সেখ সফি কামাল,বেঙ্গল নিউজ ২৪x৭,হুগলী:
হুগলী জেলার, হরিনখোলা দরবার শরীফ জুলফিক্কারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশন “জয়েফ” এর পক্ষ থেকে আজ সম্প্রীতি সংবর্ধনা দেওয়া হলো এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকারী মুথডাঙ্গা হাইস্কুলের ছাত্রী প্রিয়া মুরালীকে। প্রিয়া মুরালীর বাড়ি আরামবাগ ব্লকের, মায়াপুরের, সরাইঘাটা গ্রামে। জয়েফের কর্ণধার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনী আমাদের বলেন “রবীন্দ্র — নজরুলের দেশে দিন দিন যেভাবে ধর্মীয় বিভাজনের চেষ্টা চলছে আমরা তাই এই সংবর্ধনার নাম দিয়েছি সম্প্রীতি সংবর্ধনা”।
উল্লেখ্য ইতিমধ্যে এবছর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় সপ্তম স্থান অধিকারী সরিফুল ইসলামকে সংবর্ধিত করেছে জয়েফ। সংবর্ধনা কালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগ আল আলম মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক , জয়েফের রাজ্য সভাপতি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনী, রাজ্য কনভেনর পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনী, জয়েফের সহ সম্পাদক পীরজাদা সাফিউল্লাহ হুসাইনী, শিক্ষক মহঃ মুস্তাকিম, সাদ্দাম হোসেন, কালিমুল্লাহ, নুরুদ্দিন সানা প্রমুখ।