দেবাশীষ পাল, বেঙ্গল নিউজ ২৪x৭,মালদাঃ
প্রশাসনের তরফে শুক্রবার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলের কৃতি সমস্ত পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হলো মালদা জেলা প্রশাসন তরফে। শুক্রবার মালদা টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন, মালদা জেলা পরিষদের মেন্টার কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি,জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অনান্যরা। এদিন জেলার ৯২জন পড়ুয়াকে সংবর্ধনা ঞ্জাপন করা হয়।এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ও ছাত্রীরা উপস্থিতি হয় জেলার বিভিন্ন স্কুল থেকে পরীক্ষায় ভালো ফল হয়েছে তাদের হাতে শংসাপত্র ও মেমেন্টো সহ মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনে তরফে।