বিপ্লব, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
১৫ জুন ইটাহার : উওর দিনাজপুর জেলা পরিষদের আর্থিক তহবিলে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে ইটাহারে। এদিন ইটাহার থানার জয়হাট অঞ্চল ভুসর গাছি হয়তে গোপাল নগর দুই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় আনুষ্ঠানিক ভাবে, ছিলেন পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন , পঞ্চায়েত সমিতির সদস্য তথা দলনেতা নজিবর রহমান, এদিন নজিবর রহমান বলেন এলাকার জেলা পরিষদের সদস্য তথা কৃষি ভুমি কম’ধক্য মোষারফ হোসেন এর. উদ্যেগে জেলা পরিষদের প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যায়ে দুই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে, দু এক দিনের মধ্যেই রাস্তার কাজ শেষ করে মানুষের চলাচলের ব্যাবস্হা করা হবে।