নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদা :
মালদার বৈষ্ণবনগর এলাকার শোভাপুর, ভারত বাংলাদেশের সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর।
জানা যায়, মৃতের নাম মানারুল ইসলাম। জানাযায় শুক্রবার ভোররাতে শোভাপুর সীমন্ত দিয়ে গরু পাচার করছিলে সে সময় বি এস এফ গুলি চালালে গরু পাচারকারী মৃত্যু হয়। ওই পাচারকারী বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা গ্রামে। মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ নিয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ তরফে।