আগামীকাল ঘাটাল সহ এ রাজ্যের পাঁচ লোকসভা কেন্দ্রে ভোট👇👇👇

ফিরোজ আলম;বেঙ্গল নিউজ ২৪x৭,মাথাভাঙ্গা:

সারাদেশে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠান।

এই রাজ্যের উত্তরের কোচবিহার ও আলিপুর থেকে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন।

নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই কেউ,কিন্তুু যতই দিন গড়াচ্ছে ততই অশান্তি হচ্ছে ভোট গ্রহন কেন্দ্র গুলিতে।

যদিও অধিকাংশ বুথে এবং স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তবুও কিন্তুু অশান্তি এড়ানো যাচ্ছে না।

আগামীকাল সারা দেশে সপ্তম দফার নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রটি বিশেষ আকর্ষণ।সারা রাজ্যের নজর থাকবে এই লোকসভা কেন্দ্রে।তার কারন হল ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ টিএমসি প্রার্থী দীপক অধিকারী।

তাই আগামীকালের ভোটগ্রহন অনুষ্ঠন কেমন হবে সেটাই এখন দেখার মূল বিষয়।

চাঁচলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ যুবকের বিরুদ্ধে👇👇👇

তুহিন, বেঙ্গল নিউজ ২৪x৭,চাঁচল:

১১ মে এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলে। শনিবার ওই যুবতি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতা যুবতির অভিযোগ, প্রায় এক বছর আগে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিক বার তাঁর সঙ্গে সহবাস করেছে। ঘটনার জেরে সে গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত যুবক তাকেঁ গর্ভপাত করতে বাধ্য করেন। তাঁর আরও অভিযোগ, মিথ্যে কথা বলে ওই যুবক তাঁর কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মাসখানেক আগে ওই যুবতি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করা রয়েছে চাঁচল থানায়। এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত যুবক তাঁকে বিয়েতে অস্বীকার করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ভুটানের প্রধানমন্ত্রী প্রতি শনিবার রোগী দেখেন👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। পেশায় তিনি একজন চিকিৎসকও। তবে প্রধানমন্ত্রী হয়েছেন বলে চিকিৎসাসেবা দেওয়া বন্ধ করে দেননি। সপ্তাহে একদিন চিকিৎসাসেবা দিতে ছুটে যান রাজধানী থিম্পুর ন্যাশনাল রেফারাল হাসপাতালে। পঞ্চাশ বছর বয়সী এই মানুষটি হাতে তুলে নেন স্ক্যালপেল। সারেন কোনও না কোনও রোগীর অস্ত্রোপচারও।

ভুটানের রাজতন্ত্রের সমাপ্তি হয় ২০০৮ সালে। ২০১৮ সালে সাড়ে সাত লাখ মানুষের ভোটে প্রধানমন্ত্রী হন শেরিং।

লোটে শেরিং তার প্রধানমন্ত্রী হওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছি। কিন্তু আমার পেশাকে ছাড়তে পারিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি চাকরি না করে, বিদেশে না গিয়ে ভুটানের মানুষকে নিয়ে ভেবেছি। তাদেরকে বুঝতে চেষ্টা করেছি। তাদেরকে নিয়ে কাজ করেছি। তাই আজ আমি ভুটানের প্রধানমন্ত্রী।

হব্বিপুরে উপনির্বাচনে ভোট প্রচারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ👇👇👇

IMG-20190511-WA0003.jpg

প্রখর গরমকে উপেক্ষা না করে এবার উপনির্বাচনের প্রচারে এসে হাজির হলেন মন্ত্রী খুদ, অমল কিস্কুর হয়ে ভোট প্রচারের সময় তিনি জানান এই উপনির্বাচনে হব্বিপুরে জন্য মালদায় পাঁচ দিন হব্বিপুরে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হবে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আরো বলেন, আগামী এই উপনির্বাচনে ভোট দিন তৃণমূলকে হব্বিপুরের উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে। সকাল সকাল মন্ত্রী সহ তৃনমুলে একাধিক কর্মী নিয়ে ভোট প্রচার সারলেন অমল কিস্কু মন্ত্রী এলাকা বাসিন্দাদের ভোট দেওয়ার আহোবান জানান এদিন প্রচার সারেন কানতুর্কা থেকে শুরু করে আহরো,গভীরা তলা ৷ বিকেলে প্রচারে জাবেন তিলাসন কৃষ্ণপুর এলাকায়৷ এক নির্বাচনী প্রচারে ছিলেন মালদা জেলার তৃনমুলের সাধারন সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল, তৃনমুল কংগ্রেরেসের সভাধিপতি মোয়াজ্জেম হোসেন সহ কর্মীরা।ভোট প্রচারে সভায় কর্মী ছিলো চোখে পরার মতো।

বিষ্ণুপুরে সারম্বরে  পূজিত হল বিষ্ণু পূজো

সৌগত মন্ডল,বেঙ্গল নিউজ ২৪x৭,রামপুরহাট-বীরভূম:

প্রতি বছরের ন্যায় এ বছরও বিষ্ণুপুরে সারম্বরে পূজিত হলো বিশ্বরূপ। কখনো শ্যামচাঁদ কখনো বিশ্বরূপের প্রতিমা হয়, তবে এবার একটু অন্য রূপ দেখাগেল, সেটি হল বম্ভবা-বিষ্ণু-মহেশ্বর। পূজো কমিটির সদস্য ও সেবাইত স্নেহাশিষ চক্রবর্তী জানাই ,”এবছর আমরা একটু অন্য ভাবে প্রতিমা করেছি, স্বয়ং বিষ্ণু পঞ্চনাগের শয়ন করছেন এবং ধনের দেবী মা লক্ষী রয়েছেন। এই প্রতিমা তৈরী করতে ১ মাস সময় লেগেছে। এই পূজোকে কেন্দ্র করে ছোট মেলাও বসেছে এবং স্থানীয় শিল্পীদের নিয়ে প্রত্যেক দিন সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে” ।এই প্রতিমা ১২ দিন থাকবে। প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলাই।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমুলের দিকে👇👇👇

IMG-20190510-WA0015.jpgনিজস্ব সংবাদদাতা,বেঙ্গল নিউজ ২৪x৭,বীরভূম :

(মৌরেশ্বর-বীরভূম): বীরভূমে ফের অাক্রান্ত বিজেপি কর্মীরা।এই দুই জন বাবু ও সুমিত্রা বায়েন। ওনাদের বাড়ি। এদিন বীরভূমের ময়ূরেশ্বর ১ নং মণ্ডলের সনকপুর গ্রামের বাসিন্দা বাবু ও সুমিত্রা বায়েনকে মারধরের অভিযোগ করেন তৃণমূলের প্রধানের বিরুদ্ধে । বাবু বায়েন জানান, ” আমাদের একটাই অপরাধ আমরা বিজেপি করি এবং ২৪/০৪/১৯ বোলপুরে মোদীজীর জনসভায় গিয়েছিলাম, তার প্রতিশোধ নিতে আজ আমাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এছাড়া বাবু বায়েনের স্ত্রী সুমিত্রা জানাই, “ঠিক বিকাল ৫টা নাগাদ এই গ্রামের তৃণমূলের প্রধান কৈলাস বায়েন ও তার বাবা দিলীপ বায়েন আমাদের বাড়িতে আসে ,আমার বাম হাত ভেঙে দেয় এবং বাধা দিতে এলে আমার স্বামী বাবু কেও মেড়ে হাতের আঙুল ভেঙে দেয়”।দুজনকেই রামপুরহাট হাসপাতালে ভর্তি আছে। ভোট হয়েগেলেও রাজনীতির প্রতিহিংসা থেকেই যাচ্ছে।

৩ বছর ধরে রোজা রাখতে পারছেন না উইঘুরের মুসলিমরা জেনে নিন বিস্তারিত👇👇👇

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখছেন। নরওয়ে, আইসল্যান্ড হয়ে ফিজি সব দেশেই মুসলিমরা রমজানের ইবাদতে অংশ নিতে পারলেও চীনে মুসলিমদের এ সুযোগ কেড়ে নেয়া হয়েছে।
দেশটির কমিউনিস্ট সরকার রমজানে উইঘুরের মুসলিমদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর ডনের।
চীনের অন্যান্য প্রদেশে আইনটি কার্যকর হলেও জিনজিয়াংপ্রদেশে এর প্রবণতা বেশি। উপবাস বা ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি বিশেষ আগ্রহকে চরমপন্থার প্রতীক হিসেবে দেখে চীন সরকার।
রমজান উপলক্ষে জিনজিয়াংয়ের খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, অন্যান্য সময়ের মতো রমজানেও খাবার জায়গাগুলো খোলা থাকবে। এ ছাড়া রমজানে রোজা, তারাবির জন্য রাত্রি জাগরণ ও অন্যান্য ধর্মীয় বিষয় পরিহার করার নির্দেশনা দেয়া হয়েছে।
সি উইঘুর নামে একটি ওয়েসবাইটের তথ্যমতে, পৃথিবীতে চীনই একমাত্র দেশ, যেখানে মুসলমানদের রোজা রাখতে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে। বিগত তিন বছর ধরে জিনজিয়াংয়ের উইঘুরের মুসলমানদের রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
অন্য সূত্রে জানা যায়, রমজান মাসে সরকারি দফতর, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুলগুলোতে মুসলিমদের বিশেষ নজরদারিতে রাখা হয়।
গত বছরের আগস্টে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটি জানিয়েছিল, চীন সরকার দেশটির ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রেখেছে।
চীনের জাতিগত উইঘুর মুসলমানদের বেশিরভাগ সে দেশের জিনজিয়াংপ্রদেশে বসবাস করেন। প্রদেশের প্রায় ৪৫ শতাংশ জনগোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের।
জিনজিয়াংয়ের মুসলিম সংখ্যালঘুদের ব্যাপকহারে আটক করা হচ্ছে বলে গত কয়েক মাস ধরে এ খবর ছড়িয়ে পড়ে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের ওই কমিটির কাছে নানা তথ্যচিত্র তুলে ধরে দাবি করেছে, চীনা মুসলমানদের বন্দিশিবিরে আটকে রেখে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে।
উইঘুর মুসলমানদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস বলেছে- বন্দিদের কোনো অভিযোগ গঠন ছাড়াই আটকে রাখা হচ্ছে এবং সেখানে তাদের চীনা কমিউনিস্ট পার্টির স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। বন্দিদের ঠিকমতো খেতে দেয়া হয় না এবং ব্যাপকভাবে নির্যাতন করা হয়।

উৎস – ইসলামিক অনলাইন মিডিয়া

মহাকাশ থেকে শুধু মক্কা আর মদিনা দেখা যাচ্ছিল, বাকি সব অন্ধকার : মহাকাশচারী সুনিতা উইলিয়াম

বনি ডেনস, বেঙ্গল নিউজ ২৪x৭:

নিজস্ব প্রতিবেদক,বেঙ্গল নিউজ ২৪x৭:

মহাকাশে অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সুনিতা উইলিয়াম নিজেই বলেছেন যে, ‘আমি যখন পৃথিবী থেকে প্রায় ২৪০ মাইল উপরে উঠলাম, তখন পৃথিবীর দিকে তাকিয়ে পৃথিবীপৃষ্ঠে দুটি তারা (আলো) দেখতে পেলাম।

এরপর একটি টেলিস্কোপের মাধ্যমে আলো দুটি দেখার চেষ্টা করলে দেখি, একটি আলোর অবস্থান মক্কায় আর অন্যটি মদিনায়। এই দৃশ্য দেখার পর আমি প্রচণ্ডভাবে অভিভূত হই এবং তখনই ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিই। পরে ইসলাম গ্রহণ করি ফিরে এসে।

একটি নভোযান পাঠানো হলো বরাবরের মতোই মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে। ২০০৬ সালের কথা। যে অভিযানের মূল উদ্দেশ্য ছিল ছিল মহাকাশের খোঁজখবর সংগ্রহ করাই।অন্য গবেষকদের সঙ্গে সে নভোযানে অবস্থান করছিলেন সুনিতা উইলিয়াম।

মহাকাশ গবেষণাযানটি যখন পৃথিবীপৃষ্ঠ থেকে ২৪০ মাইল উপরে, হঠাৎ নিচের দিকে চোখ আটকে যায় সুনিতার। পৃথিবী পৃষ্ঠে তারার মতো তিনি দুটি আলো জ্বলতে দেখলেন। তখন চিন্তায় পড়ে গেলেন সুনিতা; ভাবলেন, পৃথিবীপৃষ্ঠে তো কোনো আলোকশিখা থাকার কথা নয় এভাবে জ্বলে থাকার মতো।

সঙ্গীদের ডেকে দেখালেন এবং টেলিস্কোপের সাহায্যে আলো দুটিকে নির্ণয় করার চেষ্টা চালালেন। তবে এই আলোকরশ্মি দুটি কি? নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলো সুনিতার। আরো কাছে, আরো পরিষ্কারভাবে দেখলেন, আলো দুটির কেন্দ্রস্থল পৃথিবীর মক্কা ও মদিনা।

মহাকাশমুখি এই আলোকরশ্মি দুটি বিকিরিত হচ্ছে মক্কা শহরের কেন্দ্রস্থল ও মদিনা শহরের কেন্দ্রস্থ থেকে। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়াম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ায়ো অঙ্গরাজ্যের ‘ইউক্লিডে’ জন্মগ্রহণ করেন। বাবা দীপক পাণ্ডে ও মা বনি পাণ্ডে উভয়ই ছিলেন ভারতীয় হিন্দু।

সব জল্পনা-কল্পনা এবং সন্দেহ-কানাকানির ইতি টেনে গত রমজান মাসে ওমরাহ পালন করতে এসে নিজের মুসলমান হওয়ার ঘোষণা দিলেন সুনিতা উইলিয়াম এবং গর্ব করে বললেন, ‘আমি এখন একজন মুসলমান, এটা ভাবতেই আমার ভালো লাগছে।’

নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুনিতার ইসলাম গ্রহণ করা বিষয়ে তাঁকে চেনেন বা জানেন এমন অনেকের মন্তব্য ছিল অনেকটাই এরকম- ‘আর কারো পক্ষে সম্ভব হলেও সুনিতার পক্ষে এটা কখনো সম্ভব নয়। কারণ সে ছিল ইসলাম বিদ্বেষী’। আর আমি এখন একজন মুসলমান।’

ইসলাম গ্রহণ করা নিয়ে শত জল্পনা-কল্পনার ইতি টেনে ওমরাহ পালন করতে আসা সুনিতা উইলিয়াম জেদ্দার হোটেল হিলটনে বসে এভাবেই ব্যক্ত করছিলেন তাঁর ইসলাম গ্রহণ করার কাহিনী। সাংবাদিকদের শোনাচ্ছিলেন তাঁর মুসলমান হওয়ার রোমাঞ্চকর গল্প। এ সময় তিনি ইসলাম গ্রহণ করার নেপথ্যে থাকা ঘটনা ব্যক্ত করার পাশাপাশি উত্তর দেন উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও।

মক্কা-মদিনার দুর্লভ কিছু তথ্য: পবিত্র মক্কা ও পবিত্র মদিনা শরিফে যাবার নসিব সবার হয় না। যাদের হয় তারা বড়ই ভাগ্যবান। যারা যেতে পারেন না তারাও অধীর আগ্রহে জানতে চান এ পবিত্র দুই হারাম সম্পর্কে। আসুন, ঈমানদীপ্ত মানুষের স্বপ্নের ঠিকানা.. হৃদয়ের তীর্থস্থান..দুই হারাম শরিফের কিছু তথ্য জেনে নিই ,,,

স্ত্রীকে দেওয়ালে ধাক্কা ও ধারালো অস্র দিয়ে খুনের অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহারঃ

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে দেওয়ালে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইটাহার থানার উত্তর পাড়া এলাকায়। ঘটনা জানাজানি হতেই মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।

পরিবারসূত্রে জানা গিয়েছে, আট বছর আগে হরিরামপুর থানার লৌহুচর গ্রামের বাসিন্দা সৈয়দ আজগর আলীর মেয়ে আয়েষা সিদ্দিকার সংগে বিয়ে হয়েছিল ইটাহারের বাসিন্দা তোফাজ্জল হুসেন এর। দুই শন্তানের সংসারে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত। কারনে অকারনেই শ্বশুড়বাড়িতে টাকা চেয়ে পাঠাত তোফাজ্জল বলে জানা যায়। তোফাজ্জল মালদা জেলার চাঁচোল নৈকান্দা হাইমাদ্রাসা স্কুলে শিক্ষকতা করেন ইংরেজি শিখক। জামাই এর দাবি প্রতিনিয়ত মেটালেও অশান্তি একটুকু কমেনি। বিকালে বাড়ির পরিচারিকা কহিনূর বিবি বাড়িতে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় তফাজ্জলের স্ত্রী বিছানায় পড়ে আছেন। কারন জানতে চাইলে তফাজ্জল জানায় অশুস্থ্য হাসপাতালে ভর্তি করতে হবে। তারপর পরিবারের লোকেরা তফাজ্জলের স্ত্রী আয়েষা সিদ্দিকিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি করেন। সেখানেই আয়েষার মৃত্যু হয়। সন্ধ্যার নাগাদ এই খবর আয়েষার গ্রাম হরিরামপুরের লহুচরের ছড়িয়ে পড়তেই আয়েশার বাপের বাড়ির লোকজন এসে ইটাহারের তোফাজ্জলের উত্তরপাড়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। লন্ডভন্ড করে দেওয়া হয় বাড়ির আসবাব। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। মৃতার বাবা সৈয়দ আজগর আলী খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত শিক্ষক তফাজ্জল হুসেন অনিচ্ছাকৃত খুনের ঘটনা শিকার করে নিজের দৃষ্টান্ত মূলক শাস্তির আর্জি জানিয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে ইটাহার থানাই লিখিত অভিযোগ জানিয়েছে জামাই তফাজ্জল হুসেন সহ তার বোন ও বোন জামাই ও অন্য এক আত্মিয়ের বিরুদ্ধে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে। পুলিশ সূত্রে জানা যায়, মেয়ের বাড়ির লোক অভিযুক্তকে বেধোরক মারধোর করার ফলে বর্তমানে সে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাকি তিন জন পলাতক। ইটাহার থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যায়।(ছবি আছে)

ব্যাঙ্কের ঋণের দায়ে আত্মাঘাতী হলেন কৃষক👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ইংরেজ বাজার ব্লকের বুধিয়া গ্রামের বাসিন্দা খালেদুল রহমান (৩২) পেশায় কৃষক। ট্রাক্টর কেনার জন্য একটি বে সরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে কিনেছিলেন। খালেদুর রহমান ভেভেছিলেন নিজের জমি সহ অন্যের জমি চাষ করে ঋন পরিশোধ করে দেবে তা আর হয়ে ওঠেনি ঋনের সুদের হার বারতে থাকায় বেসরকারি ব্যাঙ্কের তরফে চাপ বারতে থাকে টাকা পরিশোধের জন্য। মাসিক চাপের।শুক্রবার সকালে বাড়ি কিছুটা দুরে একটি আম বাগানের মধ্যে ওই কৃষকের ঝুলন্ত দেহ দেখতে পাই এলাকা বাসিন্দারা। ইংরেজ বাজার থানার পুলিশ কে খবর দেওয়া হয়। মমত্যদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হসপিটালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Design a site like this with WordPress.com
Get started