ওয়েব ডেস্ক,বেঙ্গল নিউজ২৪x৭ :
অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিয়েছেন
একসময়ের অতি জনপ্রিয় বাংলা সিনেমা ”বেদের মেয়ে জোৎস্না”র নায়িকা অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকে নিয়ে বিতর্ক বেঁধেছে পশ্চিমবঙ্গে।
তৃণমূল কংগ্রেসের তরফে মিজ ঘোষের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। বলা হয়েছে, তিনি আসলে বাংলাদেশের নাগরিক এবং “কারসাজি করে তাকে ভারতের নাগরিক বানানো হয়েছে।”
একজন বিদেশী কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলে যোগ দেন, সেই প্রশ্ন তুলছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল।
তবে বিজেপি দাবি করেছে যে মিজ ঘোষের বাবা বাংলাদেশের মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তার জন্ম কর্ম, সবই কলকাতায়।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বুধবার দলে যোগ দেন মিজ. ঘোষ।
মিজ. ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বিজেপির নেতা মি. ঘোষ বিবিসি বাংলাকে বলছিলেন, “ওর জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড – সবই আমরা দেখেছি। তার বাবা বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি আর জীবিত নেই। কিন্তু মা এখানকার মানুষ। তিনি সল্ট লেকে থাকেন বহু বছর ধরে। সব নথিই আমরা সামাজিক মাধ্যমে তুলেও দিয়েছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।”
এই বিতর্কের প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন হয় রাজ্য বিজেপি সদর দফতরে। সেখানে দলের নেতা জয়প্রকাশ মজুমদার যেসব নথি পেশ করেছেন, সেগুলো বিজেপির ”মিডিয়া সেল” সাংবাদিকদের দিয়েছে।