দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ
বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও তৃণমূল যুব কংগ্রেসের কমিটির তথা অম্লান ভাদুড়ী নেতৃত্ব আজ পথে নামলো তৃনমূল যুব কংগ্রেসের কর্মীরা, অম্লান ভাদুড়ী জানান কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই পেট্রোল- ডিজেল, রান্না গ্যাস সহ নিত্যা প্রয়োজনীয় জিনিসে মূল্যবৃদ্ধি প্রতিবাদে জানায় মালদা তৃনমূল যুব কংগ্রেসের এদিন নেতাজী মোড় থেকে মিছিল শুরু করে এল আই সি, মোড় রাজমহোল রোড সহ সারা শহর প্ররিক্রমা করে ফোয়ারা মেরে শেষ করে এই প্রতিবাদ মিছিল