নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
১৪ জুন ইটাহার : পুনরায় নিজেদের দখলে রাখল ইটাহার ড: মেঘনাথ সাহা কলেজ ইউনিট তৃনমূল ছাত্র পরিষদ। উল্লেখ্য গতকাল গুটি কয়েক Abvp কর্মী ইটাহার ড: মেঘনাথ সাহা কলেজে কলেজের পিনসিপালের অনুপস্থিত কলেজের অশিক্ষক কর্মীদের হাতে সারক লিপি জমা দিয়ে সাময়িক সময়ের মধ্যে কলেজ প্রাঙ্গনে সংগঠনের সংগঠনের পতাকা লাগানো সহ তৃনমূল ছাত্র পরিষদের ঘরে Tmc মুছে দিয়ে Abvp লিখে কলেজ নিজেদের দখলে আসল বলে দাবি করেছিল বিজেপির ছাত্র সংগঠন Abvp যদিও মানতে নারাজ ছিল তৃনমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তাদের দাবি ছিল কলেজে পরিক্ষা চলাকালীন আমাদের ছেলেরা কলেজে যাবে না, শুক্রবার কলেজে পরিক্ষা নেই আমাদের তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা গিয়ে সব পতাকা খুলে দিবে। শুক্রবার কলেজ খুললেই শতাধিক তৃনমূল ছাত্র পরিষদের কর্মী গিয়ে বিরোধী দলের পতাকা কলেজ প্রাঙ্গন থেকে খুলে দেয় ও তৃনমূলের পতাকা লাগান নতুন করে তৃনমূল ছাত্র পরিষদ লিখে যদিও এদিন Abvp কোন কমি’দের কলেজ চত্তরে দেখা যায়নী, এদিন তৃনমূল ছাত্র কলেজ ইউনিট নেতৃত্ব মিরাজ আলম, বলেন গতকাল Abvp কয়েক জন বহিরাগত দের নিয়ে চোরের মতন এসে আমাদের পতাকা খুলা সহ আমাদের ইউনিয়ন ঘরে লেখা সহ কলেজে ভাঙ্গচূর করে নিজেদের দখলে বলছে আমরা পরিক্ষা থাকায় আসেনী আজকে কলেজে পরিক্ষা নেই আমরা কলেজে এলাম ও আমাদের ইউনিয়ন ঘর আমাদের দখলে ছিল আগামী দিনেও থাকবে গন তান্তর মাধ্যমে আমরা আছি ছাত্রছাত্রী দের কাজের সঙ্গে আমরাই থাকি সারা বছর, যারা বলছে কলেজের নামে অপ প্রচার করছে, চোরের মতন আসছে কলেজে সাহস থাকলে সামনে এসে কথা বলুক