নিজস্ব প্রতিবেদক, বেঙ্গল নিউজ ২৪x৭,ইটাহার :
২৬মে ইটাহার : পবিত্র রমজান মাসের ইফতার মিলন সভার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেস ও ইটাহারের বিধায়ক অমল আচায্য’ এর উদ্যেগে প্রতিবছরের মতন এবারে প্রবিত্র রমজান মাসের ইফতার পাটি’র আয়োজন করা হয় রবিবার ইটাহার হাইস্কুল প্রাঙ্গন মাঠে, এদিনের ইফতার পাটি’তে কয়েকশ মুসলিম সম্প দায়ের সাধারন মানুষের সাথে বিশিষ্ট সাধারন মানুষ রাও ইফতারে অংশ গ্রহন করে এদিন মুসলিম সম্প দায়ের সাধারন মানুষ সাধারন নিরজলা থেকে ধমী’য় নিয়ম ঋৃতি মেনে ইফতার করেন ফলে দলিও ও বিধায়ক এর উদ্যেগে বিভিন্ন মুখ রোচক খাওয়ার ব্যাবস্হা করেন, এদিন ইফতার শেষে নামাজে অংশ করেন করেন, উপস্হিত ব্যাক্তিরা, এদিনের কম’সূচি তে ছিলেন বিধায়ক অমল আচায্য’, ব্লক তৃনমূল সভাপ্রতি অমিত গাঙ্গলী, তৃনমূল নেতৃত্ব মহম্মদ ইসরাইল,, পম্পা চৌধুরী, বিকাশ সরকার. বিশিষ্ট ব্যাক্তি সামসুল হক, শইলেন চক্রবতী’ সহ অন্যন্য নেতৃত্ব সহ বিশিষ্ট ব্যাক্তিরা, জানা গিয়েছে তৃনমূল কংগ্রেস তরফে ব্লকের তিনটি অঞ্জল গুলন্দর, দুগা’পুর, ইটাহারে পৃথক ভাবে ইফতার পাটি’র আয়োজন করেন রবিবার ইটাহারে।