রাহুল রায়,বেঙ্গল নিউজ ২৪x৭,পূর্ব বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার বোর্ড মিটিংয়ে ধুন্ধুমার। কাটোয়া পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ড মিটিং শুরু কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চেয়ারম্যান দুর্নীগ্ৰস্ত, এই অভিযোগ তাঁর পদত্যাগ দাবি করেন কয়েকজন কাউন্সিলর। বোর্ড মিটিং বানচাল হয়ে গেলে চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বসে পড়েন কয়েক জন কাউন্সিল। কাটোয়া শহর সভাপতি তথা কাউন্সিলর অমর রামের অভিযোগ, শুধুমাত্র চেয়ারম্যানের অহঙ্কার, পৌরসভার দুর্নীতির জন্য লোকসভা নির্বাচনে কাটোয়ার এগিয়ে গিয়েছে বিজেপি।কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ক্ষমতা আসার পর ৩১জন পৌরকর্মীকে ছাটাই করার পর, ওইদিন কাউন্সিলদের দাবি ছিল নির্বাচনের পর কাজ ফিরিয়ে নিয়ে কথা রাখেনি চেয়ারম্যান। ৪,১৫,১৯নং ওয়ার্ডে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি।এই ঘটনায় ফের কাটোয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়ল বলে মনে করছেন কাটোয়াবাসী।

Published by BengalNews24x7

আপনার এলাকা সহ দেশ, বিদেশ, রাজ্য, জেলা, খেলা ধুলা সহ সমস্ত খবরা খবর পেতে ভিজিট করুন আমাদের পেজে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started