নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল নিউজ ২৪x৭, মালদা :
মালদাঃ- মালদার কালিয়াচ থানার এলাকার দালাল মোড়ে রবিবার রাত ন’টা নাগাদ বোমা ফেটে জখম দু’জন। স্থানীয় বাসিন্দারা জানান দালাল মোড়ে চায়ের দোকানে বসে দু’জন চা খাছিল সে সময় হঠাৎ দোকানে পাসে দুই তিনটি বোমা ফাটে সে সময় এলায় বিদ্যুৎ ছিলনা ওই সময় বোমার সপ্লিন্টারে জখম হয় দুই জন তাদেকে সাথে সাথে উদ্ধার করে প্রথমে এলাকার সিলামপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক থাকায় পরে তাদের দু’জনকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বোমায় জখম দু’জনের নাম সফিকুল মোমিন ও রিয়াজুল মোমিন। কে বা কারা বোমা ফাটাল বা কিভাবে বোমা ফাটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।