নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
৭ জুন ইটাহার : ইটাহার ব্লক বিজেপি মণ্ডল কমিটির তরফে বিজয় মিছিল করা হয় শুক্রবার ইটাহারে এদিন নব নির্বাচিত বালুরঘাট লোক সভার সাংসদ ড: সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে ব্লকের কয়েকশ কমি’ নেতৃত্বরা ইটাহারের রাস্তায় ডাক ঢোল ঘেরুয়া আবির মেখে আনন্দে মেতে উঠেন, ছিলেন বিজেপির জেলা সংখ্যালঘু সভাপ্রতি ইউনিস হক, জেলা কমিটির সদস্য সুমন আচায্য’, ইটাহার মণ্ডল নেতৃত্ব রবি দত্ত, যুব নেতৃত্ব সাধন সরকার, সহ অন্যন্য নেতৃত্ব। এদিন সুকান্ত মজুমদার বলেন জয়ী হওযার পর জেলার ব্লকে ব্লকে সাধারন মানুষ সহ দলিও কর্মীদের সাথে সৌজন্য মূলক দেখার জন্য আজকে ইটাহারে আসা তাই দলিও নেতৃত্ব আনন্দ মেতে ইটাহার পরিক্রমা করলেন, তবে জেলার উন্নয়ন ক্ষেত্রে সাংসদ কোটার যা টাকা পাওয়া যাবে তা জেলার সব কটি ব্লকে সমান ভাবে উন্নয়ন খাতে ব্যাবহার করা হবে, বিগত যারা সাংসদ ছিল তারা যে উন্নয়ন করেনী জেলায় তাই মানুষ বিজেপি কে বেছে নিছে তাই আগামী দিন জেলা সহ ইটাহার ব্লকের নাম দিল্লি সংসদে উন্নয়ন এর কথা তুলে ধরা হবে সাধারন মানুষের সাথে’। এদিনের বিজয় মিছিল কে ঘিরে দলের তরফে মিষ্টি মুখ করানো হয় কর্মী সহ সাধারন মানুষ কে।