ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যেগে পালিত হল ইফতার পাটি

নিজস্ব  প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :

২৬মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেস ও ইটাহারের বিধায়ক অমল আচায্য’ এর উদ্যেগে প্রতিবছরের মতন এবারে প্রবিত্র রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা হয় রবিবার ইটাহার হাইস্কুল প্রাঙ্গন মাঠে, এদিনের ইফতার পাটি’তে কয়েকশ মুসলিম সম্প দায়ের সাধারন মানুষের সাথে বিশিষ্ট সাধারন মানুষ রাও ইফতারে অংশ গ্রহন করে এদিন মুসলিম সম্প দায়ের সাধারন মানুষ সাধারন নিরজলা থেকে ধমী’য় নিয়ম ঋৃতি মেনে ইফতার করেন ফলে দলিও ও বিধায়ক এর উদ্যেগে বিভিন্ন মুখ রোচক খাওয়ার ব্যাবস্হা করেন, এদিন ইফতার শেষে নামাজে অংশ করেন করেন, উপস্হিত ব্যাক্তিরা, এদিনের কম’সূচি তে ছিলেন বিধায়ক অমল আচায্য’, ব্লক তৃনমূল সভাপ্রতি অমিত গাঙ্গলী, তৃনমূল নেতৃত্ব মহম্মদ ইসরাইল,, পম্পা চৌধুরী, বিকাশ সরকার. বিশিষ্ট ব্যাক্তি সামসুল হক, শইলেন চক্রবতী’ সহ অন্যন্য নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যাক্তিরা, জানা গিয়েছে তৃনমূল কংগ্রেস তরফে ব্লকের তিনটি অঞ্জল গুলন্দর, দুগা’পুর, ইটাহারে পৃথক ভাবে ইফতার পাটি’র আয়োজন করেন রবিবার ইটাহারে।

রাস্তার বেহালদশা যাতায়াতের চরম ভোগান্তি ,রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীর আন্দোলন

পূর্ব বর্ধমানের কাটোয়া মালডাঙ্গা রোড সংলগ্ন নন্দীগ্রামের বাসস্ট্যান্ডের রাস্তায় দুই পাশে বালির স্তুপ পর থাকার জন্য গ্ৰামবাসীদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এই নিয়ে প্রশাসনের কোন হেলদোল নেই। কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটীগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে গ্ৰাম ঢুকবার রাস্তা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। গ্ৰামের রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করা সমস্যা হচ্ছে। গ্ৰামবাসীদের দাবি কবে রাস্তাটি মেরামতি করা হবে। গ্ৰামবাসীদের কাছে থেকে শোনা যায় নন্দীগ্রামে গ্রাম ঢুকবার রাস্তাটি জেলাপরিষদের আন্ডারে আছে। জেলাপরিষদের সদস্য তুষার সামন্ত জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নন্দীগ্রামের গ্ৰাম ঢুকবার রাস্তাটি মেরামতি করা হবে।

সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলের, এক নজরে দেখুন কে কি নতুন দায়িত্ব পেল👇👇👇

লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৪২টিতে জয়ের লক্ষ্যমাত্র বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কিন্তু তা তো হয়ইনি, উলটে গেরুয়া ঝড়ে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ব্যাপক ভালো ফল করেছে বিজেপি। দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেতা আসন হাতছাড়া হয়ে গিয়েছে এতৃণমূলের। লোকসভা ভোটে এমন বিপর্যয় কেন হল? আজ কালীঘাটে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে করেন মমতা। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দলের প্রত্যেকের কাছে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু ওরা চায় আমি থাকি। সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে ভোটে জিতেছে বিজেপি। নির্বাচন কমিশন প্রতিনিয়ত ওদের হয়ে কাজ করেছে। আমাদের আসন সংখ্যা কমলেও ভোটের হার চার শতাংশ বেড়েছে।”এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও এ দিন প্রশ্ন তুলেছেন তিনি৷

এছাড়া লোকসভা ভোটে খারাপ ফল করার ফলে তৃণমূল সংগঠনে ব্যাপক রদবদল করা হয়েছে। জঙ্গলমহলে দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি, সরকারি সংগঠনের দায়িত্বেও আনা হল শুভেন্দুকে। ডানা ছাঁটা হল অরূপের। বর্ধমান ও হুগলির দায়িত্বে আনা হল মেয়র ফিরহাদ হাকিমকে। এছাড়া, বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব থেকে সরানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক সবার সাথে কো-অর্ডিনেশন করবে। তাই তাঁর দায়িত্ব কমানো হল।

ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন
দক্ষিণ দিনাজপুর- অর্পিতা ঘোষ
হুগলি- রত্না দে নাগ
মালদা- মৌসম বেনজির নূর
দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে হেরে যাওয়ার পর উত্তরবঙ্গের চেয়ারম্যান পদ থেকে সরানো হল রবীন্দ্রনাথ ঘোষকে। উত্তরবঙ্গের চেয়ারম্যান করা হল অমর সিং রাইকে। HRBC-র চেয়ারম্যান করা হল দীনেশ ত্রিবেদীকে। SJDA-এর চেয়ারম্যান করা হল বিনয় বর্মণকে। দায়িত্ব বাড়ান হল মৌসমের। মালদা জেলার সভাপতি পদ ছাড়াও মহিলা কমিশনের চেয়ারম্যানও করা হল মৌসমকে।
নদিয়া জেলা তৃণমূল সভাপতি পদ থেকে গৌরীশংকর দত্তকে সরিয়ে কৃষ্ণনগরের দায়িত্ব পেলেন মহুয়া মৈত্র। রানাঘাটের দায়িত্ব পেলেন শংকর সিংকে। আসানসোলে হারের পর দায় কাঁধে নিয়ে মেয়রের পর থেকে সরে যেতে চেয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে আসানসোলের সভাপতি পদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।

দুই মুসলিম স্বেচ্ছায় রোজা ভেঙে রক্ত দিয়ে হিন্দু রোগীকে বাঁচালেন👇👇👇

ওয়েব ডেস্ক, বেঙ্গল নিউজ ২৪x৭:

আসামের বিশ্বনাথ চরিয়ালির বাসিন্দা অনিল বোরা তার ৮২ বছর বয়সী মা রেবতী বোরাকে নিয়ে হাসপাতালে আসেন গত সপ্তাহে।

কিছু পরীক্ষার পরে জানা যায় তাকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে। রেবতীর রক্তের গ্রুপ বি নেগেটিভ। এই রক্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ফেসবুকের মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সঙ্গে অনিল বোরার যোগাযোগ হয় শোনিতপুরের বাসিন্দা মুন্না আনসারির সঙ্গে। গত রোববার মুন্না রোজা ভেঙে রক্ত দেন রেবতীকে।

এই বিষয়ে তিনি বলেন, আমাকে রক্ত দিতে বলা হলে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমাকে বলা হয় ভেবে দেখ, রোজা ভাঙতে হবে। আমি বলি রোজা ভাঙতে হলে হবে।

অনিল বলছেন, মুন্না রোজা ভেঙে আমার মায়ের জীবন বাঁচিয়েছেন। আমরা এজন্য তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।

এদিকে গোলাঘাট জেলার বাসিন্দা ইয়াসিন আলী ইফতার শেষে বাবার সঙ্গে হাসপাতালে যান ওজন মাপতে। এখানে তিনি জানতে পারেন যে এক ব্যক্তি আড়াই বছরের একটি শিশুর জন্য রক্ত খুঁজছেন।

সঙ্গে সঙ্গেই রক্ত দিতে রাজি হয়ে যান ইয়াসিন। এই বিষয়ে তিনি বলেন, যদিও আমাকে রোজা ভাঙতে হয়নি, তবে প্রয়োজনে ভাঙতে দ্বিধা করতাম না।

তিনি বলেন, পবিত্র আল কুরআনে আছে একজন মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় কাজ। এজন্য রোজা যদি ভাঙতে হয়, তাতেই বা কী যায় আসে?

হরিশচন্দ্রপুর ইফতার পার্টির আয়োজন করেন রোটি ব্যাঙ্ক

তুহিন, বেঙ্গল নিউজ24×7,হরিশ্চন্দ্রপুর:

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর অবস্থিত রোটি ব্যাংক ROTI BANK (HRDWT) এবার ইফতার পার্টির আয়োজন করতে চলেছে আগামী ২৮ শে মে রমজান রোজ মঙ্গলবার!
রোটি ব্যাংক এর প্রথম বর্ষপূর্তি হতে চলেছে সেই উপলক্ষে এই ইফতারের আয়োজন | উক্তt ইফতার পার্টিতে সবাইকে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে়ছেন ।
সেদিকে তাকিয়েই সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও বিশ্বাসের বার্তা ছড়িয়ে দিতেই এই ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে।

তারিখ :- ২৮/৫/২০১৯
স্থান:- মারবাড়ী পাড়া,হাসপাতাল রোড, হরিশচন্দ্রপুর।
যোগাযোগ :-
তানুজ জৈনঃ 8629915681

আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের জন্য শপথ নিবেন নরেন্দ্র মোদী👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। শপথ গ্রহণের আগে গুজরাট ও বারাণসী যাওয়ার কথা রয়েছে মোদি। আগামী ২৮ মে বারাণসী যাবার কথা রয়েছে তার।

নির্বাচনে জয়লাভের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি। বৃহস্পতিবারের বিশাল জয়ের পর শুক্রবার মোদির নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় যেখানে সব কেন্দ্রীয় মন্ত্রী যোগ দিতে বলা হয়েছে। বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

১২ বছরের বাচ্চা জয় শ্রী রাম বলায় বাচ্চাটি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন

রাহুল রায়, বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ

আপাতত ভোট যুদ্ধ শেষ। দেশ ও রাজ্যে অভাবনীয় ফল করেছে বিজেপি। কেন্দ্রে যেমন মোদী সরকার ফের, তেমনি বাংলায় আগামি দিনে বিজেপি সরকার গঠনের পূর্বাভাষ কালই জানা গিয়েছে। কারন রাজ্যে বিজেপির জয়জয়কার। ১৮টি আসনে জয়ী তারা। তাদের এই সাফল্য শাসক দলের যেমন দুঃশ্চিন্তার কারন, তেমনী হতাশ শাসক দল। আর তাদের পরাজয়ের এই তীব্র হতাশার বহিঃপ্রকাশ ঘটছে আক্রমনাত্মক ভঙ্গিতে। তেমনী একটি জ্বলন্ত উদাহরন হল, পূব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের বকুলিয়া গ্ৰামের ১৩২ নং বুথ সংলগ্ন এলাকায় একটি ১২ বছরের বাচ্চা জয় শ্রী রাম বলার জন্য বাচ্চাটিকে কে মারধর করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। ছোট্ট বাচ্চাটিও বাদ জায়নি তৃণমূল দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। যদিও ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ এসে উপস্থিত হয়। এমন ঘটনায় এলাকায় বিজেপি কর্মীরা আতঙ্কে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের এই আচরন আসলে হতাশারই বহিঃপ্রকাশ, তাই ছোট্ট বাচ্চাকেও আক্রমন করতে ওরা দ্বিধা করছেনা। আগামি দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল যে নিঃশ্চিহ্ন হবে এটা তার পূর্বাভাষ। অধঃপতন শুরু হয়ে গিয়েছে, পুরোপুরি বিনাশ হবে সামনের বিধানসভায়, এমনটাই বিশ্বাস বিজেপির!

এক নজরে দেখুন পশ্চিমবঙ্গ লোকসভার নতুন সদস্য কারা হলেন 👇👇👇

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭,কলকাতা :

01 কোচবিহার – নীতিশ প্রামানিক – বিজেপি
02 আলিপুরদুয়ার – জন বারলা – বিজেপি
03 জলপাইগুড়ি – জয়ন্ত রায় – বিজেপি
04 দার্জিলিং – রাজু বিষৎ – বিজেপি
05 রায়গঞ্জ – দেবশ্রী চৌধুরী- বিজেপি
06 বালুরঘাট – সুকান্ত মজুমদার – বিজেপি
07 মালদা উত্তর – খগেন মুর্মু – বিজেপি
08 মালদা দক্ষিণ – আবু হাসেম খান – কংগ্রেস
09 জঙ্গিপুর – খলিলুর রহমান – তৃণমূল
10 বহরমপুর – অধীর চৌধুরী – কংগ্রেস
11 মুর্শিদাবাদ – আবু তাহের খান – তৃণমূল
12 কৃষ্ণনগর – মহুয়া মিত্র – তৃণমূল
13 রানাঘাট – জগন্নাথ সরকার – বিজেপি
14 বনগাঁ – শান্তুনু ঠাকুর – বিজেপি
15 ব্যারাকপুর – অর্জুন সিং – বিজেপি
16 দমদম – সৌগত রায় – তৃণমূল
17 বারাসত – কাকলী ঘোষ দস্তিদার – তৃণমূল
18 বসিরহাট – নুসরাত জাহান – তৃণমূল
19 জয়নগর – প্রতিমা মন্ডল – তৃণমূল
20 মথুরাপুর – সি এম জাটুয়া – তৃণমূল
21 ডায়মন্ড হারবার – অভিষেক ব্যানার্জি – তৃণমূল
22 যাদবপুর – মিমি চক্রবর্তী – তৃণমূল
23 কোলকাতা উত্তর – সুদীপ ব্যানার্জি – তৃণমূল
24 কোলকাতা দক্ষিণ – মালা রায় – তৃণমূল
25 হাওড়া – প্রসূন ব্যানার্জি – তৃণমূল
26 উলবেড়িয়া – সাজদা আহমেদ – তৃণমূল
27 শ্রীরামপুর – কল্যাণ ব্যানার্জি – তৃণমূল
28 হুগলি – লকেট চ্যাটার্জি – বিজেপি
29 আরামবাগ – অপরুপা পোদ্দার – তৃণমূল
30 তমলুক – দিব্যেন্দু অধিকারী – তৃণমূল
31 কাঁথি – শিশির অধিকারী – তৃণমূল
32 ঘাটাল – দীপক অধিকারী(দেব) -তৃণমূল
33 ঝাড়গ্রাম – কুনার হেমব্রম – বিজেপি
34 মেদিনীপুর – দিলীপ ঘোষ – বিজেপি
35 পুরুলিয়া – জৌতিময় সিং মাহত – বিজেপি
36 বাঁকুড়া – সুভাষ সরকার – বিজেপি
37 বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ – বিজেপি
38 আসানসোল – বাবুল সুপ্রিয় – বিজেপি
39 দুর্গাপুর – এসএস আলুওয়ালিয়া – বিজেপি
40 বর্ধমান পূর্ব – সুনীল মন্ডল – তৃণমূল
41 বোলপুর – অসিত মাল – তৃণমূল
42 বীরভূম – শতাব্দী রায় – তৃণমূল

তৃণমূল- 22 বিজেপি- 18 কংগ্রেস- 2

অবশেষে জয়ী মালদা দক্ষিণ কেন্দ্রে প্রার্থী কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী (ডালু)👇👇👇

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭:

ভোট গণনার দিনের শুরু থেকে ক্রমাগত পিছিয়ে থাকলেও অবশেষে ইমানদারিকেই মর্যাদা দিলো মালদার জনগণ। জয়ের ধারা অব্যাহত রাখলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী (ডালু )। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ১৩৩৬৭ ভোটে জয়ী কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী (ডালু )।

আবার দেশবাসী কে ধন্যবাদ জানালেন – নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭:

নির্বাচনে বিপুল ভোট বিজয়ের পর নরেন্দ্র মোদি আরেকবার টুইট করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সকল দেশবাসী কে ধন্যবাদ! আমাদের জোটের প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে তাতে আমরা আপ্লুত হয়েছি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এটা আমাদের আরও শক্তি জোগাবে।

Design a site like this with WordPress.com
Get started