তুহিন, বেঙ্গল নিউজ24×7, হরিশ্চন্দ্রপুর, মালদা:

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তেমন সাফল্য না পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলার স্থান যথেষ্ট ভালো। রাজ্যে প্রথম ১০ মেধা তালিকার মধ্যে স্থান করে নিয়েছে মালদা জেলার ৫ ছাত্রছাত্রী। এর মধ্যে রাজ্যে ষষ্ঠ, তথা জেলায় প্রথম হয়েছে গাজোলের হাজি নাকু মোহম্মদ বিদ্যালয়ের ছাত্র সপ্তর্ষি রায়। তার প্রাপ্ত নম্বর ৪৯০। রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে যুগ্মভাবে বুধিয়া হাই মাদ্রাসার নৌরিন খাতুন ও রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সৌমিক সরকার এদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় নবম স্থানে আছে মানিকচক শিক্ষা নিকেতনের ছাত্রী সোমা সাহা। এছাড়া ৪৮৬ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্রী আরজু সুলতানা।

Published by BengalNews24x7

আপনার এলাকা সহ দেশ, বিদেশ, রাজ্য, জেলা, খেলা ধুলা সহ সমস্ত খবরা খবর পেতে ভিজিট করুন আমাদের পেজে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started