নিজস্ব প্রতিনিধি ,বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
২৯ মে, ইটাহারঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট দেওয়া হল স্কুলের তরফে। উল্লেখ্য ইটাহার পাবলিক মিশন স্কুলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১৭ জন ছাত্র তার মধ্যে ১১ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন কলা বিভাগে। এর মধ্যে আসফাঁক আলম বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৩ পেয়ে ইটাহার ব্লকের মধ্যে প্রথম হয়েছে। বাকি ছাত্ররা ভালো নম্বর পেয়ে উত্তির্ন হয়েছে বলে জানা যায়। সাভাবিক ভাবে খুশির আমেজ স্কুলের শিক্ষক থেকে ছাত্র দের মধ্যে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র দের আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা, ও মার্কশিট দেওয়া হল স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গনে। স্বাভাবিক ভাবে এই বেসরকারি স্কুলের এই সাফল্যে খুশি ইটাহার বাসী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি রফিকুল আলম, প্রধান শিক্ষক সৌরভ আলী, আবু তালেব সহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিরা। এই বিষয়ে স্কুলের সভাপতি রফিকুল আলম জানান, আজকে আমাদের স্কুলের ছাত্র আসফাক আলম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৫৩ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে ইটাহার ব্লকে প্রথম হয়েছে। এছাড়া অন্যন্য ছাত্র দের ফলাফল ভালো। তাই আমরা স্কুলের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আসফাক সহ সকল উত্তির্ন ছাত্র দের সংবর্ধনা ও মার্কশিট প্রদান করলাম।