যখম দুই

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা :

মালদাঃ- মালদার কালিয়াচ থানার এলাকার দালাল মোড়ে রবিবার রাত ন’টা নাগাদ বোমা ফেটে জখম দু’জন। স্থানীয় বাসিন্দারা জানান দালাল মোড়ে চায়ের দোকানে বসে দু’জন চা খাছিল সে সময় হঠাৎ দোকানে পাসে দুই তিনটি বোমা ফাটে সে সময় এলায় বিদ্যুৎ ছিলনা ওই সময় বোমার সপ্লিন্টারে জখম হয় দুই জন তাদেকে সাথে সাথে উদ্ধার করে প্রথমে এলাকার সিলামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক থাকায় পরে তাদের দু’জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বোমায় জখম দু’জনের নাম সফিকুল মোমিন ও রিয়াজুল মোমিন। কে বা কারা বোমা ফাটাল বা কিভাবে বোমা ফাটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Design a site like this with WordPress.com
Get started