নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:
২রা জুন ইটাহার : দিনে দুপুরে আদিবাসী মহিলার খুনের ঘটনায় অভিযুক্ত কে এরেষ্ট করল ইটাহার থানায় পুলিশ, উল্লেখ্য গত ২৯মে বুধবার দুপুর নাগাদ ইটাহার সদর এলাকার সরাই ডিঘি গ্রামে বারির সামনেয় খুন হয় আদিবাসী মহিলা মাইনো টুডু (৫০) ইটাহার থানার পুলিস ঘটনা স্হলে গিয়ে মাইনো টুডুর ধর থেকে মাথা আলাদা অবস্হায় উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মগে’ পাঠায় ময়না তদন্তে। তবে প্রথম থেকে জমি বিবাদকে কেন্দ্র করে মৃতার আত্বীয় বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল বলে মৃতার ছেলে মেয়েরা ইটাহার থানায় লিখিত অভিযোগ করেন, ইটাহার থানার ওসি অভিজিত দত্ত ঘটনার তদন্ত করে জানতে পারেন মৃতার এক আত্বীয় খুন করেছে ফলে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইটাহার থানার পুলিশের একটি দল হেমতাবাদ থানা এলাকার এক গ্রামে থেকে কানাই বেসরা (প্রকাশ) ৩২ কে এরেষ্ট করে ইটাহার থানায় নিয়ে আসে।রবিবার রায়গঞ্জ জেলা আদালতে অভিযুক্ত কে তোলা হোলেও চার দিনের রিমান্ডে আনা হয়েছে কানাই বেসরা কে ইটাহার থানায় জিঞ্জাসাবাদ করার জন্য, স্হানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে মৃতার ভাসুরের ছেলে কানাই বেসরা ফলে নিজের কাকিমা কে গলা কেটে খুন করে কানাই বেসরা ।