দেবাশীষ পাল,বেঙ্গল নিউজ ২৪x৭, মালদাঃ

৩০ দিন রোজা রাখার পর আজ খুশির ঈদের বিশ্বের সাথে মালদা জেলাতেও খুশির ঈদের নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ। বুধবার সকাল ৯ টা নাগাদ, কালিয়াচক থানার সুজাপুর ঈদগা ময়দানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন। এদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ।সকাল থেকেই ঈদগা ময়দান এলাকায় মোতায়েন ছিল কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। কালিয়াচক, সুজাপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামাজীরা ঈদগা ময়দানে উপস্থিত হয়ে খুশির ঈদের নামাজ পড়েন। বুধবার সকালে লক্ষ মুসলিম সম্প্রদায়ের লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে দোয়াও করা হয় ঈদগা ময়দানে।